
উপকরণ:
- লাউ শাক ডাটাসহ।
 - আলু ফালি করে কাটা।
 - তেলাপিয়া মাছ।
 - পিঁয়াজ বাটা পরিমাণ মত।
 - রসুন বাটা পরিমাণ মত।
 - আদা বাটা পরিমাণ মত।
 - জিরা বাটা পরিমাণ মত।
 - লবণ ও তেল পরিমাণ মত।
 - গুড়া হলুদ,মরিচ পরিমাণ মত।
 - কাঁচা মরিচ ফালি করা।
 
পদ্ধতি:
- মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন।
 - পানি নিংড়ে তা হলুদ,মরিচ গুড়া ও লবণ দিয়ে মাখান।
 - কড়াইয়ে তেল দিয়ে ভাল করে মাছ গুলো ভেজে নিন।
 - ভাজা মাছ তুলে পুনরায় তেল দিয়ে তাতে মসলা কষান।
 - কষানো মসলায় শাক আলু ছেড়ে দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন।
 - পরিমাণ মত লবণ দিন।
 - অল্প পানি দিয়ে তরকারি ঢাকনা দিয়ে ঢেকে দিন।
 - শাক আলু সিদ্ধ হয়ে গেলে উপড়ে মাছ ও কাঁচা মরিচ দিন।
 - তরকারি উল্টেপাল্টে নাড়ুন। খেয়াল রাখবেন যাতে মাছ না ভাঙে।
 - কিছুক্ষণ ঢেকে রান্না করে নামিয়ে নিন।
 
Visited 1,988 times, 2 visits today | Have any fisheries relevant question?
রেসিপি: শাক দিয়ে মাছ
