পর্ব প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) এবং নেমাটোডা (Nematoda)

ফিশারীজ কোন মৌলিক বিজ্ঞান নয় বরং এটি জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের একটি সমন্বিত বিজ্ঞান যা মাছ ও অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব বিশিষ্ট জলজ প্রাণীদের জীবতত্ত্ব, চাষ, আবাসস্থল ব্যবস্থাপনা, আহরণ, প্রক্রিয়াজনকরণ ইত্যাদি বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। তাই ফিশারীজকে বুঝতে হলে অবশ্যই

প্রাণী বর্ণমালা

লক্ষ লক্ষ প্রাণীর মাঝে বসত করি ভাই কটা প্রাণী তেমন ভাবে চিনতে বল পাই। ছোট্ট জীবন-স্বল্প সময় তবুও সাধ মনে হতো যদি জানা শোনা সকল প্রাণীর মনে। তাইতো এলেন যুগে যুগে প্রাণীবিদ কত পথ দেখালেন চিনে নেবার প্রাণী আছে যত।