আহা মজা! কি দারুণ! লাগছে আমার আজ দেখছি গায়ে জন্মদিনের নতুন নতুন সাজ। চারপাশে মোর বাজছে শুধু হাজার সুরের বীন সত্যিই কি? আজকে আমার শুভ জন্মদিন?
ব্যস্ত সকল মানুষগুলো ছুটছে নানান কাজে তারই ফাঁকে সবাই যে আজ মিলছে সবার মাঝে। স্মৃতির পাতায় হাজার ছবি, হরেক রকম কথা এসো জানাই সবাইকে আজ আমার আত্মকথা।
জন্ম আমার হয়েছিল বছর দশেক আগে ২০০০ সালে সে এক নতুন শতক প্রাতে। তৃতীয় বিজ্ঞান ভবনের চতুর্থ তলায় সকলে মোরে বরণ করে বসাল সেথায়।
নতুন শতক, নতুন দ্বার, নিত্য আশা প্রাণে জন্ম নেবে শিক্ষার আলো আমার আঙ্গিনাতে।
এরই মাঝে আসল এক মজার রকম ক্লেশ উপরওয়ালা দিয়েছে আমায় …বিস্তারিত