বাংলা একাডেমী বিজ্ঞানের যত বই প্রকাশ করেছে তার মধ্যে ডঃ মোল্লা ফজলুল হক (ভূতপূর্ব সহযোগী অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ) এর জলাশয়তত্ত্ব ও সমুদ্রতত্ত্ব (দ্বিতীয় খণ্ড) বইটি এক কথায় অনন্য। এক মলাটের ভিতর জলাশয় ও সমুদ্র বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য একসাথে বাংলায় উপস্থাপন বইটিকে করেছে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত। বইটিতে জলাশয় ও সমুদ্রের ভৌত-রাসায়নিক ও জীবজ উপাদান ও তাদের পরস্পরের মধ্যে সম্পর্ক বাস্তু-তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থী তো বটেই গবেষক, শিক্ষক, মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের উপকারে লাগবে তা নিশ্চিতভাবে বলা যায়। বইটির শেষে গ্রন্থপঞ্জী যোগ করলে তা আরও উপকারে আসতো বলেই আমি মনে করি।
বইটির প্রথম প্রকাশ আষাঢ় ১৪০০ (জুন ১৯৯৩) এবং প্রকাশক গোলাম মঈনউদ্দিন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। এর প্রচ্ছদ করেছেন প্রবীর দাশ গুপ্ত। ৩৫৭ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-2892-X এবং মূল্য বাংলাদেশী টাকা ১৮০ মাত্র।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে-
- পানির জৈবিক পরিবেশ
- উদ্ভিদ
- প্রাণী
- প্লাংকটন
- অ্যালজি
- সায়ানোফাইটা (নীল-সবুজ অ্যালজি)
- ইউগ্লেনোফাইটা (ইউগ্লেনারূপী অ্যালজি)
- ক্লোরোফাইটা (সবুজ অ্যালজি)
- ক্রাইসোফাইটা (হলুদ-সবুজ অ্যালজি)
- ফিয়োফাইটা
- রডোফাইটা
- ক্রিপটোফাইটা
- স্বাদুপানির ফাইটোপ্লাংকটন
- সায়ানোফাইটা (নীল-সবুজ অ্যালজি)
- ক্লোরোফাইটা (সবুজ অ্যালজি)
- ইউগ্লেনোফাইটা (ইউগ্লেনারূপী অ্যালজি)
- ক্লোরোমোনাডোফাইটা
- ক্রাইসোফাইটা (হলুদ-সবুজ অ্যালজি)
- পাইরোহোফাইটা
- লবণাক্ত পানির ফাইটোপ্লাকটন
- ডায়াটম
- ডাইনোফ্লাজিলেট
- ফাইটোপ্লাংকটনের ভেসে থাকার সমস্যা
- ফাইটোপ্লাংকটনের ঋতুভিত্তিক অনুক্রমণ
- সার্বিক মাত্রিক পরিবর্তন
- ঋতুভিত্তিক অনুক্রমণ ও প্রজাতি
- ঋতুভিত্তিক অনুক্রমণের কারণ
- স্বাদুপানির অ্যালজি ইকোলজি
- আলো
- তাপমাত্রা
- বিভিন্ন রসায়ন
- স্রোত
- বাসস্থান
- লবণাক্ত পানির অ্যালজি ইকোলজি
- সমুদ্রস্রোত ও পানির গতি
- বিভিন্ন অঞ্চল
- সমতলীয় বেষ্টনী
- বিস্তার
- জীবনকাল
- পানির রাসায়নিক অবস্থা
- তাপমাত্রা
- আলো
- ফাইটোপ্লাংকটনের ইকোলজি
- হ্রদ একটি ইকোপদ্ধতি
- প্রাথমিক উৎপাদন
- পরিমাপের পদ্ধতি
- প্রাথমিক উৎপাদন প্রভাবকারী ফ্যাক্টরসমূহ
- পুষ্টিকারক
- আলোকরশ্মি
- তাপ-মাত্রা
- প্রাণী দ্বারা চারণ
- পানির বয়স
- প্রাথমিক উৎপাদন: পৃথিবীর বিভিন্ন মহাসাগরের উৎপাদন
- ক্রান্তীয় অঞ্চল
- উপক্রান্তীয় অঞ্চল
- নাতিশীতোষ্ণ ও উপমেরু অঞ্চল
- সুমেরু অঞ্চল
- কুমেরু অঞ্চল
- বিশেষ অঞ্চল
- ব্যাকটেরিয়া: স্বাদুপানির ব্যাকটেরিয়া
- ব্যাকটেরিয়ার রকম ও চারিত্রিক বৈশিষ্ট্য
- ব্যাকটেরিয়ার সংখ্যা
- উলম্ব বিস্তার
- ঋতুভিত্তিক অনুক্রমণ
- বিস্তার নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরসমূহ
- ব্যাকটেরিয়া: লবণাক্ত পানির ব্যাকটেরিয়া
Visited 1,028 times, 1 visits today | Have any fisheries relevant question?