মলা, Indian Carplet, Amblypharyngodon microlepis
মলা, Indian Carplet, Amblypharyngodon microlepis

শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position):
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Cypriniformes (Carps)
পরিবার: Cyprinidae (Minnows and carps)
গণ: Amblypharyngodon
প্রজাতি: A. microlepis

শব্দতত্ত্ব (Etymology):
গ্রিক শব্দ amblys অর্থ অন্ধকার বা কালো (darkness), গ্রিক শব্দ pharyngx অর্থ গলবিল (pharynx) এবং গ্রিক শব্দ odous অর্থ দাঁত (teeth) থেকে Amblypharyngodon শব্দটি এসেছে Fishbase (2014) ।

সমনাম (Synonyms):
Leuciscus microlepis Bleeker, 1854
Leuciscus pellucidus McClelland, 1839
Amblypharyngodon mola (non Hamilton, 1822)
Amblypharyngodon melettinus (non Valenciennes, 1844)

সাধারণ নাম (Common name):
বাংলা: মলা
English: Indian carplet
ভারত: ভারতে এটি মলা, ধাওয়াই, মাখনি এবং উরি নামে পরিচিত।

ভৌগলিক বিস্তৃতি (Geographical Distribution):
বাংলাদেশ (Rahman, 1989) এবং ভারতে (Talwar and Jhingran, 1991) এদের বিস্তৃতি দেখা যায়। বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল, পাকিস্তানের স্থির ও স্রোতবিশিষ্ট পানিতে এদের পাওয়া যায় Rahman and Chowdhury (2007) ।
বাংলাদেশের স্বাদুপানিতে যেমন নদী, খাল, পুকুর এবং ডোবায় এদের বসবাস করতে দেখা যায় (Rahman 1989 and 2005)।

সংরক্ষণ অবস্থা (Conservation status):
আই ইউ সি এন ২০০০ (IUCN Bangladesh 2000) এর মতে বাংলাদেশে এটি বিপন্ন প্রজাতির নয়। তবে বিগত শতকের ষাটের দশকে এই মাছ প্রচুর পরিমাণে পাওয়া গেলেও বর্তমানে এর আবাসস্থল ও প্রজননক্ষেত্র ধ্বংস হওয়ায় পরিমাণ ব্যাপকহারে কমে গেছে Rahman and Chowdhury (2007)।
Rema and Ali (2013) অনুসারে বৈশ্বিক সংরক্ষণ অবস্থা Least Concern অর্থাৎ এই মাছ প্রকৃতিতে বিস্তৃতি পরিসরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।

বাহ্যিক দৈহিক গঠন (External Morphology):
দেহ লম্বাটে এবং চাপা। পৃষ্ঠদেশের প্রান্ত অঙ্কীয়দেশের প্রান্তের চেয়ে অধিক উত্তল। উদর গোলাকৃতির। তুণ্ড পাতলা চামড়া আবৃত। উপরের ঠোঁট অনুপস্থিত। মুখ ঊর্ধ্বাভিমুখই। চোখ আকারে বড় এবং মাথার অঙ্কীয়পাশ থেকেই দৃশ্যমান। আঁইশ ছোট। পার্শ্বরেখা অসম্পূর্ণ। পার্শ্বরেখায় ৫৫- ৬০টি আঁইশ রয়েছে। পার্শ্বরেখা ও শ্রোণীপাখনার গোরার মাঝে আঁইশের পাঁচটি সারি বর্তমান। এই বৈশিষ্ট্যই এই মাছকে Amblypharyngodon mola থেকে আলাদা করেছে কারণ A. mola তে পার্শ্বরেখা ও শ্রোণীপাখনার গোরার মাঝে আঁইশের সারি পাঁচটির পরিবর্তে ৯-১০টি থাকে Rahman and Chowdhury (2007)।
মোট দৈর্ঘ্য মাথা ও দেহ উচ্চতার যথাক্রমে ৪.৭- ৫.০ এবং ৪.০- ৮.০ গুণ। মাথার দৈর্ঘ্য চোখের ব্যাসের ৩.৭- ৪.০ গুণ (Rahman, 1989 and 2005)।
জীবন্ত মাছের পৃষ্ঠদেশ তামাটে, উদরের সম্মুখের বর্ণ পিতল-সোনালী। সবুজ-রূপালী বর্ণের প্রশস্ত লম্বালম্বি ডোরা কানকুয়া থেকে পুচ্ছ পাখনার গোরা পর্যন্ত বিস্তৃত। উদরের বর্ণ সাদাটে এবং পাখনা স্বচ্ছ থেকে হলুদাভাব।

পাখনা সূত্র (Fin formula):
D ii 7; A ii 5; P I 13; V i 8 (Talwar and Jhingran, 1991)
D. 9 (2/7); P1. 15; P2. 9; A. 7 (2/5) (Rahman, 1989)

সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length):
লম্বায় মলা মাছ ১০ সেমি পর্যন্ত হতে পারে (Talwar and Jhingran, 1991)।

স্বভাব ও আবাসস্থল (Habit and Habitat):
এরা সর্বভুক মাছ। স্বাদুপানির জলাশয়ের (নদী, নালা, খাল, বিল, প্লাবনভূমি, পুকুর, দিঘী, ডোবা ইত্যাদি) উপরিতলে ঝাঁক বেঁধে চলে। তবে উপরিতল ও মাঝামাঝি পরিসর থেকে খাদ্য গ্রহণ করে থাকে। সাধারণত এককোষী শৈবাল, প্রোটোজোয়া (Protozoa), রটিফার (Rotifers), ক্রাশটেশিয়ানস (Crustacean), গলিত ও পচা উদ্ভিদ খেয়ে থাকে Rahman and Chowdhury (2007)।

প্রজনন (Reproduction):
পুরুষের তুলনায় স্ত্রীরা অধিক হৃষ্টপুষ্ট। এরা বর্ষাকালে ডিম দেয়। মে থেকে অক্টোবর পর্যন্ত এদের প্রজননকাল Rahman and Chowdhury (2007)।

অর্থনৈতিক গুরুত্ব (Economic importance):
বাংলাদেশে এটি খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তবে বাণিজ্যিক মাছ হিসেবে এই গুরুত্ব জানা যায় না। এক মাছ হিসেবে এই উৎপাদন তথ্যও অপ্রতুল। Talwar and Jhingran (1991) অনুসারে ভারতের মৎস্যখাতে এই মাছের তেমন কোন অবদান নাই তবে এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর গুরুত্ব রয়েছে।
Wahab (2003) অনুসারে এই মাছ স্বাদুপানির অন্যান্য মাছের তুলনায় অধিক ভিটামিন-এ সমৃদ্ধ যা শিশুদের অন্ধত্ব দূরীকরণে সহায়ক বলে বিবেচনা করা হয়। এ ছাড়াও এই মাছে আমিষ, ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ যথেষ্ট এবং সম্পূর্ণ মাছই খাবার হিসেবে গ্রহণ করা যায় বিধায় এর পুষ্টিমান অধিক এবং অধিক ক্যালসিয়ামের যোগানদার হিসেবে বিবেচিত হয়ে থাকে।

 

তথ্য সূত্র (References):

  • Bleeker P. 1854. Nalezingen op de ichthyologische fauna van Bengalen en Hindostan. Verhandelingen van het Bataviaasch Genootschap van Kunsten en Wetenschappen. v. 25: 1-164, Pls. 1-6. [+ 6 pls. in v. 26, Aanhangsel. Maart 1854, p. 165-166. Text as a separate in 1854 but dated 1853. See Kullander & Britz 2002:305 for date of publication as 1854, pls. in 1857.]
  •  Fishbase (2014) Species Summary: Amblypharyngodon microlepis (Bleeker, 1853), Indian carplet. Retrieved on 11 November 2014 and form http://fishbase.org/summary/24300
  • IUCN Bangladesh. 2000. Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • McClelland J. 1839. Indian Cyprinidae. Asiatic Researches v. 19 (pt 2): 217-471, Pls. 37-61.
  • Rahman AKA. 1989. Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 106-107.
  • Rahman AKA. 2005. Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 123-124.
  • Rahman AKA and Chowdhury GW. 2009. Amblypharyngodon microlepis. In: Ahmed ZU, Ahmed ATA, Kabir SMH, Ahmed M, Begum ZNT, Hasan MA and Khondker M (eds.), Encyclopedia of flora and fauna of Bangladesh, Vol. 23, Freshwater fishes (in Bengali), Asiatic society of Bangladesh, Dhaka. pp. 83-84.
  • Rema Devi, K.R. & Ali, A. 2013. Amblypharyngodon microlepis. The IUCN Red List of Threatened Species. Version 2014.2. Downloaded on 10 November 2014 and from http://www.iucnredlist.org/details/169614/0
  • Talwar PK and Jhingran AG. 1991. Inland Fishes of India and Adjacent Countries, Vol. I, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, pp. 337-338.
  •  Wahab MA. 2003. Small indigenous fish species of Bangladesh: potential for culture and conservation. In: Small IndigenousSpecies of Fish in Bangladesh: Culture Potentials for Improved Nutrition and Livelihood. Wahab MA, Thilsted SH and Hoq ME (ed. by), Bangladesh Agricultural University, Mymensingh, Bangladesh. pp. 1-12.

 

Acknowledgement:

Special thanks go to Mr. A. Biju Kumar, the owner of the photograph of Amblypharyngodon microlepis used in the feature. Copyright: CC BY-NC 3.0. Retrieve on 11 November 2014 and from http://fishbase.org/photos/thumbnailssummary.php?Genus=Amblypharyngodon&Species=microlepis

 

English Feature:

 


Visited 594 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের মাছ: মলা, Indian Carplet, Amblypharyngodon microlepis

Visitors' Opinion

মো: আব্দুর রহমান-আল-মামুন

Student, B. Sc. (Hons.) in Fisheries & Marine Bioscience, Jessore University of Science & Technology, Jessore 7404 , Bangladesh. Email: mamunfmb14@gmail.com, Phone: +88 01737396359, 01917558548. More...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.