অভিব্যক্তি বিজ্ঞান বইটির প্রচ্ছদ
অভিব্যক্তি বিজ্ঞান বইটির প্রচ্ছদ

বাংলাভাষায় রচিত মুহাম্মদ আবুল কালাম আজাদ (সহকারী অধ্যাপক, শেরপুর ডিগ্রী কলেজ, বগুড়া) এর অভিব্যক্তি বিজ্ঞান (বিবর্তনবিদ্যা) বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যার অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত মাৎস্য জীববিজ্ঞানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের মাছসহ অন্যান্য প্রাণীর বিবর্তন, প্রাণের উৎপত্তি, ইতিহাস, প্রমাণ, অভিব্যক্তিবাদ, পরিবৃত্তি, অভিযোজন, অনুকৃতি, প্রাণীর ভৌগোলিক বিস্তার ও বাধা, জীবাশ্ম ইত্যাদি বিষয়ক কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনে সহায়ক হবে তা বলা যায়। বইটিতে অভিব্যক্তি বিজ্ঞান তথা বিবর্তনবিদ্যা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি অত্যন্ত সুন্দরভাবে প্রয়োজনীয় ছবিসহ উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।

বইটির শেষে সংযুক্ত শব্দকোষ, তথ্যপঞ্জি ও পরিভাষা বইটিকে করেছে আরও পাঠক বান্ধব।

অভিব্যক্তি বিজ্ঞান বইটির প্রথম প্রকাশ ফাল্গুন ১৩৯১ (ফেব্রুয়ারি ১৯৮৫)। বইটির প্রচ্ছদ করেছেন শচীন্দ্রলাল বড়ুয়া এবং প্রকাশক মাহমুদ হাসান (বিপ্লব), কবির পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। ৪২৮ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ২০০ মাত্র।

বইটিতে যেসব বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য অংশ নিচে দেয়া হল-

  • প্রাণের উৎপত্তি
    • প্রাণ উন্মেষের ঐতিহাসিক পটভূমি ও বিভিন্ন মতবাদ
    • জড়জগতের উৎপত্তি
    • অজীবজভাবে জৈব পদার্থের উৎপত্তি
  • অভিব্যক্তিবাদের ঐতিহাসিক গতিধারা
    • অভিব্যক্তিবাদের শ্রেণীবিভাগ
    • অভিব্যক্তিবাদের বিভিন্ন মতবাদ
  • জৈব অভিব্যক্তির প্রমাণ
    • অঙ্গসংস্থানিক প্রমাণ
    • শ্রেণীবিন্যাসগত প্রমাণ
    • জীবভৌগোলিক প্রমাণ
    • ভ্রূণতত্ত্বীয় প্রমাণ
    • জীবাশ্মতত্ত্বীয় প্রমাণ
    • শারীরবৃত্তীয় ও প্রাণরসায়নঘটিত প্রমাণ
    • কোষবিদ্যাঘটিত প্রমাণ
    • বংশাণুবিদ্যাঘটিত প্রমাণ
  • অভিব্যক্তিবাদ
    • সৃষ্টিবাদ
    • অভিব্যক্তিবাদের বৈশিষ্ট্য ও প্রকারভেদ
    • জীবজগত সম্পর্কিত যান্ত্রিক অভিব্যক্তিবাদ ও এর সমালোচনা
    • প্রজাতিবাদ
  • ডারউইনের মতবাদ
  • ল্যামার্কের মতবাদ
  • পরিবৃত্তন মতবাদ
  • পরিব্যক্তি মতবাদ
  • অন্তরণ
    • অন্তরণ কলাকৌশল
    • ভৌগোলিক, স্থানগত, জীব সংক্রান্ত, জনন সংক্রান্ত ও বংশানুধৃতিক অন্তরণ
    • অন্তরণ প্রক্রিয়ার উৎপত্তি
    • অন্তরণ ও প্রজাতির উৎপত্তি
  • পরিবৃত্তি
    • পরিবৃত্তির শ্রেণীবিভাগ
    • পরিবৃত্তির কারণ
    • পরিবৃত্তির অভিব্যক্তিক মূল্যায়ন
  • প্রজাতি ও তার উৎপত্তি
    • প্রজাতির সংজ্ঞা ও প্রকারভেদ
    • উপপ্রজাতি, ক্লাইনস
    • প্রজাতির উৎপত্তি, পরিবর্তন
    • সংকরায়ন, পলিপ্লয়ডি
  • অভিযোজন
    • অভিযোজন পদ্ধতি, বিকিরণ, মতবাদ
    • উদ্ভিদ, প্রাণীর অভিযোজন
    • অভিযোজনের প্রকারভেদ
    • জলজ অভিযোজন
    • গভীর সমুদ্রে অভিযোজন
    • খাদ্য ও পানির অপ্রতুলতাজনিত অভিযোজন
    • আত্মরক্ষাজনিত অভিযোজন
    • রক্ষণাত্মক অভিযোজন
    • শরীরবৃত্তিক অভিযোজন
    • বিশেষ অভিযোজন
  • অনুকৃতি
    • সংজ্ঞা, প্রকারভেদ, শ্রেণীবিভাগ
    • অনুকৃতির কারণসমূহ
    • কার্যকর অনুকৃতির শর্তাবলী
    • অনুকৃতি মতবাদের সমালোচনা
  • প্রাণীর ভৌগোলিক বিস্তার ও বাধা
    • ভৌগোলিক বিস্তার, প্রকারভেদ
    • প্রাণী বিস্তারের ধরণ, প্রয়োজনীয়তা
    • প্রাণী বিস্তারের পদ্ধতি
    • প্রাণী বিস্তারের বাধা বা প্রতিবন্ধকতাসমূহ
  • জীবের ব্যাথিমেট্রিক বিস্তার
    • ব্যাথিমেট্রিক বিস্তারের প্রকারভেদ
    • নেকটোপ্লাংকটনিক পরিবেশ
    • সামুদ্রিক বসতির পরিবেশ উপাদান
  • প্রাণীভৌগোলিক অঞ্চল
    • পেলিয়ার্কটিক অঞ্চল
    • নিয়ার্কটিক অঞ্চল
    • ইথিওপিয়ান অঞ্চল
    • ওরিয়েন্টাল অঞ্চল
    • ওয়ালেশের সীমারেখা
  • জীবাশ্ম
    • সংজ্ঞা, প্রকারভেদ, জীবাশ্মগোষ্ঠী, নির্দেশক জীবাশ্ম
    • জীবাশ্ম তৈরির পদ্ধতি বা অশ্মীভবনের প্রক্রিয়া
    • অশ্মীভবনের অনুকূল পরিবেশ ও শর্তাবলী
    • জীবাশ্মের তাৎপর্য
    • জীবাশ্মের পর্যায়ক্রমিক উন্নতি
    • জীবাশ্মের প্রকাশ
    • জীবাশ্মের বয়স নির্ণয় পদ্ধতি
  • ভূ-তত্ত্বীয় বিস্তার
    • ভূ-তত্ত্বীয় বিস্তারের শ্রেণীবিভাগ
    • মহাযুগ ও যুগসমূহ
    • বিভিন্ন অধিকল্প
  • ঘোড়ার অভিব্যক্তি
  • উটের অভিব্যক্তি
  • হাতীর অভিব্যক্তি
  • ট্রাইলোবিটার অভিব্যক্তি
  • মানুষের অভিব্যক্তি
  • শব্দকোষ, তথ্যপঞ্জি ও পরিভাষা

Visited 1,613 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: অভিব্যক্তি বিজ্ঞান

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.