পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মাছের নাম সেইলফিশ (Sailfish)।
ঘন্টায় ১১০ কিমি বা ৭০ মাইল গতিতে সাঁতার কাটতে পারে যা এই মাছটিকে এনে দিয়েছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মাছের খ্যাতি।
Istiophorus জেনাসের অন্তর্ভুক্ত মোট দুই প্রজাতির সেইলফিশ সারা পৃথিবীজুড়ে সমুদ্রের উষ্ণ জলের এলাকায় বসবাস করে।
ধূসর-নীল বর্ণের এই মাছ এক বছরেই ১.২ থেকে ১.৫ মিটার (৪-৫ ফুট) হয়ে থাকে। সাধারণত এই মাছ ৩ মিটারের (১০ ফুট) বেশী লম্বা হয় না এবং সর্বোচ্চ ওজন ৯০ কেজী হতে পারে।
এর বিস্তৃত পৃষ্ঠপাখনা এবং লম্বা তুণ্ড একে সহজেই অন্য মাছ থেকে বৈচিত্র্যময়তা প্রদান করেছে
তথ্যসূত্রঃ
- প্রথম আলো, ২৭ মার্চ ২০১০, ছুটির দিনে, পাতা-১৭
- সেইলফিস, উইকিপিডিয়া
Visited 1,951 times, 1 visits today | Have any fisheries relevant question?
পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মাছ কোনটি?