মধ্য আমেরিকার মাছ (বিশেষত ভেনিজুয়েলা, কলোম্বিয়া ও মেক্সিকো) মলি আমাদের দেশের জনপ্রিয় একটি বিদেশী বাহারি মাছ (Akhter, 1995)। ভারত ও থাইল্যান্ড থেকে আমাদের দেশে আমদানি করা হয়।
শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position)
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Perciformes
পরিবার: Poeciliidae
গণ: Poecilia
প্রজাতি: Poecilia sphenops
ভ্যারাইটি: এর অনেকগুলো ভ্যারাইটি থাকলেও আমাদের দেশের বাহারি মাছের দোকানগুলোতে পাওয়া যায় পাঁচটি ভ্যারাইটি। যথা- কালো মলি, সাদা সেইল-ফিন মলি, মিশ্র-বর্ণ মলি, সাদা বেলুন মলি ও কমলা বেলুন মলি।
শব্দতত্ত্ব (Etymology):
Romero P (2002) অনুসারে গ্রীক শব্দ poikilos অর্থাৎ বিভিন্ন বর্ণের উপস্থিতি (with a lot of colours)।
সমনাম (Synonyms)
Gambusia modesta Müller, 1864
Gambusia plumbea Müller, 1864
Lembesseia parvianalis Fowler, 1949
Mollienesia altissima Hubbs, 1936
Mollienesia gracilis Regan, 1913
Mollienesia macrura Hubbs, 1935
Mollienesia pallida de Buen, 1943
Mollienesia sphenops altissima Hubbs, 1936
Mollienesia sphenops macrura Hubbs, 1935
Mollienesia sphenops pallida de Buen, 1943
Mollienesia sphenops vantynei Hubbs, 1935
Mollienesia vantynei Hubbs, 1935
Mollienisia sphenops (Cuvier and Valenciennes, 1846)
Platypoecilus mentalis Gill, 1877
Platypoecilus nelsoni Meek, 1904
Platypoecilus tropicus Meek, 1907
Poecilia boucardii Steindachner, 1878
Poecilia caudata Meek, 1909
Poecilia caudata Meek, 1909
Poecilia chisoyensis Günther, 1866
Poecilia dovii Günther, 1866
Poecilia spilonota Regan, 1908
Poecilia spilurus Günther, 1866
Poecilia tenuis Meek, 1907
Poecilia thermalis Steindachner, 1863
Poecilia vandepolli arubensis van Lidth de Jeude, 1887
Poecilia vetiprovidentiae Fowler, 1950.
সাধারণ নাম (Common name)
বাংলা: মলি, সাদা সেইল-ফিন মলি, কালো মলি, কমলা বেলুন মলি, সাদা বেলুন মলি
English: Molly (Black Molly, White Sailfin Molly, Mixed color Molly, Orange Balloon Molly and White Balloon Molly)
বিস্তৃতি (Distribution)
মধ্য আমেরিকা (বিশেষত ভেনিজুয়েলা, কলোম্বিয়া ও মেক্সিকো) এদের মূল আবাসস্থল। এছাড়াও অনেক ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেও (Caribbean islands) এদের দেখা মেলে। এ্যাকুয়ারিয়ামের মাছ হিসেবে সারা পৃথিবীতেই দেখা মেলে বিশেষত ইউরোপ, জাপান, সিঙ্গাপুর, দক্ষিণপূর্ব এশিয়া ইত্যাদি।
সংরক্ষণ অবস্থা (Conservation status)
অজানা
দৈহিক গঠন (Morphology)
লম্বা দেহ পার্শ্বীয়ভাবে চাপা। কালো মলির পুচ্ছ পাখনা দ্বিখণ্ডিত এবং উভয় খণ্ডের প্রান্ত তীক্ষ্ণ আকার লাভ করেছে। বর্ণ ছাড়াও এই বৈশিষ্ট্য থেকে কালো মলিকে মলির অন্যান্য ভ্যারাইটি থেকে আলাদা করা যায়। কালো মলি ছাড়া এর অন্যান্য ভ্যারাইটির পুচ্ছ পাখনা দ্বিখণ্ডিত নয় বরং গোলাকার। বেলুন মলির (সাদা ও কমলা) উদর বেশ স্ফীত হয়ে থাকে যা দেখতে অনেকটাই ফোলানো বেলুনের আকৃতির।
ভ্যারাইটি অনুসারে এরা বিভিন্ন বর্ণের হয়ে থাকে। যথা- কালো মলি সম্পূর্ণভাবে কালো হয়ে থাকে। অন্যদিকে সাদা মলি পুরোটাই সাদা। মিশ্র-বর্ণ মলির দেহে সাদা ও কালো বর্ণের ছোপ দেখতে পাওয়া যায়। বেলুন মলির দুটি বর্ণ দেখতে পাওয়া যায়, যার একটি সাদা অন্যটি কমলা। কমলা বেলুন মলির দেহে কমলা বর্ণের মাঝে লম্বালম্বিভাবে সাদা রঙের দাগ দেখতে পাওয়া যায়।
সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length)
পুরুষেরা দশ সেমি এবং স্ত্রীরা এগার সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে (Thomas et al., 2003)। Seriouslyfish (2014) অনুসারে এদের পুরুষেরা ৩.২ ইঞ্চি বা ৮ সেমি এবং স্ত্রীরা ৪.৮ বা ১২ সেমি হয়ে থাকে। বাংলাদেশে রেকর্ডকৃত দৈর্ঘ্য ৬.৭ সেমি (Galib and Mohisn, 2011)।
আবাস্থল (Habitat)
এরা মূলত উপকূলীয় এলাকার ঈষৎ-নোনা উষ্ণ-জলের মাছ। তবে উপসাগর ও স্বাদু পানিতেও এদের দেখা মেলে। এরা অভিপ্রয়াণ করে না। এরা জলাশয়ের তলদেশের নিকটবর্তী জলে বাস করে (Fishbase, 2014)।
খাদ্য এবং খাদ্যাভ্যাস (Food and feeding habit)
প্রকৃতিতে এরা সর্বভুক অর্থাৎ উদ্ভিদ ও প্রাণী উভয় ধরনের খাবারই খেয়ে থাকে। জলাশয়ের তলাবাসী প্রাণী (zoobenthos) ও আবর্জনা (detritus) এদের প্রথম পছন্দ। এ্যাকুয়ারিয়ামে এরা টিউবিফেক্স (Tubifex) ও শুকনা প্যাকেটজাত খাবার খেয়ে থাকে (Akhter, 1995)।
জীবনকাল ও প্রজনন (Lifecycle and Breeding)
এর জীবনকাল ৩-৫ বছর (Fishlore, 2014)। স্ত্রীদের চেয়ে পুরুষেরা তুলনামূলক লম্বাটে গড়নের। অন্যদিকে স্ত্রীরা পুরুষের তুলনায় গড়নে গোলগাল। পরিণত পুরুষের পায়ু পাখনা গনোপোডিয়ামে (gonopodium) রূপান্তরিত হয় যা প্রজননে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পুরুষেরা স্ত্রীদের চেয়ে অনেক বেশী উজ্জ্বল ও বর্ণিল।
এরা অণ্ডজরায়ুজ (Ovoviviparous) অর্থাৎ মায়ের দেহাভ্যন্তরে এদের ভ্রূণীয় পরিস্ফুটন সম্পন্ন হয় এবং পরিস্ফুটন শেষে পূর্ণাঙ্গ বাচ্চা প্রসব করে। তবে পরিস্ফুটনের সময় প্রয়োজনীয় পুষ্টি উপাদান মায়ের কাছ থেকে না পেয়ে কুসুম থেকে পেয়ে থাকে। এ্যাকুয়ারিয়ামে সহজেই এদের প্রজনন করানো যায়। এদের ভ্রূণীয় পরিস্ফুটনের জন্য চার সপ্তাহ সময় প্রয়োজন হয়। এক দফায় মায়েরা একশত থেকে একশত বিশটি পর্যন্ত বাচ্চা প্রসব করে থাকে।
প্রজননের জন্য প্রজনন এ্যাকুয়ারিয়ামে একটি পুরুষের বিপরীতে একাধিক স্ত্রী রাখা আবশ্যক। পরিণত মাছেরা সদ্যজাত বাচ্চা খেয়ে ফেলে বিধায় নিষেকের পরপরই পুরুষদের এবং প্রসবের পরপরই মায়েদের আলাদা এ্যাকুয়ারিয়ামে স্থানান্তর করতে হয়। বাচ্চারা ব্রাইন শ্রিম্পের নিওপ্লি লার্ভা (brine shrimp nauplii) অথবা প্যাকেটজাত গুড়া খাবার (powdered flake) খেতে পারে এবং দ্রুত বড় হয়।
উপযোগী পরিবেশ (Suitable Environment)
এরা শান্ত মাছ। অন্য মাছের জন্য ক্ষতিকর নয় বিধায় অন্যান্য মাছের সাথে একই এ্যাকুয়ারিয়ামে রাখা যায়। জলজ উদ্ভিদ রয়েছে এমন এ্যাকুয়ারিয়াম এদের জন্য ভাল।
Seriouslyfish (2014) অনুসারে এদের জন্য ন্যুনতম এ্যাকুয়ারিয়ামের আকার ৩৬ x১২ x১২ ইঞ্চি বা ৯০ x৩০ x৩০ সেমি। পানির তাপমাত্রা ৭০-৮২° ফা বা ২১-২৮° সে. পিএইচ ৭-৮.৫ এবং হার্ডনেস ১৫-৩০ dH । অন্যদিকে Fishlore (2014) অনুসারে এদের অনুকূল তাপমাত্রা ৭০-৮২° ফা. বা ২১-২৮° সে., হার্ডনেস ১০-২৫° dH, পিএইচ ৭.৫-৮.৫।
এ্যাকুয়ারিয়ামের স্বাদুপানিতে এদের যেমন অভ্যস্ত করানো যায়। তেমনই সামুদ্রিক এ্যাকুয়ারিয়ামেও (marine aquarium) এরা দিব্যি বেঁচে থাকে।
রোগ (Diseases)
এ্যাকুয়ারিয়ামে এদের রোগ সম্পর্কিত তথ্য পাওয়া যায় না।
অর্থনৈতিক গুরুত্ব (Economic importance)
এ্যাকুয়ারিয়ামের মাছ বা বাহারি মাছ হিসেবে পৃথিবীব্যাপী এর গুরুত্ব রয়েছে। সারা পৃথিবীতেই এর চাহিদা থাকায় এবং সহজেই প্রজনন করানো যায় বিধায় এ্যাকুয়ারিয়ামের বাহারি মাছ হিসেবে এর উৎপাদন বাড়িয়ে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব।
অত্যন্ত প্রজনন-ক্ষম হওয়ায় প্রাকৃতিক পরিবেশে দৈবক্রমে অবমুক্ত হয়ে গেলে দেশীয় মাছের উপর ক্ষতিকর প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে এই মাছ মানুষের জন্য ক্ষতিকর বলে বিবেচিত নয়।
বাজার মূল্য:
আমাদের দেশে প্রতি জোড়া মলি ভ্যারাইটি, বয়স ও আকার অনুযায়ী ৩০-৬০ টাকায় বিক্রি হয় (Galib and Mohsin, 2011)।
তথ্য সূত্র (References)
- Akhter MS 1995. Aquarium Guide (in Bengali), published by Echo Aqua Fisheries Project, 1/6
- Fishbase 2014. Species Summary: Poecilia sphenops Valenciennes, 1846; Molly. Retrieved on February 27, 2014.
- Fishlore 2014. Mollies, Molly Fish, Tropical Fish Information, retrieved on February 27, 2014.
- Galib SM and Mohsin ABM 2011. Cultured and Ornamental Exotic Fishes of Bangladesh: Past and Present. LAP LAMBERT Academic Publishing. 176pp.
- Romero P 2002. An etymological dictionary of taxonomy. Madrid, unpublished.
- Seriouslyfish 2014. Poecilia sphenops, Short-finned Molly/Black Molly. Retrieved on February 27, 2014.
- Thomas PC, Rath SC and Mohapatra KD 2003. Breeding and Seed Production of Fin Fish & Shell Fish (Foreword by Dr. T.V.R. Pillay), Daya Publishing House, Delhi 110035, India, 377 p.
Visited 3,923 times, 1 visits today | Have any fisheries relevant question?