বিডিফিশ কি?
আভিধানিক ভাবে বিডিফিশ হচ্ছে BdFISH (Bangladesh Fisheries Information Share Home) এর বাংলা রূপ যা ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ারের একটি অনলাইন মঞ্চ হিসেবে কাজ করে থাকে। কিন্তু আমাদের কাছে বিডিফিশ একটি প্রত্যাশার নাম। আমাদের প্রত্যাশা বাংলাদেশের ফিশারীজ বিষয়ক তথ্য এক মঞ্চে নিয়ে আসা এবং পরস্পরের সাথে শেয়ার করা।

বিডিফিশের লক্ষ ও উদ্দেশ্য কি?
বিডিফিশের একমাত্র লক্ষ বাংলাদেশের মৎস্য বিষয়ক তথ্য পরস্পরের সাথে শেয়ারের উদ্দেশ্যে একটি একটি অনলাইন প্লাটফর্ম প্রতিষ্ঠিত করা। বর্তমানে সে লক্ষ ও উদ্দেশ্য পূরণে বিডিফিশ টিম কর্তৃক বাংলা (বিডিফিশ বাংলা) ও ইংরেজি (BdFISH) ভাষায় দুটি সাইট পরিচালনার পাশাপাশি বিডিফিশ ডকুমেন্ট, বিডিফিশ ইভেন্ট বিডিফিশ কুইজ ইত্যাদি প্রকাশিত হয়ে আসছে।

বিডিফিশ টিম কি?
বিডিফিশের লক্ষ ও উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে যারা এতে লেখক, সম্পাদক ও এডমিন হিসেবে অংশ গ্রহণ করে থাকেন তাদেরকে নিয়ে বিডিফিশ টিম গঠিত হয়ে থাকে। টিমের কার্যকাল এক বছর (জানুয়ারি থেকে ডিসেম্বর) অর্থাৎ বিডিফিশের কার্যক্রমে অংশগ্রহণের মাত্রার উপর ভিত্তি করে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বছরভিত্তিক বিডিফিশ টিম গঠিত হয়ে থাকে যা প্রতিনিয়ত হালনাগাদ করা হয়।

বিডিফিশে অংশগ্রহণের মাত্রা কিভাবে নির্ধারণ করা হয়ে থাকে?
বিডিফিশে অংশগ্রহণের মাত্রা নির্ধারণ করা হয় অংশগ্রহণকারীর কার্যকলাপ, দায়িত্ব ও কর্তব্যের মাত্রার উপর ভিত্তি করে। নিচে বিডিফিশে অংশগ্রহণের মাত্রার স্তরবিন্যাস দেয়া হল-

  • পাঠক ও শুভাকাঙ্ক্ষী: যিনি আমাদের সাইটে নিয়মিত আসেন ও আমাদের তথ্য অন্যের সাথে শেয়ার করেন।
  • কন্ট্রিবিউটর: যিনি কোন প্রকাশিত/অপ্রকাশিত লেখা, ছবি, ভিডিও, অন্যান্য ডকুমেন্ট ইত্যাদি প্রকাশের জন্য সরবরাহ করে থাকেন।
  • মন্তব্যকারী: যিনি আমাদের সাইটে মন্তব্য প্রকাশ করেন।
  • অতিথি লেখক: যিনি বিডিফিশের লক্ষ ও উদ্দেশ্যের সাথে একমত পোষন করে/না করে লেখা প্রকাশ করে থাকেন। সাধারণত শুরুতে একজন লেখক অতিথি লেখক হিসেবে আমাদের সাথে যোগ দেন এবং সেসময় তিনি সরাসরি তার লেখা প্রকাশ ও সম্পাদনার অধিকার অর্জন করেন না।
  • লেখক: যিনি সরাসরি নিজের লেখা প্রকাশ ও সম্পাদনার অধিকার অর্জন করেছেন। এমন কি নিজের লেখায় প্রদত্ত মন্তব্য সম্পাদনার অধিকারও অর্জন করেছেন।
  • সম্পাদক: যিনি প্রকাশিত সকল লেখা ও মন্তব্য সম্পাদনার অধিকার অর্জন করেছেন এবং সাইট ব্যবস্থাপনাসহ বিডিফিশের কার্যক্রম পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করে থাকেন।

কারা বিডিফিশে অংশ নিতে পারেন?
বিডিফিশে অংশ নেয়ার জন্য ফিশারীজ বিষয়ক তথ্য শেয়ার করার আগ্রহ থাকাই যথেষ্ট। আগ্রহীরা শুরুতে নিয়মিত পাঠক ও শুভাকাঙ্ক্ষী হয়ে, কন্ট্রিবিউটর, মন্তব্যকারী, অতিথি লেখক, লেখক এমন কি এডমিনের দায়িত্ব পালনের মাধ্যমে এখানে অংশ নিতে পারেন।

কিভাবে বিডিফিশে অংশ গ্রহণ করবো?
আপনি খুব সহজে আমাদের ইমেইল ঠিকানায় (submit) প্রকাশের জন্য আপনার লেখাটি পাঠিয়ে বিডিফিশে অংশ নিতে পারেন। আর যে কেউই করতে পারেন মন্তব্য, প্রকাশের জন্য পাঠাতে পারেন কোন ডকুমেন্ট, নিদেনপক্ষে হতে পারেন নিয়মিত পাঠক ও শুভাকাঙ্ক্ষী।

বিডিফিশে কিভাবে তথ্য শেয়ার করবো?
আপনার জানা ফিশারীজ বিষয়ক তথ্য ফিচারের আদলে লিখে সংযুক্ত ফাইল (attached file) হিসেবে আমাদের এই ইমেইল ঠিকানায় (submit) ইমেইল করুন। উপযুক্ত লেখা অতিথি লেখকের লেখা হিসেবে প্রকাশিত হতে থাকবে। লেখা শুরুর আগে লেখার ধরণ সম্পর্কে অভিজ্ঞতা পেতে আমাদের প্রকাশিত ফিচার পড়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিডিফিশে কোন ধরনের তথ্য শেয়ার করবো?
লেখা অবশ্যই ফিশারীজ বিষয়ক হতে হবে। লেখা তথ্যবহুল ও যুক্তিসঙ্গত হওয়া বাঞ্ছনীয়। লেখা বাংলা অথবা ইংরেজি ভাষায় নিজস্ব স্টাইলে লিখতে হবে। সেকেন্ডারি তথ্য ব্যবহার করলে অবশ্যই তথ্যসূত্রসহ উল্লেখ করতে হবে। অন্যের লেখা বা লেখার অংশ বিশেষ হুবহু (কপি-পেস্ট) প্রকাশ করা যাবে না (তথ্যসূত্রসহ উল্লেখ করার পরও)। কোন লেখার বা মন্তব্যের মাধ্যমে কোন জাতীয় বা আন্তর্জাতিক আইন (যেমন কপি রাইট আইন) অমান্য করা যাবে না। বিস্তারিত নীতিমালা ও শর্তাবলী এখানে। এর আগে কোথাও প্রকাশিত হয় নি এমন লেখা আমরা অগ্রাধিকার দিয়ে থাকি।

 

বিডিফিশ বাংলার লেখক হওয়ার জন্য আপনার লেখাটি পাঠিয়ে দিন submitএই ইমেইল ঠিকানায়।

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.