বাংলাদেশ ফিশারীজ ইনফরমেশন শেয়ার হোম, সংক্ষেপে বিডিফিশ (Bangladesh Fisheries Information Share Home, in brief BdFISH) ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ যা বিডিফিশ টিম কর্তৃক যাত্রা শুরু করে পরিচালিত হয়ে আসছে। বিডিফিশ বর্তমানে বাংলা (বিডিফিশ বাংলা) ও ইংরেজি (BdFISH) ভাষায় মৎস্য বিষয়ক তথ্য শেয়ার করে থাকে। এর সকল কার্যক্রম অলাভজনক এবং স্বেচ্ছাসেবী মূলক।

কৃতজ্ঞতা:

  • বিডিফিশ প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছে এর সকল লেখক (Authors) ও কনট্রিবিউটদের (Contributors) প্রতি। যাদের অক্লান্ত পরিশ্রম, মেধা আর সময়ের বিনিময়ে তিল তিল করে গড়ে উঠছে তথ্য শেয়ারের এই অনলাইন মঞ্চ। বিডিফিশ একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছে মন্তব্যকারীদের প্রতি যাদের গুরুত্বপূর্ণ মতামত এর কার্যক্রমকে করে তুলেছে আরও অর্থবহ।

 

  • বিডিফিশ কৃতজ্ঞতা প্রকাশ করছে এর অফলাইন ও অনলাইন কার্যক্রম পরিচালনা ও সম্পাদনার মত গুরুত্বপূর্ণ ও শ্রমসাধ্য দ্বায়িত্ব পালনকারীদের প্রতি যাদের মূল্যবান সময়, মেধা আর শ্রমের বিনিময়ে বিডিফিশ তার সকল ফিচার যথাযথ সম্পাদনার পর প্রকাশ করতে সক্ষম হচ্ছে। বিডিফিশের প্রশাসক ও সম্পাদক-
    • এ. বি. এম. মহসিন, প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ
    • শামস মুহাঃ গালিব, সহকারী অধ্যাপক, ফিসারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ

 

  • বিডিফিশ কৃতজ্ঞতা প্রকাশ করছে WordPress এবং Atahualpa এর প্রতি যারা বিডিফিশ সাইট প্রকাশের জন্য প্রয়োজনীয় সফটওয়ার সরবরাহ করে অনলাইন প্রকাশনার মত কঠিন একটি কাজটিকে সহজ করে দিয়েছে।

 

  • বিডিফিশ তার সম্মানিত দাতাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। যদিও বিডিফিশের সকল কার্যক্রম অলাভকজনক এবং স্বেচ্ছাসেবী মূলক তবুও অর্থ হচ্ছে যে কোন কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি। বিডিফিশের কার্যক্রম পরিচালনার (যেমন- ডোমেইন, হোস্টিং, যোগাযোগ ইত্যাদি) জন্যও অর্থের প্রয়োজন হয়। বিডিফিশের অর্থের অন্যতম উৎস্য দান। আপনিও বিডিফিশের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে দান করতে পারেন। বিডিফিশে দান করতে চাইলে অনুগ্রহকরে এই লিংক থেকে আমাদের ইমেইল করুন। বিডিফিশের সম্মানিত দাতাবৃন্দ-
    • বিডিফিশের শুভাকাঙ্ক্ষীবৃন্দ যারা “বিডিফিশ ডোনেট বক্স” (প্রযত্নে- এবিএম মহসিন, প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এর মাধ্যমে দান করেছেন।
    • এ. বি. এম. মহসিন, সহযোগী অধ্যাপক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • শামস মুহাঃ গালিব, প্রভাষক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ
    • মোঃ মেহেদী হাসান, প্রাক্তন শিক্ষার্থী, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • শেখ মোঃ মোহায়মেনুল হক, গবেষক শিক্ষার্থী (এম.ফিল.), ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.