হাতওয়ালা মাছ! এও কি সম্ভব? হুবহু হাতের মত না হলেও পৃথিবীতে ১৪ প্রজাতির মাছ রয়েছে যাদের পেক্টোরাল ফিন বা বক্ষপাখনা রূপান্তরিত হয়ে হাতের আকৃতি পেয়েছে। এর মধ্যে নয়টি প্রজাতি আবিষ্কৃত হয়েছে অতি সম্প্রতি। যখন হাতমাছ বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে বলে বিজ্ঞানীরা ধারণা করছিলেন তখন এই আবিষ্কার সত্যিই উৎসাহব্যঞ্জক।

সবচেয়ে মজার তথ্যটি হচ্ছে এই মাছ সাঁতারের চেয়ে হাতের সাহায্যে জলাশয়ের তলদেশে ধীরগতিতে হেঁটে বেড়াতেই বেশি পছন্দ করে। ধীরগতির এই মাছ সহজেই শিকারি প্রাণীর খাদ্যে পরিণত হওয়ার কথা থাকলেও বিজ্ঞানীরা মনে করেন এদের বিষাক্ত ত্বক তাদেরকে শিকারি প্রাণীর হাত থেকে রক্ষা করে। শিকারিরা এই মাছ খাওয়ার এক ঘণ্টার মধ্যে মারা যেতে পারে।
হাতমাছ আসলে ছোট আকৃতির (সর্বোচ্চ দৈর্ঘ্য ১৫ সেমি) তলবাসী সামুদ্রিক এ্যাংলার মাছ যারা Brachionichthyidae ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং দেখতে পাওয়া যায় কেবলমাত্র অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার দক্ষিণ সমুদ্রের অগভীর এলাকায়।

বৈচিত্র্যময় দেহকাঠামোর আর বর্ণের এই মাছের ত্বক দাঁতের মত আঁইশে আবৃত। অন্যান্য এ্যাংলার মাছের মত এদেরও পৃষ্ঠপাখনার ১ম রশ্মি পরিবর্তিত হয়ে মাথার সামনে দিকে আসলেও তা তুলানামূলক ছোট এবং শিকারকে প্রলুব্ধ করতে তা ব্যবহৃত হয় না। অন্যদিকে ২য় ও ৩য় রশ্মি একত্রে মাথার উপরে ঝুঁটি তৈরি করে যা প্রজাতিভেদে বৈচিত্র্যময়।
হাত মাছে মধ্যে দাগযুক্ত হাতমাছ (spotted handfish, Brachionichthys hirsutus) বিরল প্রজাতির যা আইইউসিএন (২০০২) কর্তৃক চরম বিপদাপন্ন (Critically Endangered) মাছ হিসেবে স্বীকৃত। বিজ্ঞানীরা মনে করেন হাতমাছকে পঞ্চাশ মিলিয়ন বছর আগে সারা পৃথিবীর সমুদ্রের অগভীর তলদেশে হেঁটে বেড়াতে দেখা যেত কিন্তু এগুলো বর্তমানে কেবলমাত্র অস্ট্রেলিয়া এলাকাতেই দেখতে পাওয়া যায়।

হাতমাছের প্রিয় খাবার সমুদ্রের তলদেশের ছোট আকৃতির অমেরুদণ্ডী প্রাণী যেমন- কীট ও ক্রাসটেশিয়ান। এরা তুলনামূলক কম সংখ্যক ডিম পারে এবং এই মাছ তাদের নীড়ের বা বাসার নিকটবর্তী এলাকাতেই থাকতে পছন্দ করে ফলে নতুন পরিবেশে অভিযোজিত হতে সক্ষম নয়।

ট্যাক্সোনমিতে হাতমাছের অবস্থান:
রাজ্য (Kingdom): Animalia
পর্ব (Phylum): Chordata
শ্রেণী (Class): Actinopterygii
বর্গ (Order): Lophiiformes
গোত্র (Family): Brachionichthyidae
গণসমূহ (Genera):

  • Brachionichthys Bleeker, 1855
  • Brachiopsilus Last and Gledhill, 2009
  • Pezichthys Last and Gledhill, 2009
  • Sympterichthys Gill, 1878
  • Thymichthys Last and Gledhill, 2009

প্রজাতিসমূহ (Species):

  • Brachionichthys australis Last, Gledhill and Holmes, 2007
  • Brachionichthys hirsutus (Lacépède, 1804)
  • Brachiopsilus dianthus Last and Gledhill, 2009
  • Brachiopsilus dossenus Last and Gledhill, 2009
  • Brachiopsilus ziebelli Last and Gledhill, 2009
  • Pezichthys amplispinus Last and Gledhill, 2009
  • Pezichthys compressus Last and Gledhill, 2009
  • Pezichthys eltanani Last and Gledhill, 2009
  • Pezichthys macropinnis Last and Gledhill, 2009
  • Pezichthys nigrocilium Last and Gledhill, 2009
  • Sympterichthys moultoni Last and Gledhill, 2009
  • Sympterichthys unipennis (Cuvier, 1817)
  • Thymichthys politus (Richardson, 1844)
  • Thymichthys verrucosus (McCulloch and Waite, 1918)

 

পুনশ্চ:

  • হাতমাছের কপিরাইটমুক্ত ছবি না পাওয়ায় এখানে প্রকাশ করা সম্ভব হল না। যারা হাতমাছের ছবি দেখতে ইচ্ছুক তারা যেতে পারেন এই পাতায়- ০১, ০২, ০৩, ০৪
  • হাতমাছের ভিডিও দেখার জন্য যেতে পারেন এখানে

তথ্যসূত্র:

 


Visited 320 times, 1 visits today | Have any fisheries relevant question?
হাতমাছ: এক বিস্ময়কর মাছ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.