ফিশারীজ কোন মৌলিক বিজ্ঞান নয় বরং এটি জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের একটি সমন্বিত বিজ্ঞান যা মাছ ও অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব বিশিষ্ট জলজ প্রাণীদের জীবতত্ত্ব, চাষ, আবাসস্থল ব্যবস্থাপনা, আহরণ, প্রক্রিয়াজনকরণ ইত্যাদি বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। তাই ফিশারীজকে বুঝতে হলে অবশ্যই জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়াদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সে উদ্দেশ্য পূরণকল্পে শুরু হল বিডিফিশ বাংলার পূর্বপাঠ অধ্যায়। এলেখার বিষয় প্রাণিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা। সাথে রইল কুইজে অংশ নেয়ার সুযোগ।
| প্রাণিবিজ্ঞানের শাখা | যে বিষয় নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করা হয় |
| Anatomy | প্রাণীর বাহ্যিক গঠন |
| Anthrozoology | মানুষ ও অন্যান্য প্রাণীর মধ্যের পারস্পরিক সম্পর্ক |
| Apiculture | মৌমাছি পালন |
| Arachnology | মাকড়সা জাতীয় প্রাণী |
| Batrachology | উভচর |
| Carcinology | ক্রাসটেসিয়া বর্গের প্রাণী |
| Cetology | সিটাসিয়া বর্গের সামুদ্রিক প্রাণী যেমন তিমি, ডলফিন |
| Cnidology | সিলেন্টেরাটা পর্বের প্রাণী |
| Conchology | মোলাস্কা পর্বের প্রাণীদের খোলস |
| Cryobiology | প্রাণীর উপর কম তাপমাত্রার প্রভাব |
| Cytology | কোষ |
| Dairy Farming | গবাদি পশু পালন |
| Ecology | প্রাণী ও তার পরিবেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক |
| Embryology | নিষেকের পর ডিমের পরিস্ফুটন |
| Endocrinology | এন্ডোক্রাইন গ্রন্থি ও এর নিঃসরণ |
| Entomology | পতঙ্গ |
| Epidemiology | রোগ সংক্রমণ |
| Ethology | প্রাণীর আচরণ |
| Evolution | প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ |
| Exobiology | পৃথিবীর বাইরের প্রাণী |
| Genetics | প্রাণীর বংশগতি ও ভেরিয়েশন |
| Helminthology | কীট বিশেষত পরজীবী কীট |
| Herpetology | উভচর ও সরীসৃপ |
| Histology | কলা বা টিস্যু |
| Ichthyology | মাছ |
| Immunology | রোগসংক্রমণ প্রতিরোধ |
| Lepidopterology | প্রজাপতি ও মথ |
| Malacology | মোলাস্কা পর্বের প্রাণী |
| Mammalogy | স্তন্যপায়ী |
| Morphology | প্রাণীর বাহ্যিক গঠন |
| Myrmecology | পিঁপড়া |
| Nematology | নেমাটোডা পর্বের প্রাণী |
| Neuroethology | প্রাণীর আচরণের উপর স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ |
| Ornithology | পাখি |
| Paleontology/ Palaeontology | প্রাগৈতিহাসিক প্রাণীর জীবন ইতিহাস, বিবর্তন ও তাদের পরিবেশ |
| Paleozoology/ Palaeozoology | প্রাগৈতিহাসিক প্রাণীর জীবাশ্ম |
| Parasitology | প্রাণীর পরজীবী |
| Parazoology | স্পঞ্জ |
| Pathology | প্রাণীর রোগতত্ত্ব, লক্ষণ, প্রতিকার ইত্যাদি |
| Pharmacology | প্রাণীর উপর ঔষধের প্রতিক্রিয়া |
| Phenology | প্রাণীর উপর ঋতু পরিবর্তনের প্রভাব |
| Physiology | প্রাণীর শরীরবৃত্তীয় কার্যাবলী |
| Pisciculture | মাছের চাষ |
| Poultry Farming | হাঁস-মুরগী পালন |
| Protozoology | এককোষী প্রাণী |
| Sericulture | রেশম চাষ অর্থাৎ রেশম কীট ও মথ পালন, রেশম সংরক্ষণ ও উৎপাদন |
| Taxonomy | প্রাণীর নামকরণ, শ্রেণীবিভাগ ইত্যাদির রীতি-নীতি |
| Torentology | ভ্রূণের রোগ |
| Torpedology | স্কেট ও রে মাছ |
তথ্যসূত্র:
- http://en.wikipedia.org/wiki/Branches_of_biology#Branches_of_biology
- গাজী আজমল ও গাজী আসমত, ১৯৯৮, উচ্চ মাধ্যমিক প্রাণিবিজ্ঞান, গাজী পাবলিশার্স, ঢাকা।
কুইজে অংশ নিতে লিঙ্কটি অনুসরণ করুন
Visited 1,772 times, 1 visits today | Have any fisheries relevant question?
প্রাণিবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা
