ফিশারীজ বিভাগের আত্মকথা

আহা মজা! কি দারুণ! লাগছে আমার আজ দেখছি গায়ে জন্মদিনের নতুন নতুন সাজ। চারপাশে মোর বাজছে শুধু হাজার সুরের বীন সত্যিই কি? আজকে আমার শুভ জন্মদিন? ব্যস্ত সকল মানুষগুলো ছুটছে নানান কাজে তারই ফাঁকে সবাই যে আজ মিলছে সবার মাঝে।

করোটিক স্নায়ুর কাব্য

জন্ম থেকেই দেখছো চোখে নিচ্ছ নাকে ঘ্রাণ বলছ কথা কথা মনের সুখে শুনছে তোমার কান। পড়ছে তোমার চোখের পলক নড়ছে কত পেশী মজার খাবার নিলেই মুখে স্বাদ পেয়ে হও খুশী। কিন্তু কেন হচ্ছে এসব প্রশ্ন কি হয় মনে? আমার কাজের

প্রাণী বর্ণমালা

লক্ষ লক্ষ প্রাণীর মাঝে বসত করি ভাই কটা প্রাণী তেমন ভাবে চিনতে বল পাই। ছোট্ট জীবন-স্বল্প সময় তবুও সাধ মনে হতো যদি জানা শোনা সকল প্রাণীর মনে। তাইতো এলেন যুগে যুগে প্রাণীবিদ কত পথ দেখালেন চিনে নেবার প্রাণী আছে যত।