আমাদের মধ্যে যারা মাছ চাষ এবং মৎস্য সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত তারা প্রায়ই পেশা সংশ্লিষ্ট নানাবিধ পরামর্শের প্রয়োজন অনুভব করে থাকেন। এবং অগ্রসর ব্যক্তিরা দরকারী পরামর্শ গ্রহণ ও অন্যান্য প্রয়োজনে তার নিজ জেলা বা উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। ফলে তাদের নিজ নিজ জেলা বা উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সে বিষয়টিকে সামনে রেখে নতুনদের জন্য রাজশাহী বিভাগীয় মৎস্য অফিস এবং রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য এখানে দেয়া হল। প্রত্যাশা করছি তা সবারই কমবেশী উপকারে আসবে।
রাজশাহী বিভাগীয় মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য-
কর্মকর্তা |
টেলিফোন |
ফ্যাক্স |
ইমেইল |
উপ-পরিচালক |
০৭২১-৭৬০১৮৪ |
০৭২১-৭৬০১৮৪ |
|
সহকারী পরিচালক |
০৭২১-৮৬০০০২ |
||
এডি, প্রকল্প* | ০৭২১-৮৬০৫৯০ | ||
বৈজ্ঞানিক কর্মকর্তা | ০৭২১-৮৬১৫০১ |
* ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প
.
রাজশাহী বিভাগের সকল জেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য-
জেলা |
টেলিফোন |
ফ্যাক্স |
ইমেইল |
চাঁপাইনবাবগঞ্জ |
০৭৮১-৫৫৪৮২ |
০৭৮১-৫৫৪৮২ |
dfo.chapainawabganj@fisheries.gov.bd |
জয়পুরহাট |
০৫৭১-৬২২২৪ |
dfo.joypurhat@fisheries.gov.bd |
|
নওগাঁ |
০৭৪১-৬২৫৮৫ |
০৭৪১-৬২৫৮৫ |
dfo.naogaon@fisheries.gov.bd |
নাটোর |
০৭৭১-৬২৫৯০ |
dfo.natore@fisheries.gov.bd |
|
পাবনা |
০৭৩১-৬৬০৬৮ |
০৭৩১-৬৪৫১৫ |
dfo.pabna@fisheries.gov.bd |
বগুড়া |
০৫১-৬০৫৭০ |
০৫১-৬০৫৭০ |
dfo.bogra@fisheries.gov.bd |
০৭২১-৭৬০২৪৫ |
dfo.rajshahi@fisheries.gov.bd |
||
সিরাজগঞ্জ |
০৭৫১-৬২১৩৭ |
০৭৫১-৬২১৩৭ |
dfo.sirajganj@fisheries.gov.bd |
পুনশ্চঃ
- জেলার নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে দেয়া হয়েছে।
- প্রতিটি জেলার নামের সংযুক্তি অনুসরণ করে সেই জেলার মৎস্য সংশ্লিষ্ট অফিস সমূহের (যেমন উপজেলা মৎস্য অফিস, মৎস্য বীজ উৎপাদন খামার, নানাবিধ প্রকল্প ইত্যাদি) সাথে যোগাযোগের তথ্য পাওয়া যাবে।
তথ্যসূত্রঃ
- রাজশাহী বিভাগের সকল জেলা মৎস্য অফিসের ওয়েবপেজ ও জেলা তথ্য বাতায়ন।
- জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ সংকলন, ২১-২৭ জুলাই ২০১০, মৎস্য অধিদপ্তর, ঢাকা।
পুনঃ পুনশ্চ:
নিচের সংযুক্তি অনুসরণ করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিভাগীয় মৎস্য অফিস এবং ঐ বিভাগের অন্তর্ভূক্ত সকল জেলার জেলা ও উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য পেতে পারেন:
খুলনা – চট্টগ্রাম – ঢাকা – বরিশাল – রংপুর – রাজশাহী – সিলেট
নিচের সংযুক্তি অনুসরণ করে আপনি সরাসরি আপনার কাঙ্ক্ষিত জেলা মৎস্য অফিস এবং ঐ জেলার অন্তর্ভূক্ত সকল উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য পেতে পারেন:
কক্সবাজার – কুমিল্লা – কুড়িগ্রাম – কুষ্টিয়া – কিশোরগঞ্জ – খাগড়াছড়ি – খুলনা – গাইবান্ধা – গাজীপুর – গোপালগঞ্জ – চট্টগ্রাম – চাঁদপুর – চাঁপাইনবাবগঞ্জ – চুয়াডাঙ্গা – জয়পুরহাট – জামালপুর – ঝালকাঠি – ঝিনাইদহ – টাঙ্গাইল – ঠাকুরগাঁও – ঢাকা – দিনাজপুর – নওগাঁ – নরসিংদী – নড়াইল – নাটোর – নারায়নগঞ্জ – নেত্রকোনা – নীলফামারী – নোয়াখালী – পাবনা – পঞ্চগড় – পটুয়াখালী – পিরোজপুর – ফরিদপুর – ফেনী – বগুড়া – বরগুনা – বরিশাল – বাগেরহাট – বান্দরবান – ব্রাহ্মণবাড়িয়া – ভোলা – ময়মনসিংহ – মাগুরা – মাদারীপুর – মানিকগঞ্জ – মেহেরপুর – মৌলভীবাজার – মুন্সিগঞ্জ – যশোর – রংপুর – রাজবাড়ী – রাজশাহী – রাঙ্গামাটি – লক্ষীপুর – লালমনিরহাট – শরীয়তপুর – শেরপুর – সাতক্ষীরা – সিরাজগঞ্জ – সুনামগঞ্জ – সিলেট – হবিগঞ্জ
Visited 741 times, 1 visits today | Have any fisheries relevant question?