ড. স্বপন কুমার দত্ত, ড. মোঃ আলতাফ হোসেন, ড. মোঃ আব্দুল মজিদ, ড. মোঃ নাছিরউদ্দিন প্রামাণিক এবং মোঃ আব্দুল মজিদ প্রাং রচিত “তুলনামূলক শারীরস্থান” শিরোনামের বইটিতে অমেরুদণ্ডী ও মেরুদণ্ডী প্রাণীদের শারীরস্থানের তুলনামূলক বিবরণ অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে প্রয়োজনীয় চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক এবং ফিশারীজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিষয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করবে তা নিশ্চিতভাবে বলা যায়। গ্রন্থটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, নমুনা প্রশ্ন ও পার্থক্যমূলক সংজ্ঞা বইটিকে করছে আরও সমৃদ্ধ।
তুলনামূলক শারীরস্থান বইটির প্রথম প্রকাশ সেপ্টেম্বর ২০০৩ এবং পুনর্মুদ্রণ মার্চ ২০০৫। প্রকাশক সহিদুল হাসান মল্লিক, মল্লিক ব্রাদার্স, বাংলাবাজার, ঢাকা। বইটির ISBN 984-8272-07-0। ৪০৮ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ২০০.০০ মাত্র।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –
প্রথম অংশ: অমেরুদণ্ডী প্রাণী
- তুলনামূলক শারীরস্থান: প্রোটোজোয়া বা অকোষীয় প্রাণী
- দেহাবরণ ও কঙ্কাল
- নিউক্লিয় বস্তু
- চলন অঙ্গাণু ও চলন
- পুষ্টি
- প্রজনন
- উপনিবেশ গঠন
- পরজীবী ও পরজীবিতা
- তুলনামূলক শারীরস্থান: পরিফেরা বা স্পঞ্জ
- দেহপ্রাচীর ও কোষের ধরণ
- কঙ্কাল
- নালীতন্ত্র
- প্রজনন ও পরিস্ফুটন
- জাতিজনি এবং অভিযোজনিক বিচ্ছুরণ
- তুলনামূলক শারীরস্থান: নিডেরিয়ান প্রাণী
- বহুরূপতা এবং মেটাজেনেসিস
- নেমাটোসিস্ট
- প্রবাল ও প্রবাল প্রাচীর/দ্বীপ
- তুলনামূলক শারীরস্থান: প্লাটিহেলমিন্থ বা চ্যাপ্টা কৃমি
- আসঞ্জন অঙ্গ
- গলবিল
- রেচনতন্ত্র
- জীবনচক্রের ধরন
- পরজীবীয় অভিযোজন
- তুলনামূলক শারীরস্থান: নেমাটোড বা গোলকৃমি
- পরজীবী নেমাটোড
- তুলনামূলক শারীরস্থান: অ্যানিলিড ব খণ্ডায়িত প্রাণী
- চলন অঙ্গ ও চলন
- খণ্ডকীয় অঙ্গ
- বাসস্থান এবং খাদ্য গ্রহণ স্বভাবের ভিত্তিতে পলিকিটার অভিযোজনিক বিচ্ছুরণ
- পলিকিটার অযৌন জনন
- পরিস্ফুটন ও লার্ভা
- তুলনামূলক শারীরস্থান: আর্থ্রোপড বা সন্ধিপদী
- উপাঙ্গ
- শ্বসনতন্ত্র
- রেচনতন্ত্র
- ক্রাস্টাশিয়ান লার্ভা
- ক্রাস্টাশিয়ান পরজীবী
- পতঙ্গের মুখোপাঙ্গ
- পতঙ্গের রূপান্তর
- তুলনামূলক শারীরস্থান: মলাস্ক বা কম্বোজ
- খোলক
- মুক্তা ও মুক্তাগঠন
- পদ ও পদের রূপান্তর
- শ্বসন অঙ্গ ও শ্বসনকৌশল
- অডোন্টোফোর ও রেডুলা
- টরশন ও ডিটরশন
- স্নায়ুতন্ত্র
- তুলনামূলক শারীরস্থান: ইকাইনোডার্ম বা কন্টকত্বকী প্রাণী
- প্রতিসমতা
- কঙ্কাল
- পানি সংবহনতন্ত্র
- চলন অঙ্গ ও শ্বসনকৌশল
- লার্ভা
- অমেরুদণ্ডীদের হরমোন
দ্বিতীয় অংশ: মেরুদণ্ডী প্রাণী
- তুলনামূলক শারীরস্থান: ত্বক ও তকোদ্ভূত অঙ্গাদি
- ত্বক
- তকোদ্ভূত অঙ্গাদি
- তুলনামূলক শারীরস্থান: কঙ্কালতন্ত্র
- অক্ষীয় কঙ্কাল
- উপাঙ্গিক কঙ্কাল
- তুলনামূলক শারীরস্থান: পেশীতন্ত্র
- বিভিন্ন পেশীর তুলনামূলক সজ্জাবিন্যাস
- তুলনামূলক শারীরস্থান: পরিপাকতন্ত্র
- ভ্রূণীয় পরিপাকতন্ত্র
- পরিপাক নালী
- সহায়ক অঙ্গাদি
- তুলনামূলক শারীরস্থান: শ্বসনতন্ত্র
- শ্বসন অঙ্গ
- তুলনামূলক শারীরস্থান: সংবহনতন্ত্র
- সংবহনের প্রকৃতি
- রক্ত
- হৃদপিণ্ড
- ধমনীতন্ত্র
- শিরাতন্ত্র
- লসিকাতন্ত্র
- তুলনামূলক শারীরস্থান: সমন্বয়কারী তন্ত্র
- স্নায়ুতন্ত্র
- সংবেদী অঙ্গ
- অন্তঃক্ষরা গ্রন্থিতন্ত্র
- ফেরোমোন
- তুলনামূলক শারীরস্থান: রেচন-জননতন্ত্র
- রেচনতন্ত্র
- প্রজননতন্ত্র
- পার্থক্যমূলক সংজ্ঞা
- নমুনা প্রশ্নাবলী
- গ্রন্থপঞ্জী
Visited 1,777 times, 1 visits today | Have any fisheries relevant question?