আমাদের মধ্যে যারা মাছ চাষ এবং মৎস্য সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত তারা প্রায়ই পেশা সংশ্লিষ্ট নানাবিধ পরামর্শের প্রয়োজন অনুভব করে থাকেন। এবং অগ্রসর ব্যক্তিরা দরকারী পরামর্শ গ্রহণ ও অন্যান্য প্রয়োজনে তার নিজ জেলা বা উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ রক্ষা করে চলেন। ফলে তাদের নিজ নিজ জেলা বা উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগ করার প্রয়োজনীয়তা দেখা দেয়। সে বিষয়টিকে সামনে রেখে নতুনদের জন্য সিলেট বিভাগীয় মৎস্য অফিস এবং সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য এখানে দেয়া হল। প্রত্যাশা করছি তা সবারই কমবেশী উপকারে আসবে।

সিলেট বিভাগীয় মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য-

 

কর্মকর্তা

টেলিফোন

ফ্যাক্স

ইমেইল

উপ-পরিচালক

০৮২১-৮১০৫৩৩

সহকারী পরিচালক

০৮২১-৭২৩২৫৭

সিলেট বিভাগের সকল জেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য-

 

জেলা

টেলিফোন

ফ্যাক্স

ইমেইল

মৌলভীবাজার ০৮৬১-৫২৮১৩ dfo.moulvibazar@fisheries.gov.bd
সুনামগঞ্জ

০৮৭১-৫৫৪৯০

dfo.sunamganj@fisheries.gov.bd

সিলেট

০৮২১-৭১৬২৪১

০৮২১-৭১৬২৪১

dfo.sylhet@fisheries.gov.bd

হবিগঞ্জ

০৮৩১-৫২৫৪০

dfo.habiganj@fisheries.gov.bd

পুনশ্চঃ

  • জেলার নাম বাংলা বর্ণমালার ক্রমানুসারে দেয়া হয়েছে।
  • প্রতিটি জেলার নামের সংযুক্তি অনুসরণ করে সেই জেলার মৎস্য সংশ্লিষ্ট অফিস সমূহের (যেমন উপজেলা মৎস্য অফিস, মৎস্য বীজ উৎপাদন খামার, নানাবিধ প্রকল্প ইত্যাদি) সাথে যোগাযোগের তথ্য পাওয়া যাবে।

তথ্যসূত্রঃ

  • সিলেট বিভাগের সকল জেলা মৎস্য অফিসের ওয়েবপেজ ও জেলা তথ্য বাতায়ন।
  • জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ সংকলন, ২১-২৭ জুলাই ২০১০, মৎস্য অধিদপ্তর, ঢাকা।

পুনঃ পুনশ্চ:

নিচের সংযুক্তি অনুসরণ করে আপনি আপনার কাঙ্ক্ষিত বিভাগীয় মৎস্য অফিস এবং ঐ বিভাগের অন্তর্ভূক্ত সকল জেলার জেলা ও উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য পেতে পারেন:
খুলনাচট্টগ্রামঢাকাবরিশালরংপুররাজশাহী – সিলেট

নিচের সংযুক্তি অনুসরণ করে আপনি সরাসরি আপনার কাঙ্ক্ষিত জেলা মৎস্য অফিস এবং ঐ জেলার অন্তর্ভূক্ত সকল উপজেলা মৎস্য অফিসের সাথে যোগাযোগের তথ্য পেতে পারেন:
কক্সবাজারকুমিল্লাকুড়িগ্রামকুষ্টিয়াকিশোরগঞ্জখাগড়াছড়িখুলনাগাইবান্ধাগাজীপুরগোপালগঞ্জচট্টগ্রামচাঁদপুর  – চাঁপাইনবাবগঞ্জচুয়াডাঙ্গাজয়পুরহাটজামালপুরঝালকাঠিঝিনাইদহটাঙ্গাইলঠাকুরগাঁওঢাকাদিনাজপুরনওগাঁনরসিংদীনড়াইলনাটোরনারায়নগঞ্জনেত্রকোনানীলফামারীনোয়াখালীপাবনাপঞ্চগড়পটুয়াখালীপিরোজপুরফরিদপুরফেনীবগুড়াবরগুনাবরিশালবাগেরহাটবান্দরবানব্রাহ্মণবাড়িয়াভোলাময়মনসিংহমাগুরামাদারীপুরমানিকগঞ্জমেহেরপুরমৌলভীবাজারমুন্সিগঞ্জযশোররংপুর  – রাজবাড়ীরাজশাহীরাঙ্গামাটিলক্ষীপুরলালমনিরহাটশরীয়তপুরশেরপুরসাতক্ষীরাসিরাজগঞ্জসুনামগঞ্জসিলেটহবিগঞ্জ


Visited 994 times, 1 visits today | Have any fisheries relevant question?
যোগাযোগ তথ্যঃ বিভাগীয় মৎস্য অফিস, সিলেট

Visitors' Opinion

এ বি এম মহসিন

প্রফেসর, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.