বাংলাদেশের স্বাদুপানির বিশালাকৃতির মাছের মধ্যে দেশী পাঙ্গাস অন্যতম। এর বৈজ্ঞানীক নাম Pangasius pangasius. রাজশাহী শহরের সাহেব বাজার মাছের বাজারে ১২ থেকে ১৫ কেজি ওজনের দেশী পাঙ্গাস লক্ষ্য করা গেছে। বর্তমানে রাজশাহী শহরের পাশ দিয়ে প্রবাহিত পদ্মা নদীতে জাল ও তাগি ব্যবহার করে ব্যাপকহারে দেশী পাঙ্গাসের পোনা নিধন করা হচ্ছে যাদের আকার ৫ থেকে ১০ সেন্টিমিটারের মধ্যে। শহরের মতিহারের জাহাজঘাট এলাকায় গিয়ে দেখা যায় নদীর পাড় দিয়ে সারি বেধে ছোট-বড় নানান বয়সের মানুষ জাল ও তাগি ব্যবহার করে মাছ ধরছে এবং ধৃত মাছের অধিকাংশই দেশী পাঙ্গাসের পোনা। তাগি ব্যবহার করে একজন দৈনিক প্রায় ৭০-১০০ টি পোনা পাঙ্গাস শিকার করছে। বর্তমানে জাহাজঘাট এলাকার প্রায় অর্ধ-কিলোমিটার এলাকাতেই প্রায় ৫০-৬০ জন মাছশিকারী প্রতিদিনই তাগির সাহায্যে মাছ ধরছে শুধুমাত্র শখের বশে বা বাড়িতে খাবার উদ্দেশ্যে। একই অবস্থা লক্ষ্য করা যায় আশেপাশের অন্যান্য এলাকাতেও। এ ব্যাপারে মৎস্যশিকারীদের সাথে কথা বলে দেখা গেছে যে তাদের মধ্যে পোনা মাছ ধরা সম্পর্কিত সচেতনতার অভাব রয়েছে। উক্ত এলাকায় সরকারী বা বেসরকারী উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি বা পোনা মাছ নিধন বিষয়ে কোন কার্যক্রম লক্ষ্য করা যায় নি।
________________________________________________________
সরেজমিন পর্যবেক্ষনের তারিখ: অক্টোবর ২৩, ২০০৯
তাগি: বরশিযুক্ত এক ধরনের মাছ ধরার সরঞ্জাম যা সাধারণত লম্বা সূতার সাহায্যে জলাশয়ের অভ্যন্তরে ছুড়ে দেয়া হয় এবং বরশি সংলগ্ন সূতার সাথে একটি ডুবক (Sinker/weight) যুক্ত থাকে যা বরশিকে পানির নীচে ডুবতে সাহায্য করে।


Visited 320 times, 1 visits today | Have any fisheries relevant question?
পদ্মায় দেশী পাঙ্গাসের পোনা নিধন

Visitors' Opinion

শামস মুহাম্মদ গালিব

প্রভাষক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ। প্রাক্তন শিক্ষার্থী, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ইমেল: thegalib@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.