বাংলাদেশ ফিশারীজ ইনফরমেশন শেয়ার হোম, সংক্ষেপে বিডিফিশ (Bangladesh Fisheries Information Share Home, in brief BdFISH) ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ যা বিডিফিশ টিম কর্তৃক যাত্রা শুরু করে পরিচালিত হয়ে আসছে। এর সকল কার্যক্রম অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।

আমাদের উদ্যোগসমূহ:
ফিশারীজ বিষয়ক তথ্যাদি (বিশেষত বাংলাদেশের) প্রকাশের জন্য আমরা নিচের সাইটসমূহ পরিচালনা করে আসছি –
BdFISH Feature: an online platform for Sharing Fisheries Information
BdFISH Bangla: বাংলাভাষায় মৎস্য বিষয়ক তথ্য শেয়ারের অনলাইন মঞ্চ
BdFISH Document: e-archive of Fisheries relevant Documents
BdFISH Dictionary: an online Fisheries Dictionary special reference to Bangladesh
BdFISH Quiz: test your Knowledge relevant to Fisheries
BdFISH Gallery: an Image Gallery relevant to Bangladesh Fisheries
BdFISH Event: e-alerts of Fisheries relevant Events
BdFISH Yellow Page: online Directory of Bangladesh Fisheries Business and Organization
BdFISH Reference: Fisheries relevant Reference used in BdFISH
BdFISH Answer: Fisheries Questions and Answers
BdFISH News: The Fisheries News Archive special reference to Bangladesh
Journal of Fisheries: The BdFISH Journal to publish original fisheries research articles
BdFISH Workshop: To help to develop fisheries websites

 

কৃতজ্ঞতা স্বীকার:

 

  • বিডিফিশ কৃতজ্ঞতা প্রকাশ করছে এর অফলাইন ও অনলাইন কার্যক্রম বাস্তবায়নের মত গুরুত্বপূর্ণ ও শ্রমসাধ্য দায়িত্ব পালনকারীদের প্রতি। যাদের মূল্যবান সময়, মেধা আর শ্রমের বিনিময়ে বিডিফিশ তার সকল কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হচ্ছে। বিডিফিশের এ দায়িত্বটি পালন করে থাকেন এর প্রতিষ্ঠাতা ও সহপ্রতিষ্ঠাতা যাদেরকে নিয়ে বিডিফিশ কর্যকরী পর্ষদ গঠিত। এই পর্ষদের সিদ্ধান্ত অনুসারেই বিডিফিশের সকল কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমাদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও সহপ্রতিষ্ঠাতা হলেন  –
    • এ. বি. এম. মহসিন, প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ।
    • শামস মুহাঃ গালিব, সহকারী অধ্যাপক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ।

 

  • বিডিফিশ কৃতজ্ঞতা প্রকাশ করছে উন্মুক্ত সফটওয়ার WordPress এর প্রতি। এই সফটওয়ার বিডিফিশ সাইট প্রকাশের কাজটিকে সহজ করে দিয়েছে। এছাড়াও বিডিফিশ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে তাদের প্রতি যাদের টেমপ্লেট ও প্লাগইন বিডিফিশ সাইট ব্যবহার করছে।
  • বিডিফিশ কৃতজ্ঞতা প্রকাশ করছে বিডিফিশ ওয়ার্কশপের সকল সদস্যদের প্রতি যারা এখানে তাদের শ্রম, মেধা ও সময় দিয়ে ফিশারীজ বিষয়ক ওয়েবসাইট তৈরিতে সহযোগিতা করে আসছেন।
  • বিডিফিশ তার সম্মানিত দাতাবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। যদিও বিডিফিশের সকল কার্যক্রম অলাভজনক ও স্বেচ্ছাসেবা মূলক তবুও অর্থ হচ্ছে যে কোন কার্যক্রমের অন্যতম চালিকা শক্তি। বিডিফিশের কার্যক্রম পরিচালনার (যেমন- ডোমেইন, হোস্টিং, যোগাযোগ ইত্যাদি) জন্যও অর্থের প্রয়োজন হয়। বিডিফিশের অর্থের অন্যতম উৎস্য হচ্ছে শুভাকাঙ্ক্ষিদের দান। আপনিও বিডিফিশের একজন শুভাকাঙ্ক্ষী হয়ে দান করতে পারেন। বিডিফিশে দান করতে চাইলে  এই ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন। অথবা অনুগ্রহকরে এই লিংক থেকে আমাদের ইমেইল করুন। বিডিফিশের সম্মানিত দাতাবৃন্দ-
    • বিডিফিশের শুভাকাঙ্ক্ষীবৃন্দ যারা “বিডিফিশ ডোনেট বক্স” (প্রযত্নে- এবিএম মহসিন, প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) এর মাধ্যমে দান করেছেন।
    • এ. বি. এম. মহসিন, প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • শামস মুহাঃ গালিব, প্রভাষক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • মোঃ মেহেদী হাসান, প্রাক্তন শিক্ষার্থী, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • শেখ মোঃ মোহায়মেনুল হক, গবেষক শিক্ষার্থী (এম.ফিল.), ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
    • নিপা চাকী, গবেষক শিক্ষার্থী (এম.এস.), ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

 

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.