Bagarius bagarius, one of the critically endangered (CR) freshwater fishes of Bangladesh [Photo by Sharmin Siddique Bhuiyan]
Bagarius bagarius, বাংলাদেশের অতি বিপন্ন (critically endangered (CR)) স্বাদুপানির মাছের একটি। [Photo by Sharmin Siddique Bhuiyan]
অতি বিপন্ন (Critically Endangered) বা চরম বিপদাপন্ন প্রাণী হল ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) কর্তৃক শ্রেণীবদ্ধকৃত একদল প্রাণী যারা বন্য পরিবেশে বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। এটি বন্য প্রজাতির লাল তালিকায় থাকা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণী।

IUCN Bangladesh (2015a, b) অনুসারে বাংলাদেশের স্বাদুপানির নথিবদ্ধ দু’শত তিপ্পান্নটি (২৫৩) মাছের মধ্যে প্রায় এক চতুর্থাংশ (৬৪টি) প্রজাতি হুমকিগ্রস্ত যার মধ্যে ৯টি (৩%) অতি বিপন্ন, ৩০টি (১২%) বিপন্ন (Endangered), ২৫টি (১০%), শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়াও প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened), শংকামুক্ত (Least Concern) ও তথ্য স্বল্পতা (Data Deficient) শ্রেণীতে রয়েছে যথাক্রমে ২৭টি (১১%), ১২২টি (৪৮%) ও ৪০টি (১৬%) প্রজাতির মাছ।

নিচের সারণীতে IUCN Bangladesh (2015a, b) অনুসারে লাল তালিকার শ্রেণী অনুযায়ী বাংলাদেশের স্বাদুপানির মাছের সংরক্ষণ অবস্থা দেয়া হল-

শ্রেণীসমূহ (Categories) সংখ্যা (Number) শতকরা হার (%)
হুমকিগ্রস্ত (Threatened) ৬৪ ২৫
অতি বিপন্ন (Critically Endangered (CR))   ০৯   ০৩
বিপন্ন (Endangered (EN)) ৩০ ১২
শংকাগ্রস্ত (Vulnerable (VU)) ২৫ ১০
প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) ২৭ ১১
শংকামুক্ত (Least Concern (LC))  ১২২ ৪৮
তথ্য স্বল্পতা (Data Deficient (DD)) ৪০ ১৬
মোট ২৫৩ ১০০

 

বাংলাদেশের অতি বিপন্ন (Critically Endangered) স্বাদুপানির মাছের তালিকা (IUCN Bangladesh (2015a, b) অনুসারে) নিচে দেয়া হল –

1 Bagarius bagarius
2 Channa barca
3 Labeo boga
4 Labeo nandina
5 Nemacheilus corica [Schistura corica]
6 Neoeucirrhichthys maydelli
7 Ompok pabo
8 Sisor rabdophorus
9 Tor tor

 

নিচের বিস্তৃতভাবে বর্ণনা করা হল –

১। Bagarius bagarius

Bagarius bagarius
Bagarius bagarius

 

সাধারণ নাম বাগাইর, Bagair, Baghair, Gangetic goonch, Goonch
শ্রেণীতাত্ত্বিক অবস্থান  Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Sisoridae (Sisorid catfishes), Sisorinae
স্বভাব ও বাসস্থান  স্বাদুপানি ও উপকূলীয় জলাশয়ে বাস করে যার পিএইচ পরিসর ৬.৫-৭.৮, হার্ডনেস পরিসর ১২-৩০। জলাশয়ের সকল স্তরেই থাকে ( benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, লাওস ও থাইল্যান্ড
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য  ২০০ সেমি
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা  প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT))
অর্থনৈতিক গুরুত্ব নদীর সুস্বাদু মাছ হিসেবে এর উচ্চ বাজারমূল্য রয়েছে (কেজি প্রতি বাজার মূল্য ৭০০ থেকে ৮০০.০০ টাকা)। এছাড়া অনেক দেশে গেম ফিস (Game fish) হিসেবে পরিচিত।

 

২। Channa barca

Channa barca
Channa barca

 

সাধারণ নাম তিলাশোল, Barca snakehead, Pipla, Tilashol
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Perciformes (Perch-likes), Channidae (Snakeheads)
স্বভাব ও বাসস্থান  স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ ও ভারত
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ১০৫ সেমি
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা তথ্য স্বল্পতা (Data deficient (DD))
অর্থনৈতিক গুরুত্ব খাবারের মাছ হিসেবে বাণিজ্যিক গুরুত্ব সামান্যই। দুর্লভ সংগ্রহ বিবেচনায় এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর চাহিদা রয়েছে।

 

৩। Labeo boga

Labeo boga
Labeo boga

 

সাধারণ নাম ভাঙ্গন, ভাঙ্গন বাটা, Bhangan, Bhangan bata
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps), Labeoninae
স্বভাব ও বাসস্থান স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও মায়ানমার (বার্মা)
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ৩০ সেমি
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা শংকামুক্ত (Least Concern (LC))
অর্থনৈতিক গুরুত্ব অজানা

 

৪। Labeo nandina

 

Labeo nandina
Labeo nandina

 

সাধারণ নাম নান্দিনা, Nandil, Nandina
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps), Labeoninae
স্বভাব ও বাসস্থান স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত ও মায়ানমার (বার্মা)
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ৮১.২ সেমি (ওজন ১০ কেজি)
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT))
অর্থনৈতিক গুরুত্ব অজানা

 

৫। Nemacheilus corica [Schistura corica]

Schistura corica © Md. Mizanur Rahman [Source: IUCN Bangladesh (2015a, b)]
Schistura corica © Md. Mizanur Rahman [Source: IUCN Bangladesh (2015a, b)]
সাধারণ নাম কৈরকা, করিকা, Korica, Koirka
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Nemacheilidae
স্বভাব ও বাসস্থান স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান।
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ৪.২ সেমি।
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা শংকামুক্ত (Least Concern (LC))
অর্থনৈতিক গুরুত্ব বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নয়।

 

৬। Neoeucirrhichthys maydelli

Neoeucirrhichthys maydelli © Md. Mizanur Rahman [Sourse: IUCN Bangladesh (2015a, b) ]
Neoeucirrhichthys maydelli © Md. Mizanur Rahman [Sourse: IUCN Bangladesh (2015a, b) ]
সাধারণ নাম গোয়ালপাড়া লোচ (Goalpara loach)
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cobitidae (Loaches), Cobitinae
স্বভাব ও বাসস্থান উষ্ণাঞ্চলের স্বাদুপানির জলাশয়ে বাস করে। demersal
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ ও ভারতের আসামের ব্রহ্মপুত্র নদীর অববাহিকা।
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ৩.৬ সেমি
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা শংকামুক্ত (Least Concern (LC))
অর্থনৈতিক গুরুত্ব এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর চাহিদা রয়েছে।

 

৭। Ompok pabo

Ompok pabo
Ompok pabo

 

সাধারণ নাম কানি পাবদা, পাবদা, Pabo catfish, Pabda catfish
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Siluridae (Sheatfishes)
স্বভাব ও বাসস্থান উষ্ণাঞ্চলের স্বাদুপানির জলাশয়ে বাস করে। demersal,
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, উত্তর ভারত, পাকিস্তান ও মায়ানমার (বার্মা)
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ২৫ সেমি।
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT))
অর্থনৈতিক গুরুত্ব বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ।

 

৮। Sisor rabdophorus

Sisor rabdophorus
Sisor rabdophorus

 

সাধারণ নাম ছেনুয়া, চেনুয়া, Sisor, Chenua
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Sisoridae (Sisorid catfishes), Sisorinae
স্বভাব ও বাসস্থান স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল।
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ১৮ সেমি।
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা শংকামুক্ত (Least Concern (LC))
অর্থনৈতিক গুরুত্ব খাবারের মাছ হিসেবে বাণিজ্যিক গুরুত্ব সামান্যই।

 

৯। Tor tor

Tor tor
Tor tor

 

সাধারণ নাম মহাশোল, মহাশুল, Tor barb, Mohashol, Tor mahseer, Mahsier
শ্রেণীতাত্ত্বিক অবস্থান Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps)
স্বভাব ও বাসস্থান স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)।
ভৌগলিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান।
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য ২০০ সেমি।
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT))
অর্থনৈতিক গুরুত্ব বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক দেশে গেম ফিস (Game fish) হিসেবে পরিচিত।

 

পুনশ্চ:

কোন প্রজাতির জনতার হ্রাসের হার, আকার, ভৌগলিক বিস্তারের ক্ষেত্রফল, মাত্রা ও বিস্তারের বিচ্ছিন্নতার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সকল প্রজাতিকে নয়টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছে (যা নিচে দেয়া হল)। অন্যদিকে অতি বিপন্ন (Critically endangered), বিপন্ন (Endangered) ও শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীগুলো নিয়ে একটি একটি প্রাণী-দল গঠন করা হয়েছে যাকে হুকমিগ্রস্ত (Threatened) আখ্যা দেয়া হয়েছে।

শ্রেণী (Categories) মানদণ্ড (Criteria)
বিলুপ্ত Extinct (EX) প্রকৃতিতে কোন সদস্য বেঁচে নেই।
বন্য পরিবেশে বিলুপ্ত Extinct in the wild (EW) বন্য পরিবেশে কোন সদস্য বেঁচে নেই, তবে সংরক্ষিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় (যেমন সাফারি পার্ক, জুওলজিকাল গার্ডেন, চিড়িয়াখানা  ইত্যাদি) অথবা যে বাস্তুতন্ত্রের প্রজাতি সে বাস্তুতন্ত্রের পরিবর্তে অন্যত্র বেঁচে রয়েছে।
হুমকিগ্রস্ত Threatened
অতি বিপন্ন Critically endangered (CR) বন্য পরিবেশে বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে।
বিপন্ন Endangered (EN) বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে
শংকাগ্রস্ত Vulnerable (VU) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে
প্রায় হুমকিগ্রস্ত Near threatened (NT) বন্য পরিবেশে নিকট ভবিষ্যতে বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে।
শংকামুক্ত Least concern (LC) বন্য পরিবেশে বিপন্ন হওয়ার ঝুঁকিতে নেই। বিস্তৃত পরিসরে ও পর্যাপ্ত পরিমাণে উপস্থিত রয়েছে এমন প্রজাতি।
তথ্য স্বল্পতা Data deficient (DD) বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন তথা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য নেই এমন প্রজাতি।
Not evaluated (NE) যে সকল প্রজাতি উপরোক্ত মানদণ্ড অনুসারে এখনও মূল্যায়ন করা সম্ভব হয়নি সেগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত।

 

Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b)
Red List Categories Regional or National Level (Source: IUCN Bangladesh (2015a, b)

 

Reference:

  • Froese R and Pauly D (Editors) (2016) FishBase. World Wide Web electronic publication. www.fishbase.org, (10/2016 )
  • IUCN Bangladesh (2015a) Red List of Bangladesh: A Brief on Assessment Result 2015. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp. 24.
  • IUCN Bangladesh (2015b) Red List of Bangladesh Volume 5: Freshwater Fishes. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp xvi+360
  • Rahman AKA (1989) Freshwater fishes of Bangladesh. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 364 pp.
  • Rahman AKA (2005) Freshwater fishes of Bangladesh, second edition. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 394 pp.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland fishes of India and adjacent countries. vol 1 and 2. Oxford IBH Publishing Co Pvt Ltd, New Delhi-Calcutta. pp. 1-542 and 543-1158.

 


Visited 1,920 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের অতি বিপন্ন (Critically Endangered) স্বাদুপানির মাছ

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.