“একোয়াকালচার” বইটির প্রচ্ছদ
“একোয়াকালচার” বইটির প্রচ্ছদ

বাংলাদেশের মাছ চাষিদের জন্য উৎসর্গীকৃত “একোয়াকালচার” শিরোনামের বইটির লেখক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং একই বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের তৎকালীন একোয়াকালচার ও ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম। বইটি মাৎস্যবিজ্ঞানের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর পাঠ্যক্রম অনুসারে প্রণয়ন করা হলেও একোয়াকালচারের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে বিশ্বের বিভিন্ন দেশের সাম্প্রতিক অগ্রগতিসহ বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে যা মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের কাঙ্ক্ষিত চাহিদার সিংহভাগই পূরণে সক্ষম হবে তা নিশ্চিত করেই বলা যায়।

বইটির প্রথম প্রকাশ আষাঢ় ১৪০৮ (জুন ২০০১), প্রকাশক সুব্রত বিকাশ বড়ুয়া, বাংলা একাডেমী, ঢাকা। বইটির প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। তিনশত বায়ান্ন পৃষ্ঠার এ বইটির মূল্য বাংলাদেশী টাকায় দুইশত বিশ মাত্র এবং এর আইএসবিএন ৯৮৪-০৭-৪০৯১-১।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী বিস্তৃতভাবে বর্ণনা করা হয়েছে-

  • মৎস্য চাষের ইতিহাস
  • মাৎস্য চাষের আলোচনা
  • পুকুর
  • পানি
  • সার
  • মাছের খাদ্য
  • মাছের উৎপাদন ব্যবস্থাপনা
  • মৎস্য খামার পরিকল্পনা ও নির্মাণ
  • বিভিন্ন প্রজাতির চাষাবাদ
  • উপকূলীয় অঞ্চলে মাৎস্য চাষাবাদ
  • অন্যান্য উপকূলীয় প্রজাতির চাষ
  • ঝিনুক ও ওয়েস্টারের চাষাবাদ
  • সমন্বিত মাছ চাষ
  • বিশেষ ধরনের মাছ চাষ
  • হ্যাচারি ও মাছের জৈবিক তথ্য
  • আঁতুড় পুকুর ব্যবস্থাপনা
  • মাছের কৌলিতত্ত্ব ও পুষ্টি
  • ছোট মাছের পোনা উৎপাদন
  • মাছের ভ্রূণের পরিস্ফুটন ও শূকের বৃদ্ধি
  • হ্যাচারিতে মাছের পোনা উৎপাদনে কৌলিতাত্ত্বিক সমস্যা ও প্রতিকার
  • ব্রুড মাছ ব্যবস্থাপনায় বংশগতিবিদ্যা
  • বাংলাদেশে মাৎস্য চাষে সমস্যা
  • তথ্যপঞ্জি

Visited 2,737 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: একোয়াকালচার

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.