বলা হয়ে থাকে মাছে-ভাতে বাঙ্গালী। বাংলা সংস্কৃতির সাথে তাই মাছ মিশে আছে ওতপ্রোতভাবে । বাঙ্গালীর শিল্পকর্মে মাছের প্রাধান্য থাকবে তাই স্বাভাবিক। ২৯ ডিসেম্বর ২০০৯ তারিখে শুরু হওয়া বার্ষিক চারুকলা প্রদর্শনী ২০০৮-২০০৯ এ উপস্থাপিত অনেক শিল্পকর্মও সেটি সমর্থন করে। উক্ত প্রদশর্নীতে আমার তোলা কয়েকটি ছবি যেন সে কথাটিই স্মরণ করে দেয় বারবার।
পুনশ্চঃ
উক্ত প্রদশর্নীতে ছবি তোলার এবং এখানে প্রকাশ করার সুযোগ করে দেবার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত আহ্বায়ক, বার্ষিক চারুকলা প্রদশর্নী কমিটি; সম্মানিত সভাপতি, চারুকলা বিভাগ, রাবি; শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, চারুকলা বিভাগ, রাবি এবং সশ্রদ্ধ শিল্পীবৃন্দের প্রতি যাদের সহযোগিতা ও সমর্থন ছাড়া এই চিত্র গুলো এখানে প্রকাশ করা সম্ভব হত না।
Visited 1,977 times, 1 visits today | Have any fisheries relevant question?