কৃষি বিষয়ক বাংলা সাইট ই-কৃষি তে ফিশারীজের বেশকিছু বিষয়াবলী রয়েছে যা মৎস্য চাষি, ফিশারীজের শিক্ষার্থী, গবেষক, শিক্ষক, উদ্যোক্তা, ব্যবসায়ী, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট অন্যান্য সকলের জন্য উপকারী ও গুরুত্বপূর্ণ। সাইটটির “আমাদের কথা” পাতায় বলা হয়েছে “তথ্যকে যদি ধরা হয় উন্নয়নের প্রধান বাহন, তাহলে ই বা ইলেক্ট্রনিক প্রবাহকে ধরতে হবে তথ্যপ্রবাহের মূল শক্তি। এই ই-প্রবাহকে যতটা কার্যকর ও টেকসইভাবে কাজে লাগানো যাবে, ততটা দ্রুত পূরণ করা যাবে অভীষ্ট লক্ষ্য। তথ্যপ্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক নেটওয়ার্ক গড়ে তুলে কৃষকদের তথ্য সমৃদ্ধ করে তুলতে সহয়তা করবে ই-কৃষি। … কৃষকেরা সময়মত সঠিক তথ্য ও পরামর্শ পায় না। তাদের প্রয়োজনিয় তথ্য সঠিক সময়ে পৌছে দিতে আমাদের এই তথ্যপ্রযুক্তি নির্ভর প্রয়াস।”
এছাড়াও ই-কৃষির মূল লক্ষ্য হিসেবে এখানে বলা হয়েছে-
- কৃষির জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ নির্ভরযোগ্যভাবে কৃষক, কৃষিজাত পণ্যের ব্যবসায়ী, সংশ্লিষ্ট গবেষকও বিজ্ঞানী, পরিকল্পনাবিদ, ভোক্তা ইত্যাদি গোষ্ঠীর কাছে পৌছে দেওয়া।
- কোন সময়ে কি চাষ করা দরকার, বীজের গুণাগুণ, মাটির স্বাস্থ্য পরীক্ষা, সারের সঠিক মাত্রা, বালাই প্রতিকারের উপায়, উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্য বাজারদর ইত্যাদি কৃষকদের দৈনন্দিন তথ্যের চাহিদা পূরনে বাংলা তথ্যভান্ডার গড়ে তোলা।
ই-কৃষি সাইটের ফিশারীজ সংশ্লিষ্ট পাতা সমূহ সাইটের বিভাগ অনুসারে নিচে উপস্থাপন করা হল। আমরা প্রত্যাশা করি এসব তথ্য আপনাকে আপনার মৎস্য বিষয়ক তথ্য চাহিদার পূরণে কিছুটা হলেও সহায়ক হবে।
কৃষি তথ্য বিভাগঃ
এই বিভাগে কৃষি বিষয়ক অন্যান্য তথ্যের পাশাপাশি রয়েছে মৎস্যচাষ বিষয়ক তথ্যও। এছাড়াও রয়েছে সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে “সংবাদপত্রে কৃষির খবর“যেখানে কৃষির খবরের পাশাপাশি মৎস্য বিষয়ক খবরও রয়েছে। এখানে প্রকাশিত খবরের তথ্যসূত্র উল্লেখ না থাকাটা কমতি হিসেবেই চিহ্নিত হবে।
চাকুরী বিভাগঃ
ফিশারীজ সংশ্লিষ্ট চাকুরীর তথ্য নিয়ে এই বিভাগে রয়েছে এই পাতাটি।
ইয়োলোপেজ বা ডিরেক্টরী বিভাগঃ
এই বিভাগে ফিশারীজ সংশ্লিস্ট বেশ কয়েকটি পাতা রয়েছে যেমন-
ছবি গ্যালারী বিভাগঃ
এই বিভাগে দেশী মাছ নিয়ে রয়েছে এই পাতাটি যা ধন্যবাদ পাবার যোগ্য কিন্তু ছবিগুলোর দৈর্ঘ্য প্রস্থের অনুপাত যথাযথভাবে প্রদর্শিত না হওয়ায় ছবিগুলো ভালভাবে দেখা যাচ্ছে না তা দ্রুতই ঠিক করা প্রয়োজন।
কৃষি জিজ্ঞাসা বিভাগঃ
কৃষি জিজ্ঞাসা বিভাগের এই পাতা থেকে আপনার সমস্যা জানাতে পারবেন। এছাড়াও এই পাতায় রয়েছে ইতোমধ্যে জিজ্ঞাসিত ফিশারীজ বিষয়ক প্রশ্ন ও উত্তর।
কৃষি বই পরিচিতি বিভাগঃ
এই বিভাগে মৎস্যবিষয়ক বই পরিচিতি এর একটি উপবিভাগ রয়েছে।
জরুরী যোগাযোগ বিভাগঃ
বিভাগটি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। এখানে জেলা/উপজেলা অনুসারে বিশেষজ্ঞদের নাম-ঠিকানা যোগ করা হবে বলে প্রত্যাশা করা যায়।
কৃষিযন্ত্র বিভাগঃ
এই বিভাগে ফিশারীজ বিষয়ক কোন যন্ত্রের নাম এখনও যোগ করা হয়নি তবে ভবিষ্যতে হবে বলে আশা করা যায়।
ভিডিও বিভাগঃ
এই বিভাগেও ফিশারীজ বিষয়ক কোন ভিডিও আপাতত নেই। প্রত্যাশা করি অচিরেই যোগ হবে।
সবকিছু মিলিয়ে বলা যায় বাংলা ভাষায় দেশের কৃষি বিষয়ক এই তথ্যভাণ্ডার কৃষকদের দৈনন্দিন তথ্যের চাহিদা পূরনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।
এই সাইটের সাথে যোগাযোগ করা যাবে এই পাতা থেকে।
Visited 2,339 times, 1 visits today | Have any fisheries relevant question?