ফিশারীজ বিষয়ক বাংলা ই-ডকুমেন্টের যথেষ্ঠ অভাব থাকলেও অনেক ডকুমেন্টই ওয়েবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই নানা সাইটে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অনলাইন ডকুমেন্টগুলোর সংযুক্তি এক পাতায় সংকোলন করার উদ্দেশ্যেই এই লেখার অবতারণা।
এই পর্বে রইল মৎস্য অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় থেকে প্রকাশিত বাংলা ই-ডকুমেন্টের সংযুক্তি-
ক. স্মরণিকা/সংকলন
- সংকলন: জাতীয় মৎস্য সপ্তাহ ২০০৯: প্রচ্ছদ এবং ডকুমেন্ট (11.45 MB)।
- সংকলন: মৎস্য সম্পদ উন্নয়ন অভিযান ২০০৮: প্রচ্ছদ এবং ডকুমেন্ট ১ম খণ্ড (4.42 MB) ২য় খণ্ড (4.43 MB)।
- সংকলন: দেশীয় প্রজাতির সংরক্ষণ ও সম্প্রসারণ অভিযান ২০০৭: প্রচ্ছদ এবং ডকুমেন্ট ১ম খণ্ড (4.59 MB) ২য় খণ্ড (3.39 MB)।
- স্মরণিকা: জাতীয় মৎস্য পক্ষ ২০০৫: প্রচ্ছদ এবং ডকুমেন্ট ১ম খণ্ড (7.92 MB) ২য় খণ্ড (6.77 MB)।
- স্মরণিকা: মৎস্য পক্ষ ২০০২: প্রচ্ছদ এবং ডকুমেন্ট (8.67 MB)।
- সংকলন: মৎস্য সপ্তাহ ‘৯৯:প্রচ্ছদ এবং ডকুমেন্ট (11.5 MB)।
খ. পুরস্কার
গ. লিফলেট:
প্রকাশকাল ২০০৯
- ব্রুডমাছ ব্যবস্থাপনা (1.02 MB)
- মৎস্যখাতে ঋণ প্রদান কর্মসূচি (504.26 KB)
- মৎস্য বিষয়ক আইনসমূহ (976.2 KB)
- মাছের রোগ (993.46 KB)
- পোনা মজুদ (681.2 KB)
- মাছে বিষাক্ত ফরমালিনের উপস্থিতি ও মানবদেহে এর ক্ষতিকর প্রভার (802.57 KB)
- দেশীয় মাছের চাষ (1.68 MB)
- কই শিং মাগুর চাষ (1.17 MB)
- মনোসেক্স তেলাপিয়া চাষ (1006.01 KB)
- পাঙ্গাশ চাষ (846.38 KB)।
ঘ. ম্যানুয়াল:
Visited 346 times, 1 visits today | Have any fisheries relevant question?
ফিশারীজ বিষয়ক বাংলা ই-ডকুমেন্ট: পর্ব-১