এক নজরে “মাৎস্য সংগ্রহ প্রযুক্তি (দ্বিতীয় খণ্ড)”
শিরোনাম | মাৎস্য সংগ্রহ প্রযুক্তি (দ্বিতীয় খণ্ড) |
উপ-শিরোনাম | মাৎস্য সংগ্রহ উপকরণবিষয়ক |
লেখক | বিষ্ণু দাশ এবং অপরেশ বন্দ্যোপাধ্যায় |
প্রকাশক | গোলাম মঈনউদ্দীন, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা-১০০০ |
প্রথম প্রকাশ | জ্যৈষ্ঠ ১৪০৫ (জুন, ২০০০) |
প্রচ্ছদ | আব্দুর রউফ সরকার |
মোট পৃষ্ঠা | ২০০ |
মূল্য | বাংলাদেশী টাকা ২০০.০০ (দুইশত মাত্র) |
ISBN | 984-07-3963-8 |
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে যা ফিশারীজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পাঠকের এ বিষয়ে জানার কাঙ্ক্ষিত চাহিদা পুরন করবে তা প্রত্যাশা যায়।
অধ্যায় | শিরোনাম |
প্রথম | মাছ সংগ্রহের ফাঁদ |
দ্বিতীয় | মাছ সংগ্রহের জাল |
তৃতীয় | জাল তৈরির সুতা |
চতুর্থ | বেড় জাল |
পঞ্চম | ফাঁস জাল |
ষষ্ঠ | নিক্ষেপণ জাল |
সপ্তম | ছাঁকি জাল |
অষ্টম | টানা জাল |
নবম | থলে জাল |
দশম | খুঁটি জাল |
একাদশ | প্রতিবন্ধক জাল |
দ্বাদশ | অন্যান্য জাল |
Visited 377 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতিঃ মাৎস্য সংগ্রহ প্রযুক্তি (দ্বিতীয় খণ্ড)