উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন। অ আ ই ঈ উ ঊ ঋ এ ঐ ও ঔ ক খ গ ঘ চ ছ জ ঝ ট ঠ ড ঢ ত থ দ ধ ন প ফ ব ভ ম য র ল শ ষ স হ |
আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans)
আইলেটস অব ল্যাঙ্গারহান্স (Islets of Langerhans) অগ্ন্যাশয়ে অবস্থিত অন্তঃক্ষরা (Endocrine) গ্রন্থি যা ইনসুলিন নিঃসরণ করে। ইনসুলিন এক প্রকার হরমোন যা দেহের শর্করা বিপাক নিয়ন্ত্রণ করে।
আচরণ (Behaviour)
অভ্যন্তরীণ বা বাহ্যিক উদ্দীপকের উপস্থিতির প্রেক্ষিতে প্রাণী দেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশকে আচরণ বলে। সহজ কথায় প্রাণী যা প্রকাশ করে তাই তার আচরণ। সাধারণত প্রাণীরা তাদের দেহ বা দেহাংশের নড়ন, চলন, অঙ্গভঙ্গি, মুখভঙ্গি, বর্ণ পরিবর্তন, লোম খাড়া করা, গন্ধ ছড়ানো, শব্দ করা ইত্যাদির মাধ্যমে তার আচরণ প্রদর্শন করে। একই ভাবে চলমান প্রাণীর নিশ্চুপ বা স্থির হয়ে যাওয়াও এক ধরণের আচরণ।
প্রাণীর দেহস্থ সংগ্রাহক অঙ্গ কর্তৃক উদ্দীপক গৃহীত হবার পরপরই উদ্দীপনাটি সংবেদী বা অন্তর্বাহী স্নায়ুর মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায়। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র উদ্দীপনাটি সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট প্রতিক্রিয়া বহিঃবাহী বা কার্যাবাহী স্নায়ুর মাধ্যমে কার্যকারক অঙ্গে প্রেরিত হওয়ার পর প্রতিক্রিয়াটি প্রকাশিত হয় যা আচরণ হিসেবে বিবেচিত।
আচরণবিদ্যা (Ethology)
প্রাণিবিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিজ্ঞানসম্মত পাঠ ও আলোচনা করা হয় তাকে আচরণবিদ্যা বা ethology বলে। Ethology শব্দটি গ্রিক শব্দ ethos (অর্থাৎ স্বভাব চরিত্র) এবং logos (অর্থাৎ জ্ঞান) নিয়ে গঠিত।
এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন [email protected] ইমেইল ঠিকানায়। |
Visited 108 times, 1 visits today | Have any fisheries relevant question?
Leave a Reply
You must be logged in to post a comment.