গত বছরের (২০০৯) ২৫ ও ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় মরু শহর লাজামানুতে বৃষ্টির সাথে আকাশ থেকে মাছ পড়ার ঘটনা ঘটেছে। হঠাৎ ঘটে যাওয়া এই বিরল ঘটনায় স্থানীয় অধিবাসীরা হতভম্ব হয়ে যায়। তাদের মধ্যে অনেকে এটাকে আরও বড় ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস মনে করে আরও ভীত হয়ে পড়ে।
বিজ্ঞানীরা মনে করেন টর্নেডো জাতীয় তীব্র ঝড় কোন জলাশয় অতিক্রম করার সময় সেই ঝড়ের ঘূর্ণাবর্তের সঙ্গে পানি সহ মাছ ও অন্যান্য জলজ প্রাণীকে উপরের দিকে তুলে নিয়ে আসে এবং একটা সময় পর বৃষ্টির সাথে ঝরে পড়ে।
এরকম ঘটনা এই প্রথম নয়। এর আগে বৃষ্টির সাথে মাছ পড়ার বা মাছ বৃষ্টির যেসব ঘটনা ঘটেছে সে গুলি হচ্ছে- ১৮৬১ সালের ২২ ফেব্রুয়ারী সিঙ্গাপুরে, ১৯০০ সালের ১৫ মে আইসল্যান্ডে, ২০০৯ সালের ২৪ অক্টোবর ভারতে, ১৯৪৭ সালের ২৩ অক্টোবর লুসিয়ানায়। মাছ ছাড়াও অন্যান্য প্রাণী বৃষ্টির যে সব ঘটনা ঘটে সেগুলো হচ্ছে- ২০০৯ সালের জুন জাপানে ব্যাঙ বৃষ্টি, ১৮৯৪ সালে ইংল্যান্ডে জেলি ফিস বৃষ্টি, ২০০৭ সালের ১১ জুলাই লুসিয়ানায় কীট বৃষ্টি আর একই বছরের ৬ এপ্রিলে আর্জেন্টিনায় মাকড়সা বৃষ্টি।
অস্ট্রেলিয়ার লাজামানু শহরের এই ঘটনার ব্যাখ্যা দেয়া হয় যে এই শহরের ৩২৬ মাইল দূরে যে নদী রয়েছে সেই নদীর ওপর দিয়ে শক্তিশালী একটি ঘূর্ণিঝড় অতিক্রম করার সময় ঘূর্ণাবর্তের সঙ্গে পানিসহ মাছও উঠে এসেছিল এবং ঝোড়ো বাতাসে ভেসে ওই শহরাঞ্চলে এসে পড়ে।
ছবি দেখুন এখানে – ভিডিও দেখুন এখানে
তথ্যসূত্রঃ
- বিপলি’স বিলিভ ইট অর নট, প্রথম আলো, ১১ মে ২০১০।
- উইকিপিডিয়া (English)
- বিবিসি নিউজ
Visited 227 times, 1 visits today | Have any fisheries relevant question?