উন্নয়নকল্পে পাতাটি dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে।

আপনার কাঙ্ক্ষিত শব্দ খুঁজতে dictionary.bdfish.org পরির্দশন করুন।

ত্বক (Integument)
ত্বক হচ্ছে প্রাণীদের সবচেয়ে বাহির অবস্থিত প্রতিরক্ষামূলক আবরণ যা এপিডার্মিস ও ডার্মিস নামক দুটি কোষীয় স্তর নিয়ে গঠিত। এপিডার্মিস থেকে এপিডার্মাল গ্রন্থি, এবং শক্ত গঠন যেমন- এপিডার্মাল আঁইশ, স্কিউট, চঞ্চু, শিং, নখ, নখর, ক্ষুর, পালক, লোম ইত্যাদি উদ্ভূত হয়। অন্যদিকে ডার্মিস থেকে ডার্মাল স্কেল, প্লেটস, স্কিউট, পাখনা-রশ্মি ইত্যাদি উদ্ভূত হয়। শক্ত গঠনগুলো আবার একত্রে বহিঃকঙ্কাল নামে পরিচিত।

এই পাতাটি উন্নয়নকল্পে dictionary.bdfish.org-তে সরিয়ে নেয়া হয়েছে। এর উন্নয়নে অংশ নিতে পারেন আপনিও। আপনার কাঙ্ক্ষিত শব্দটি পাঠিয়ে দিন add-word@bdfish.org ইমেইল ঠিকানায়।


Visited 126 times, 1 visits today | Have any fisheries relevant question?
মাৎস্য শব্দকোষ: ত

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.