মধ্য আমেরিকার মাছ প্লাটি (Fishlore, 2014) বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অত্যন্ত জনপ্রিয় একটি বাহারি মাছ হিসেবে পরিচিত। শুরুতে বাহারি মাছের আমদানিকারকেরা এই মাছ আমাদের দেশে ভারত ও থাইল্যান্ড থেকে আমদানি করলেও বর্তমানে দেশেই এর প্রজনন ও বাচ্চা উৎপাদন করা হচ্ছে।