প্রাণী পরিবেশতত্ত্ব বইটির প্রচ্ছদ
প্রাণী পরিবেশতত্ত্ব বইটির প্রচ্ছদ

বাংলাভাষায় রচিত কে.এম. আওরঙ্গজেব (অধ্যক্ষ, খুলনা সরকারী মহিলা কলেজ) এর প্রাণী পরিবেশতত্ত্ব বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যার অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত লিমনোলজি ও জলজ ইকোলজির শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের পরিবেশ ও এর ভৌত, রাসায়নিক ও জৈবিক বিভিন্ন উপাদান বিষয়ক কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনে সহায়ক হবে তা বলা যায়। বইটিতে পরিবেশের বিভিন্ন উপাদান ও তাদের মধ্যকার পারস্পারিক সম্পর্কের বিষয় সমূহ অত্যন্ত গুরুত্বের সাথে প্রয়োজনীয় ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।

বইটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী ও নির্ঘণ্ট বইটিকে করছে আরও পাঠক বান্ধব।

প্রাণী পরিবেশতত্ত্ব বইটির প্রথম প্রকাশ আগস্ট ২০০২ ( ভাদ্র ১৪০৮) । বইটির প্রচ্ছদ করেছেন গাজী মুজাহিদুল ইসলাম শিমুল, অলংকরণে ছিলেন মোঃ আরাফাত বাবু এবং প্রকাশক মাহমুদ হাসান বিপ্লব, স্বত্বাধিকারী, কবির পাবলিকেশন্স, বাংলাবাজার, ঢাকা। ২৯৪ পৃষ্ঠার এই বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৩০ মাত্র (নিউজপ্রিন্ট কাগজ) অথবা বাংলাদেশী টাকা ২০০ মাত্র (সাদা কাগজ)।

বইটিতে যেসব বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলি নিচে দেয়া হল-

  • পরিবেশ বিজ্ঞানের পরিচয়
    • সংক্ষিপ্ত ইতিহাস
    • পরিবেশ বিজ্ঞানের শাখা
    • পরিবেশ বিজ্ঞান অধ্যয়নের গুরুত্ব
    • পরিবেশ বিজ্ঞান বিষয়ক শব্দ পরিচিতি
  • পরিবেশ ও পরিবেশের উপাদান
    • পরিবেশ ও প্রাণী
    • পরিবেশের ভৌত উপাদান
    • পরিবেশের জৈবিক উপাদান
  • সীমা নির্ধারণ নীতি
    • লিবিগ এর ন্যূনতম সূত্র
    • শেলফোর্ডের সহনশীলতার সূত্র
  • বাস্তুতন্ত্র
    • বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য, স্থিতাবস্থা, প্রকারভেদ, উপাদান
    • অজীবিক ও জৈবিক উপাদানের পারস্পরিক ক্রিয়া
    • বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ
    • জলজ বাস্তুতন্ত্র
    • স্থলজ বাস্তুতন্ত্র
  • খাদ্যশিকল ও শক্তি প্রবাহ
    • খাদ্যশিকলের বৈশিষ্ট্য, প্রকারভেদ
    • একটি আদর্শ পুকুরের খাদ্যশিকল এবং শক্তিপ্রবাহ
    • ইকোলজিক্যাল এনার্জেটিক্স: থার্মোডিনামিক্সের সূত্র
    • খাদ্য পিরামিড
  • জীব ভূ-রাসায়নিক চক্র
    • কার্বন চক্র
    • নাইট্রোজেন চক্র
    • অক্সিজেন চক্র
    • ফসফরাস চক্র
    • সালফার চক্র
    • পানি চক্র
    • কার্বন ডাই অক্সাইড চক্র
  • পপুলেশন ইকোলজি
    • পপুলেশনের বৈশিষ্ট্য, বর্ধন নিয়ন্ত্রণ, ধারণ ক্ষমতা
    • জীবন সারণি
    • পপুলেশনে আন্তপ্রজাতিক প্রতিক্রিয়া
  • জীব সম্প্রদায়
    • জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য, শ্রেণিবিভাগ, উপাদান
    • সম্প্রদায়ের পরিবর্তন, স্তরায়ন, পর্যাবৃত্তি
  • পরিবেশীয় অনুক্রম
    • সংজ্ঞা, প্রকারভেদ, প্রক্রিয়া, কারণ, ধারা
    • ক্লাইমেক্স সম্পর্কিত ধারণা
    • সুন্দরবনের পরিবেশ ও অনুক্রমিক ধারা
  • হ্যাবিট্যাট ইকোলজি
    • স্বাদুপানির হ্যাবিট্যাট
    • লেনটিক ও লোটিক হ্যাবিট্যাট
    • লেনটিক ও লোটিক হ্যাবিট্যাটে বসবাসকারী জীবকুলের অভিযোজন
    • হ্রদের হ্যাবিট্যাট
    • মোহনার বাস্তুসংস্থান
    • সমুদ্রের বাস্তুসংস্থান
  • পরিবেশ দূষণ
    • দূষণ ও দূষক
    • বায়ু দূষণ
    • পানি দূষণ
    • মাটি দূষণ
    • শব্দ দূষণ
  • প্রাকৃতিক সম্পদ ও তাদের সংরক্ষণ
    • খনিজ সম্পদ সংরক্ষণ
    • পানি সম্পদ সংরক্ষণ
    • মৃত্তিকা সম্পদ সংরক্ষণ
    • বনজ সম্পদ সংরক্ষণ
  • জেনেটিক ইকোলজি
    • জেনেটিক প্রকারণ
    • ইকোলজি ও অন্তরণ
  • গ্রন্থপঞ্জী
  • নির্ঘণ্ট

Visited 1,674 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: প্রাণী পরিবেশতত্ত্ব

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.