IUCN Bangladesh (2015a, b) অনুসারে বাংলাদেশের স্বাদুপানির নথিবদ্ধ দু’শত তিপ্পান্নটি (২৫৩) মাছের মধ্যে প্রায় এক চতুর্থাংশ (৬৪টি) প্রজাতি হুমকিগ্রস্ত যার মধ্যে ৯টি (৩%) অতি বিপন্ন, ৩০টি (১২%) বিপন্ন (Endangered), ২৫টি (১০%), শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীর অন্তর্ভুক্ত। এছাড়াও প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened), শংকামুক্ত (Least Concern) ও তথ্য স্বল্পতা (Data Deficient) শ্রেণীতে রয়েছে যথাক্রমে ২৭টি (১১%), ১২২টি (৪৮%) ও ৪০টি (১৬%) প্রজাতির মাছ।
নিচের সারণীতে IUCN Bangladesh (2015a, b) অনুসারে লাল তালিকার শ্রেণী অনুযায়ী বাংলাদেশের স্বাদুপানির মাছের সংরক্ষণ অবস্থা দেয়া হল-
শ্রেণীসমূহ (Categories) | সংখ্যা (Number) | শতকরা হার (%) | |||
হুমকিগ্রস্ত (Threatened) | ৬৪ | ২৫ | |||
অতি বিপন্ন (Critically Endangered (CR)) | ০৯ | ০৩ | |||
বিপন্ন (Endangered (EN)) | ৩০ | ১২ | |||
শংকাগ্রস্ত (Vulnerable (VU)) | ২৫ | ১০ | |||
প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) | ২৭ | ১১ | |||
শংকামুক্ত (Least Concern (LC)) | ১২২ | ৪৮ | |||
তথ্য স্বল্পতা (Data Deficient (DD)) | ৪০ | ১৬ | |||
মোট | ২৫৩ | ১০০ |
বাংলাদেশের অতি বিপন্ন (Critically Endangered) স্বাদুপানির মাছের তালিকা (IUCN Bangladesh (2015a, b) অনুসারে) নিচে দেয়া হল –
1 | Bagarius bagarius | |
2 | Channa barca | |
3 | Labeo boga | |
4 | Labeo nandina | |
5 | Nemacheilus corica [Schistura corica] | |
6 | Neoeucirrhichthys maydelli | |
7 | Ompok pabo | |
8 | Sisor rabdophorus | |
9 | Tor tor |
নিচের বিস্তৃতভাবে বর্ণনা করা হল –

সাধারণ নাম | বাগাইর, Bagair, Baghair, Gangetic goonch, Goonch |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Sisoridae (Sisorid catfishes), Sisorinae |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানি ও উপকূলীয় জলাশয়ে বাস করে যার পিএইচ পরিসর ৬.৫-৭.৮, হার্ডনেস পরিসর ১২-৩০। জলাশয়ের সকল স্তরেই থাকে ( benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত, লাওস ও থাইল্যান্ড |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ২০০ সেমি |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) |
অর্থনৈতিক গুরুত্ব | নদীর সুস্বাদু মাছ হিসেবে এর উচ্চ বাজারমূল্য রয়েছে (কেজি প্রতি বাজার মূল্য ৭০০ থেকে ৮০০.০০ টাকা)। এছাড়া অনেক দেশে গেম ফিস (Game fish) হিসেবে পরিচিত। |
২। Channa barca

সাধারণ নাম | তিলাশোল, Barca snakehead, Pipla, Tilashol |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Perciformes (Perch-likes), Channidae (Snakeheads) |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ ও ভারত |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ১০৫ সেমি |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | তথ্য স্বল্পতা (Data deficient (DD)) |
অর্থনৈতিক গুরুত্ব | খাবারের মাছ হিসেবে বাণিজ্যিক গুরুত্ব সামান্যই। দুর্লভ সংগ্রহ বিবেচনায় এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর চাহিদা রয়েছে। |
৩। Labeo boga

সাধারণ নাম | ভাঙ্গন, ভাঙ্গন বাটা, Bhangan, Bhangan bata |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps), Labeoninae |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও মায়ানমার (বার্মা) |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ৩০ সেমি |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | শংকামুক্ত (Least Concern (LC)) |
অর্থনৈতিক গুরুত্ব | অজানা |

সাধারণ নাম | নান্দিনা, Nandil, Nandina |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps), Labeoninae |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত ও মায়ানমার (বার্মা) |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ৮১.২ সেমি (ওজন ১০ কেজি) |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) |
অর্থনৈতিক গুরুত্ব | অজানা |
৫। Nemacheilus corica [Schistura corica]
![Schistura corica © Md. Mizanur Rahman [Source: IUCN Bangladesh (2015a, b)]](https://www.iucnredlistbd.org/images/Photos/large/FI0124_Schistura%20corica_Md.%20Mizanur%20Rahman%20(320x213).jpg)
সাধারণ নাম | কৈরকা, করিকা, Korica, Koirka |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Nemacheilidae |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও আফগানিস্তান। |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ৪.২ সেমি। |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | শংকামুক্ত (Least Concern (LC)) |
অর্থনৈতিক গুরুত্ব | বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ নয়। |
![Neoeucirrhichthys maydelli © Md. Mizanur Rahman [Sourse: IUCN Bangladesh (2015a, b) ]](https://www.iucnredlistbd.org/images/Photos/large/FI0135_Neoeucirrhichthys%20maydelli_Md.%20Mizanur%20Rahman%20(320x83).jpg)
সাধারণ নাম | গোয়ালপাড়া লোচ (Goalpara loach) |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cobitidae (Loaches), Cobitinae |
স্বভাব ও বাসস্থান | উষ্ণাঞ্চলের স্বাদুপানির জলাশয়ে বাস করে। demersal |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ ও ভারতের আসামের ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ৩.৬ সেমি |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | শংকামুক্ত (Least Concern (LC)) |
অর্থনৈতিক গুরুত্ব | এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর চাহিদা রয়েছে। |
৭। Ompok pabo

সাধারণ নাম | কানি পাবদা, পাবদা, Pabo catfish, Pabda catfish |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Siluridae (Sheatfishes) |
স্বভাব ও বাসস্থান | উষ্ণাঞ্চলের স্বাদুপানির জলাশয়ে বাস করে। demersal, |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, উত্তর ভারত, পাকিস্তান ও মায়ানমার (বার্মা) |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ২৫ সেমি। |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) |
অর্থনৈতিক গুরুত্ব | বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। |

সাধারণ নাম | ছেনুয়া, চেনুয়া, Sisor, Chenua |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Siluriformes (Catfish), Sisoridae (Sisorid catfishes), Sisorinae |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও নেপাল। |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ১৮ সেমি। |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | শংকামুক্ত (Least Concern (LC)) |
অর্থনৈতিক গুরুত্ব | খাবারের মাছ হিসেবে বাণিজ্যিক গুরুত্ব সামান্যই। |
৯। Tor tor

সাধারণ নাম | মহাশোল, মহাশুল, Tor barb, Mohashol, Tor mahseer, Mahsier |
শ্রেণীতাত্ত্বিক অবস্থান | Actinopterygii (ray-finned fishes), Cypriniformes (Carps), Cyprinidae (Minnows or carps) |
স্বভাব ও বাসস্থান | স্বাদুপানির জলাশয়ে বাস করে। জলাশয়ের সকল স্তরেই দেখতে পাওয়া যায় (benthopelagic)। স্বাদুপানির জলাশয়ের মধ্যেই অভিপ্রয়াণ করে থাকে (potamodromous)। |
ভৌগলিক বিস্তৃতি | বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান। |
নথিবদ্ধ সর্বোচ্চ দৈর্ঘ্য | ২০০ সেমি। |
বৈশ্বিক সংরক্ষণ অবস্থা | প্রায় হুমকিগ্রস্ত (Near Threatened (NT)) |
অর্থনৈতিক গুরুত্ব | বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। এছাড়া অনেক দেশে গেম ফিস (Game fish) হিসেবে পরিচিত। |
পুনশ্চ:
কোন প্রজাতির জনতার হ্রাসের হার, আকার, ভৌগলিক বিস্তারের ক্ষেত্রফল, মাত্রা ও বিস্তারের বিচ্ছিন্নতার উপর ভিত্তি করে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) সকল প্রজাতিকে নয়টি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছে (যা নিচে দেয়া হল)। অন্যদিকে অতি বিপন্ন (Critically endangered), বিপন্ন (Endangered) ও শংকাগ্রস্ত (Vulnerable) শ্রেণীগুলো নিয়ে একটি একটি প্রাণী-দল গঠন করা হয়েছে যাকে হুকমিগ্রস্ত (Threatened) আখ্যা দেয়া হয়েছে।
শ্রেণী (Categories) | মানদণ্ড (Criteria) | |
বিলুপ্ত Extinct (EX) | প্রকৃতিতে কোন সদস্য বেঁচে নেই। | |
বন্য পরিবেশে বিলুপ্ত Extinct in the wild (EW) | বন্য পরিবেশে কোন সদস্য বেঁচে নেই, তবে সংরক্ষিত স্থানে বিশেষ ব্যবস্থাপনায় (যেমন সাফারি পার্ক, জুওলজিকাল গার্ডেন, চিড়িয়াখানা ইত্যাদি) অথবা যে বাস্তুতন্ত্রের প্রজাতি সে বাস্তুতন্ত্রের পরিবর্তে অন্যত্র বেঁচে রয়েছে। | |
হুমকিগ্রস্ত Threatened | ||
অতি বিপন্ন Critically endangered (CR) | বন্য পরিবেশে বিলুপ্তির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। | |
বিপন্ন Endangered (EN) | বন্য পরিবেশে বিলুপ্তির উচ্চ ঝুঁকিতে রয়েছে | |
শংকাগ্রস্ত Vulnerable (VU) | বন্য পরিবেশে বিপন্ন হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে | |
প্রায় হুমকিগ্রস্ত Near threatened (NT) | বন্য পরিবেশে নিকট ভবিষ্যতে বিপন্ন হওয়ার ঝুঁকিতে রয়েছে। | |
শংকামুক্ত Least concern (LC) | বন্য পরিবেশে বিপন্ন হওয়ার ঝুঁকিতে নেই। বিস্তৃত পরিসরে ও পর্যাপ্ত পরিমাণে উপস্থিত রয়েছে এমন প্রজাতি। | |
তথ্য স্বল্পতা Data deficient (DD) | বিলুপ্তির ঝুঁকি মূল্যায়ন তথা নির্ধারণের জন্য পর্যাপ্ত তথ্য নেই এমন প্রজাতি। | |
Not evaluated (NE) | যে সকল প্রজাতি উপরোক্ত মানদণ্ড অনুসারে এখনও মূল্যায়ন করা সম্ভব হয়নি সেগুলো এই শ্রেণীর অন্তর্ভুক্ত। |

Reference:
- Froese R and Pauly D (Editors) (2016) FishBase. World Wide Web electronic publication. www.fishbase.org, (10/2016 )
- IUCN Bangladesh (2015a) Red List of Bangladesh: A Brief on Assessment Result 2015. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp. 24.
- IUCN Bangladesh (2015b) Red List of Bangladesh Volume 5: Freshwater Fishes. IUCN, International Union for Conservation of Nature, Bangladesh Country Office, Dhaka, Bangladesh, pp xvi+360
- Rahman AKA (1989) Freshwater fishes of Bangladesh. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 364 pp.
- Rahman AKA (2005) Freshwater fishes of Bangladesh, second edition. Zoological Society of Bangladesh, University of Dhaka, Dhaka, Bangladesh. 394 pp.
- Talwar PK and Jhingran AG (1991) Inland fishes of India and adjacent countries. vol 1 and 2. Oxford IBH Publishing Co Pvt Ltd, New Delhi-Calcutta. pp. 1-542 and 543-1158.
Visited 1,959 times, 1 visits today | Have any fisheries relevant question?