মাছ ও অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর ত্বক: কাজ

ত্বক (Integument) বলতে প্রাণিদেহের সবচেয়ে বাহিরের দিকে অবস্থিত প্রাকৃতিক আবরণকে বোঝায়। যেমন- চামড়া (Skin), খোলক (Shell), ক্যারাপেজ (Carapace), কিউটিকল (Cuticle) ইত্যাদি। ত্বক প্রাণিদেহের অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের মধ্যস্থলে অবস্থান করে প্রাণীকে বহিঃপরিবেশের নানাবিধ ক্ষতি থেকে রক্ষা করে থাকে। মাছ ও