আপেল শামুকের বাণিজ্যিক চাষ বইটির প্রচ্ছদ
আপেল শামুকের বাণিজ্যিক চাষ বইটির প্রচ্ছদ

ড. মো. সরওয়ার জাহান, ড. মো. রফিকুল ইসলাম এবং ড. মো. রেদওয়ানুর রহমান রচিত “আপেল শামুকের বাণিজ্যিক চাষ” শিরোনামের বইটিতে আপেল শামুকের পরিচিতি, এর অর্থনৈতিক ও বাস্তুতাত্ত্বিক অবস্থান, চাষ ব্যবস্থাপনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াবলী অত্যন্ত সাবলীল ভাষায় সুন্দরভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আর চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক এবং ফিশারীজ বায়োলজি এন্ড জেনেটিক্স, এ্যাকুয়াকালচার, মাৎস্য ব্যবস্থাপনা ও মাৎস্য প্রযুক্তি বিষয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পূরণ করবে তা নিশ্চিতভাবে বলা যায়। গ্রন্থটির শেষে সংযুক্ত তথ্যপঞ্জি, পরিভাষা, নির্ঘণ্ট বইটিকে করছে আরও সমৃদ্ধ।

আপেল শামুকের বাণিজ্যিক চাষ বইটির প্রথম প্রকাশ ২০০৮। প্রকাশক মোঃ আইনুল হোসেন, এ এইচ ডেভেলপমেন্ট পাবলিশিং হাউজ, ঢাকা। বইটির ISBN 984-70019-0036-1। ১৫৮ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ২৫০.০০ মাত্র (আরএস ২০০.০০, ইউএসডলার ৩০.০০, ইউরো ২৫.০০)। গ্রন্থস্বত্ব: এএইচডিপিএইচ। প্রচ্ছদ: রফিক রইচ। ভারতে বইটির পরিবেশক: প্যারাগন এন্টারপ্রাইজ, কলকাতা।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –

  • আপেল শামুকের সাধারণ পরিচিতি
    • শামুক, আপেল শামুক এবং শ্রেণীবিভাগ
    • সনাক্তকারী বৈশিষ্ট্য, যৌনদ্বিরূপতা, স্বভাব ও বসিত, বিস্তৃতি
    • অঙ্গতন্ত্রসমূহ
    • মাৎস্য সম্পদ হিসাবে আপেল শামুক
    • আপেল শামুকের পুষ্টিমান
  • বাংলাদেশে আপেল শামুকের অর্থনৈতিক ও বাস্তুতাত্ত্বিক অবস্থান
    • ব্যবহার: মানুষ ও ফার্মের প্রাণীর খাদ্য হিসাবে ও ঔষধ হিসাবে
    • সংরক্ষণ পদ্ধতি
    • আহরণ অঞ্চল ও চিংড়ি চাষাধীন এলাকা
    • বাজারজাতকরণ
    • মোড়ককরণ, চিহ্নিতকরণ ও পরিবহণ
    • ওজন পদ্ধতি, মূল্য
    • পরিবেশের ভারসাম্য রক্ষায় আপেল শামুক
  • আপেল শামুকের চাষ ব্যবস্থাপনা
    • স্বভাবগত বৈশিষ্ট্য
    • পরিস্ফুটন, ডিম গণনা পদ্ধতি
    • চাষের প্রয়োজনীয় উপকরণ
    • হ্যাচারি ও কৃত্রিম প্রজনন
    • চাষযোগ্য পুকুর, মাটি
    • চাষাবাদ ও ব্যবস্থাপনা পদ্ধতির প্রকারভেদ ও কার্যক্রম
    • শামুক শিকারি
    • আশ্রিত পরজীবী
    • রোগবালাই ও চিকিৎসা
    • আয়-ব্যয় হিসাব
    • বিপণন কেন্দ্র
  • তথ্যপঞ্জি
  • পরিভাষা
  • নির্ঘণ্ট

Visited 4,559 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: আপেল শামুকের বাণিজ্যিক চাষ

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.