দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা
একটু ভাবুন তো! বাংলাদেশ-২০৫০। আকাশচুম্বী সব অট্টালিকা, শত সহস্র কলকারখানা, আর লাখো গাড়ি ঘোড়ার এক আধুনিক দেশ। কিন্তু সেই অট্টালিকা, কলকারখানা আর গাড়ি চালাচ্ছে- হাড্ডিসার, কঙ্কালসার, অভুক্ত, পুষ্টিহীন কিছু মানুষ। আপনার শরীর শিহরিত হবে নিশ্চয়? শিহরণ হওয়ারই কথা, কিন্তু এমন সম্ভাবনা নাকচ করে দেয়া যায় না। হ্যাঁ খাদ্যের জন্যই পৃথিবীর মানুষেরা এতো কর্মরত। কারণ যার খাদ্য নেই, তার কাছে পৃথিবীটা যে কেমন, কবির একটি লাইনেই তা স্পষ্ট- “ক্ষুধার রাজ্যে …বিস্তারিত