যশোরের চাঁচড়া এলাকায় রাস্তার পাশে মাছের পোনা বিক্রয়ের দৃশ্য
যশোরের চাঁচড়া এলাকায় রাস্তার পাশে মাছের পোনা বিক্রয়ের দৃশ্য

আমাদের দেশে সে সকল মাছের চাষ করা হয় তার বেশীরভাগই রুই জাতীয় মাছ। এসকল মাছের মধ্যে রয়েছে মেজর কার্প (রুই, কাতলা, মৃগেল ও কালবাউস) ও চাইনিজ কার্প (সিলভার কার্প, বিগহেড কার্প, কমন কার্প ও গ্রাস কার্প)। এসব মাছ ব্যাতীত বেশ কিছু মাছের চাষও আমাদের দেশে হয়ে থাকে যেমন, মাগুর, শিং, থাই পাঙ্গাস ইত্যাদি।

যশোরের চাঁচড়া এলাকা মাছের হ্যাচারী ও মাছের পোনা উৎপাদনের জন্য সবসময়ই বিখ্যাত। এখানে কার্প জাতীয় মাছের পোনা ব্যাতীত বেশ কিছু মাছের পোনাও সহজলভ্য। এসকল মাছের মধ্যে শিং, পাবদা, মাগুর (দেশী, আফ্রিকান ও হাইব্রিড), দেশী কই, চিতল ইত্যাদি। পোনা ব্যবসায়ীরা রাস্তার পাশে প্লাস্টিকের জারে এসকল মাছের পোনার কিছু নমুনা নিয়ে বসে থাকেন। কোন ক্রেতা সেগুলো দেখে তার প্রয়োজনীয় পোনা ক্রয় করতে পারেন। ক্রেতার পছন্দ অনুযায়ী পোনা ব্যবসায়ীরা তাদের পার্শ্ববর্তী পুকুর হতে তাদের পোনা  সরবরাহ করেন। সম্ভবত এই ধরনের পোনা ব্যবসার নমুনা বাংলাদেশে এখানেই একমাত্র। পোনা এভাবে জারে প্রদর্শনের সময় বিক্রেতারা কিছু সময় পর পর জারের পানি পরিবর্তন করে দেন এবং জারের পোনাদের (মাংশাসী) খাবারও সরবরাহ করা হয়। খাবার হিসেবে টিউবিফেক্স সরবরাহ করা হয় যা স্থানীয়ভাবে সংগ্রহকৃত।

চাঁচড়া এলাকায় প্রাপ্ত অ-কার্পজাতীয় মাছের পোনা ও তার দামের তালিকা তুলে ধরা হলো:

দেশী কই (১-১.৫ ইঞ্চি) = প্রতিটি ২ টাকা

আফ্রিকান মাগুর (১-১.৫ ইঞ্চি) = প্রতিটি ৮০ পয়সা

হাইব্রিড মাগুর (১-১.৫ ইঞ্চি) = প্রতিটি ৮০ পয়সা

দেশী মাগুর (১-১.৫ ইঞ্চি) = প্রতিটি ৩ টাকা

শিং  (১.৫-২ ইঞ্চি) = প্রতিটি ৩ টাকা

পাবদা (৩-৩.৫ ইঞ্চি) = প্রতিটি ৫ টাকা

রেড তিলাপিয়া (১-১.৫ ইঞ্চি) = প্রতিটি ১ টাকা

থাই পাঙ্গাস (৪-৪.৫ ইঞ্চি) = প্রতিটি ৭ টাকা

চিতল (১ ইঞ্চি) = প্রতিটি ৩.৫ টাকা

চিতল (৩-৪ ইঞ্চি) = প্রতিটি ২৫ টাকা

এছাড়া কেউ যদি ব্ল্যাককার্প মাছের পোনা ক্রয় করতে চাই তাহলে সেটিও এখানে পাওয়া যায়। ৫-৭ ইঞ্চি আকারের প্রতিটি পোনার মূল্য ৩৫ টাকা।

শিং মাছের পোনা
শিং মাছের পোনা

Visited 4,729 times, 1 visits today | Have any fisheries relevant question?
মৎস্যচাষের জন্য ব্যতিক্রমধর্মী কিছু মাছের পোনা

Visitors' Opinion

শামস মুহাম্মদ গালিব

প্রভাষক, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী, বাংলাদেশ। প্রাক্তন শিক্ষার্থী, ফিশারীজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী-৬২০৫, বাংলাদেশ। বিস্তারিত ইমেল: thegalib@gmail.com

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.