কর্ডেট ভ্রুণবিদ্যা (দ্বিতীয় খণ্ড) বইটির প্রচ্ছদ
কর্ডেট ভ্রুণবিদ্যা (দ্বিতীয় খণ্ড) বইটির প্রচ্ছদ

বাংলাভাষায় রচিত এবং বাংলা একাডেমী ঢাকা থেকে প্রকাশিত গাজী এস.এম আসমত (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) এর কর্ডেট ভ্রুণবিদ্যা (২য় খণ্ড) বইটি একদিকে যেমন প্রাণিবিদ্যার অন্যদিকে তেমনই ফিশারীজের বিশেষত ফিশারীজ জীববিজ্ঞান ও জেনেটিক্সের শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকের ভ্রূণের পরিস্ফুটন বিষয়ক কাঙ্ক্ষিত জ্ঞান অর্জনে অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম। বইটিতে ভ্রুণবিদ্যার ইতিহাস, পরিস্ফুটনের সকল ধাপ সমূহ অত্যন্ত গুরুত্বের সাথে প্রয়োজনীয় ছবিসহ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যা মৎস্য বিজ্ঞানের শিক্ষার্থীদেরও কাজে আসবে তা নিঃসন্দেহে বলা যায়।

বইটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী, বাংলা ও ইংরেজি পরিভাষা বইটিকে করছে আরও পাঠক বান্ধব।

কর্ডেট ভ্রুণবিদ্যা (দ্বিতীয় খণ্ড) বইটির প্রথম প্রকাশ আষাঢ় ১৪০১ (জুন ১৯৯৮)। বইটির প্রচ্ছদ করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম এবং প্রকাশক গোলাম মঈনউদ্দিন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা।

১৬০ পৃষ্ঠার এই বইটির আইএসবিএন নম্বর: 984-07-2979-2 এবং মূল্য বাংলাদেশী টাকা ৭০ মাত্র।

বইটিতে যেসব বিষয়াবলী বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে সেগুলি নিচে দেয়া হল-

  • বৃদ্ধি ও বিভেদন
    • কোষ প্রজনন ও বিভেদন
    • বৃদ্ধি
    • কোষীয় ও শারীরিক বৃদ্ধি
    • বিভেদন
  • মরফোজেনিক প্রক্রিয়া
    • রূপান্তর
    • রূপান্তরের সময় গাঠনিক পরিবর্তন
  • পুনরুৎপত্তি
    • পরিণত দেহের গতিশীলতা
    • পুনরুৎপত্তির প্রকারভেদ
    • বিভিন্ন প্রাণীর পুনরুৎপত্তি ক্ষমতা
    • পুনরুৎপত্তির নিয়ামক
    • পুনরুৎপত্তিতে কলাস্থানিক প্রক্রিয়া
    • পুনরুৎপত্তির শারীরবৃত্তীয় প্রক্রিয়া
    • পুনরুৎপত্তি ক্ষেত্র ও হোটারোমরফোসিস
  • অ্যাসিডীয়দের পরিস্ফুটন
  • অ্যাম্ফিঅক্সাসের পরিস্ফুটন
  • ব্যাঙের পরিস্ফুটন
  • মুরগির পরিস্ফুটন
  • খরগোসের পরিস্ফুটন
  • অমরা
    • অমরার বিবর্তন
    • অমরার অনুপস্থিতি
    • আদি অমরা
    • কুসুম থলি অমরা
    • আদি অ্যালানটয়িক অমরা
    • অ্যালানটয়িক অমরা
    • অমরার প্রকারভেদ
    • অমরার শারীরবৃত্ত
    • অমরার কাজ
    • মানুষের অমরার পরিস্ফুটন
  • তথ্যপঞ্জি
  • পরিভাষা
    • ইংরেজী-বাংলা
    • বাংলা-ইংরেজী

Visited 527 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: কর্ডেট ভ্রুণবিদ্যা (দ্বিতীয় খণ্ড)

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.