Tenualosa ilisha, one of the Least Concern (LC) Freshwater Fishes of Bangladesh
Tenualosa ilisha, বাংলাদেশের শংকামুক্ত স্বাদুপানির মাছের একটি

শংকামুক্ত (Least Concern) প্রাণী হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) কর্তৃক শ্রেণীবদ্ধকৃত একদল প্রাণী যারা বন্য পরিবেশে বিপন্ন হওয়ার সবচেয়ে কম ঝুঁকিতে রয়েছে বা ঝুঁকিতে নেই বললেই চলে। এদলের প্রাণীর জনতা প্রকৃতিতে অধিক সংখ্যায় বিস্তৃত পরিসরে দেখতে পাওয়া যায় যা এদেরকে ঝুঁকিপূর্ণ প্রাণী দল হিসেবে বিবেচিত করার পরবর্তে ঝুঁকিহীন তথা শংকামুক্ত প্রাণী দল হিসেবে চিহ্নিত করেছে।

IUCN Bangladesh (2015a, b) অনুসারে বাংলাদেশের স্বাদুপানির নথিবদ্ধ দু’শত তিপ্পান্নটি (২৫৩) মাছের মধ্যে প্রায় এক চতুর্থাংশ (৬৪টি) প্রজাতি হুমকিগ্রস্ত যার মধ্যে ৯টি (৩%) অতি বিপন্ন, ৩০টি (১২%) বিপন্ন (Endangered), ২৫টি (১০%), শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীর অন্তর্ভুক্ত। প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened) শ্রেণীতে রয়েছে ২৭ (১১%) প্রজাতির মাছ। শংকামুক্ত (Least Concern) দলে রয়েছে ১২২ প্রজাতির মাছ যা মোট প্রজাতির ৪৮ শতাংশ। অন্যদিকে তথ্য স্বল্পতা (Data Deficient) শ্রেণীতে রয়েছে ৪০ (১৬%) প্রজাতির মাছ।

নিচের সারণীতে IUCN Bangladesh (2015a, b) অনুসারে লাল তালিকার শ্রেণী অনুযায়ী বাংলাদেশের স্বাদুপানির মাছের সংরক্ষণ অবস্থা দেয়া হল-

শ্রেণীসমূহ (Categories) সংখ্যা (Number) শতকরা হার (%)
হুমকিগ্রস্ত (Threatened) ৬৪ ২৫
অতি বিপন্ন (Critically Endangered (CR)) ০৯ ০৩
বিপন্ন (Endangered (EN)) ৩০ ১২
শংকাগ্রস্ত (Vulnerable (VU)) ২৫ ১০
প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) ২৭ ১১
শংকামুক্ত (Least Concern (LC)) ১২২ ৪৮
তথ্য স্বল্পতা (Data Deficient (DD)) ৪০ ১৬
মোট ২৫৩ ১০০

 

বাংলাদেশের শংকামুক্ত (Least Concern) স্বাদুপানির মাছের তালিকা (IUCN Bangladesh (2015a, b) অনুসারে) নিচে দেয়া হল –

1 Acanthocobitis botia
2 Acanthocobitis zonalternans
3 Ailia coila
4 Ailia punctata
5 Amblyceps mangois
6 Amblypharyngodon microlepis
7 Amblypharyngodon mola
8 Anabas testudineus
9 Anodontostoma chacunda
10 Aplocheilus panchax
11 Apocryptes bato
12 Aspidoparia jaya
13 Awaous guamensis
14 Barilius shacra
15 Boleophthalmus boddarti
16 Brachygobius nunus
17 Butis butis
18 Butis melanostigma
19 Catla catla
20 Chanda nama
21 Channa gachua
22 Channa orientalis
23 Channa punctatus
24 Channa striatus
25 Chela laubuca
26 Clarias batrachus
27 Coilia dussumieri
28 Coilia ramcarati
29 Corica soborna
30 Ctenops nobilis
31 Cynoglossus arel
32 Cynoglossus cynoglossus
33 Cynoglossus lingua
34 Dermogenys pusillus
35 Devario devario
36 Eleotris fusca
37 Erethistes pussilus
38 Esomus danricus
39 Eutropiichthys murius
40 Eutropiichthys vacha
41 Gagata cenia
42 Gagata gagata
43 Glossogobius giuris
44 Gobiopterus chuno
45 Gogangra viridescens
46 Gonialosa manmina
47 Hara hara
48 Hara jerdoni
49 Heteropneustes fossilis
50 Hilsa kelee
51 Hyporhamphus limbatus
52 Ilisha filigera
53 Ilisha megaloptera
54 Johnius coitor
55 Labeo angra
56 Labeo bata
57 Labeo calbasu
58 Labeo rohita
59 Lepidocephalichthys berdmorei
60 Lepidocephalichthys guntea
61 Liza parsia
62 Liza subviridis
63 Macrognathus pancalus
64 Mugil cephalus
65 Mystus bleekeri
66 Mystus tengara
67 Mystus vittatus
68 Nangra nangra
69 Nematalosa nasus
70 Neotropius atherinoides
71 Odontamblyopus rubicundus
72 Oryzias melastigma
73 Osteogeneiosus militaris
74 Otolithoides pama
75 Oxyurichthys microlepis
76 Pangio pangia
77 Parambasis ranga
78 Paramugil parmatus
79 Paraplagusia bilineata
80 Parapocryptes batoides
81 Pellona ditchela
82 Periophthalmodon schlosseri
83 Periophthalmus barbarous
84 Periophthalmus koelreuteri
85 Pethia conchonius
86 Pethia guganio
87 Pethia phutunio
88 Pisodonophis boro
89 Pisodonophis cancrivorus
90 Platycephalus indicus
91 Polynemous paradiseus
92 Pseudambassis lala
93 Pseudapocryptes elongatus
94 Pseudosphromenus cupanus
95 Psilorhynchus balitora
96 Puntius chola
97 Puntius sophore
98 Puntius terio
99 Rama chandramara
100 Rasbora daniconius
101 Rhinomugil corsula
102 Salmophasia bacaila
103 Salmostoma acinaces
104 Scartelaos histophorus
105 Setipinna phasa
106 Setipinna taty
107 Sillaginopsis panijus
108 Silonia silondia
109 Stigmatogobius sadanundio
110 Taenioides buchanani
111 Taenioides cirratus
112 Tenualosa ilisha
113 Tenualosa toli
114 Tetraodon cutcutia
115 Thryssa purava
116 Trichogaster chuna
117 Trichogaster fasciata
118 Trichogaster labiosus
119 Trichogaster lalius
120 Trichopsis vittata
121 Trypauchen vagina
122 Xenentodon cancila

 

পুনশ্চ:

কোন প্রজাতির জনতার হ্রাসের হার, আকার, ভৌগলিক বিস্তারের ক্ষেত্রফল, মাত্রা ও বিস্তারের বিচ্ছিন্নতার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সকল প্রজাতিকে নয়টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছে (যা নিচে দেয়া হল)। অন্যদিকে অতি বিপন্ন (Critically endangered), বিপন্ন (Endangered) ও শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীগুলো নিয়ে একটি একটি প্রাণী-দল গঠন করা হয়েছে যাকে হুকমিগ্রস্ত (Threatened) আখ্যা দেয়া হয়েছে।

শ্রেণী (Categories) মানদণ্ড (Criteria)
বিলুপ্ত Extinct (EX) প্রকৃতিতে কোন সদস্য বেঁচে নেই।
বন্য পরিবেশে বিলুপ্ত Extinct in the wild (EW) বন্য পরিবেশে কোন সদস্য বেঁচে নেই, তবে সংরক্ষিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় (যেমন সাফারি পার্ক, জুওলজিকাল গার্ডেন, চিড়িয়াখানা ইত্যাদি) অথবা যে বাস্তুতন্ত্রের প্রজাতি সে বাস্তুতন্ত্রের পরিবর্তে অন্যত্র বেঁচে রয়েছে।
হুমকিগ্রস্ত Threatened
অতি বিপন্ন Critically endangered (CR) বন্য পরিবেশে বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
বিপন্ন Endangered (EN) বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে
শংকাগ্রস্ত Vulnerable (VU) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে
প্রায় হুমকিগ্রস্ত Near threatened (NT) বন্য পরিবেশে নিকট ভবিষ্যতে বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
শংকামুক্ত Least concern (LC) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার ঝুঁকিতে নেই। বিস্তৃত পরিসরে ও পর্যাপ্ত পরিমাণে উপস্থিত রয়েছে এমন প্রজাতি।
তথ্য স্বল্পতা Data deficient (DD) বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন তথা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য নেই এমন প্রজাতি।
Not evaluated (NE) যে সকল প্রজাতি উপরোক্ত মানদণ্ড অনুসারে এখনও মূল্যায়ন করা সম্ভব হয়নি সেগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত।

 

Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b))
Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b))

 

Reference:

  • Froese R and Pauly D (Editors) (2016) FishBase. World Wide Web electronic publication. www.fishbase.org, (10/2016 )
  • IUCN Bangladesh (2015a) Red List of Bangladesh: A Brief on Assessment Result 2015. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp. 24.
  • IUCN Bangladesh (2015b) Red List of Bangladesh Volume 5: Freshwater Fishes. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp xvi+360
  • Rahman AKA (1989) Freshwater fishes of Bangladesh. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 364 pp.
  • Rahman AKA (2005) Freshwater fishes of Bangladesh, second edition. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 394 pp.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland fishes of India and adjacent countries. vol 1 and 2. Oxford IBH Publishing Co Pvt Ltd, New Delhi-Calcutta. pp. 1-542 and 543-1158.

 


Visited 1,107 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের শংকামুক্ত (Least Concern) স্বাদুপানির মাছ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.