শ্রেণিবিন্যাসবিদ্যা বইটির প্রচ্ছদ
শ্রেণিবিন্যাসবিদ্যা বইটির প্রচ্ছদ

এক নজরে “শ্রেণিবিন্যাসবিদ্যা”

শিরোনাম শ্রেণিবিন্যাসবিদ্যা
উপশিরোনাম প্রাণীর শ্রেণিবিন্যাসবিষয়ক
লেখক মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশক গোলাম মঈনউদ্দীন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা-১০০০
প্রথম প্রকাশ আষাঢ়, ১৪০৬ (জুন, ১৯৯৯)
প্রচ্ছদ আনওয়ার ফারুক
মোট পৃষ্ঠা ২৪৯
মূল্য বাংলাদেশী টাকা ১২০.০০ (একশত বিশ) মাত্র
ISBN 984-07-3973-5

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলি অন্তর্ভুক্ত রয়েছে যা ফিশারীজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পুরণ করবে তা প্রত্যাশা যায়।

অধ্যায় শিরোনাম
প্রথম শ্রেণিবিন্যাস বিজ্ঞান
দ্বিতীয় প্রজাতি ক্যাটেগরি
তৃতীয় বহুরূপী প্রজাতি জনতা বৈচিত্র্যবিদ্যা ও অন্তঃপ্রজাতি ক্যাটেগরি
চতুর্থ জৈবিক শ্রেণিবিন্যাসের নীতিমালা ও এর ইতিহাস
পঞ্চম ক্যাটেগরির ক্রমোচ্চ অবস্থান ও উচ্চতর ট্যাক্সা
ষষ্ঠ শ্রেণিবিন্যাসের নিমিত্তে নমুনা সংগ্রহ ও সনাক্তকরণ পদ্ধতি
সপ্তম শ্রেণিবিন্যাসে ব্যবহৃত বৈশিষ্ট্য
অষ্টম তারতম্যের গুণগত ও সংখ্যাগত বিশ্লেষণ
নবম প্রজাতি পর্যায়ে শ্রেণিবিন্যাসবিষয়ক সিদ্ধান্ত
দশম শ্রেণিবিন্যাসকরণ প্রণালী
একাদশ প্রাণির নামকরণের আন্তর্জাতিক সংহিতা
দ্বাদশ নামকরণের আইনসমূহের ব্যাখ্যা
ত্রয়োদশ প্রজাতির রকম ও টাইপ
চতুর্দশ সনাক্তকরণ

.


Visited 537 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতিঃ শ্রেণিবিন্যাসবিদ্যা

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.