বাংলাদেশে উচ্চশিক্ষায় বাংলা ভাষা যখন অবহেলিত ও বিলুপ্তপ্রায় ঠিক এমন একটি সময়ে মাৎস্যবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন ইংরেজী শব্দের বাংলা অর্থসহ ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক গ্রন্থ হিসেবে অধ্যাপক মোঃ আবদুস সামাদ এর মাৎস্যবিজ্ঞান অভিধানঃ Dictionary of Fisheries বইটি এক কথায় অনন্য। সারা পৃথিবী জুড়ে মাতৃভাষায় জ্ঞানার্জনের গুরুত্ব ও চর্চ্চার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই দৃষ্টিকোন থেকে বইটি সময় উপযোগীও বটে। বইটির ভূমিকায় লেখক নিজে আমাদের জানিয়েছেন- “মাৎস্যবিজ্ঞানের বাংলা পাঠ্যবইয়ের স্বল্পতা থাকায় ছাত্র-ছাত্রীরা ইংরেজী বইয়ের সহায়তা নিয়ে অধ্যয়ন করে আসছে। বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিষয়ক পাঠ্যক্রম ইংরেজী হওয়ায় মৎস্য বিষয়ে প্রয়োজনীয় শব্দগুলের ব্যাখ্যা বাংলায় উপস্থাপিত হলে ছাত্র-ছাত্রীদের জন্য তা সহজ ও বোধগোম্য হবে বলে আমি মনে করি।”
মাৎস্যবিজ্ঞান বিষয়ক প্রায় দুই হাজার ইংরেজী শব্দের বাংলা অর্থসহ ব্যাখ্যা ও বিশ্লেষণ এক মলাটের ভেতরে স্থান পেয়েছে যা শুধুমাত্র মাৎস্যবিজ্ঞানের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকবৃন্দের জন্যই নয় মাৎস্যবিজ্ঞান বিষয়ে উৎসুক সাধারণ মানুষেরও কাংঙ্খিত চাহিদা পূরণ করবে তা নিঃসন্দেহে বলা যায়। এছাড়াও অধিক গুরুত্বপূর্ণ শব্দের ক্ষেত্রে ব্যাখ্যার পাশাপাশি যথাযথ ছবির সংযুক্তি বইটিকে করেছে আরও সমৃদ্ধ। মূলতঃ ইংরেজী বর্ণমালার ক্রমানুসারে বিন্যস্ত মাৎস্যবিজ্ঞান বিষয়ক বিশাল শব্দভাণ্ডার বিশিষ্ট বইটির শেষে সংযোজিত নির্ঘন্ট (যা বাংলা বর্ণমালার ক্রমানুসারে সজ্জিত) ও Glossary এর সংযোজন বইটিকে করেছে আরও পাঠকবান্ধব।
বইটির লেখক পরিচিতি থেকে জানা যায় রাজশাহীর কাজলায় জন্মগ্রহণকারী মৎস্যবিজ্ঞান বিষয়ের এই নবাগত লেখক রাজশাহী বিশ্ববিদ্যালয় স্খুল ও রাজশাহী কলেজে অধ্যয়ন শেষে উচ্চশিক্ষা অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ অনুষদে ভর্তি হন এবং সেখান থেকে মাৎস্যবিজ্ঞান বিষয়ে স্নাতক ও একুয়াকালচার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। পরবর্তিতে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনষ্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। অধ্যাপনার পাশাপাশি তিনি পি-এইচ.ডি. পর্যায়ে দেশী শিং মাছের কৃত্রিম প্রজনন ও চাষব্যবস্থাপনা উন্নয়নের উপর গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।
কবির পাবলিকেশন্স, ৩৮/৩, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত চারশত সাতাশ পৃষ্টার এই বইয়ের মূল্য টাকা দুই শত পঞ্চাশ মাত্র। বইটির আই.এস.বি.এন নম্বর ৯৮৪-৭০৩৬০-০০১৩-৭ আর এর একমাত্র পরিবেশক কবির বুক কর্ণার, নীলক্ষেত, ঢাকা।
Visited 511 times, 1 visits today | Have any fisheries relevant question?
Leave a Reply
You must be logged in to post a comment.