প্রাণী আচরণ বইটির প্রচ্ছদ
প্রাণী আচরণ বইটির প্রচ্ছদ

প্রফেসর কে.এম. আওরঙ্গজেব রচিত “প্রাণী আচরণ” শিরোনামের বইটিতে প্রাণির আচরণের সাথে সংশ্লিষ্ট নানাবিধ বিষয়াবলী সাবলীল ভাষায় অত্যন্ত সুন্দরভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আর চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ের স্নাতক ও ফিশারীজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিষয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের মৎস্য আচরণ বিষয়ক জ্ঞানার্জনে অত্যন্ত সহায়ক হবে তা নিশ্চিত করেই বলা যায়। গ্রন্থটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জী বইটিকে করছে সমৃদ্ধ আর অতি আগ্রহী পাঠকদের আরও তথ্য প্রাপ্তির পথ প্রশস্ত করেছে।

প্রাণী আচরণ বইটির প্রথম প্রকাশ নভেম্বর ২০০১ (কার্তিক ১৪০৮), প্রকাশক মাহ্বুব হাসান (বিপ্লব), স্বত্বাধিকারী, কবির পাবলিকেশন্স, ঢাকা। ১৮৪ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ১৩০ মাত্র।

বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –

  • আচরণ বিজ্ঞানের পরিচয়
    • প্রতিক্রিয়ার ক্রমবিকাশ
    • আচরণের জৈব-রাসায়নিক নিয়ন্ত্রণ
    • আচরণ বিজ্ঞানের ইতিহাস ও বিজ্ঞানী পরিচিতি
    • আচরণ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ শব্দ পরিচিতি
  • উদ্দীপক ও সংবেদন
    • উদ্দীপক ও সংবেদনের স্বরূপ
    • উদ্দীপকের প্রকারভেদ
    • সংবেদনের বৈশিষ্ট্য
    • সংবেদনের প্রকারভেদ
  • প্রতিবর্তী ক্রিয়া
    • প্রতিবর্তী ক্রিয়ার স্বরূপ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
    • প্রতিবর্তী ক্রিয়ার প্রকারভেদ
    • প্রতিবর্তী ক্রিয়ার কার্যপদ্ধতি
    • প্রতিবর্তী ক্রিয়া ও সহজাত আচরণ
    • প্রতিবর্তী চক্র
  • সহজাত আচরণ
    • সহজাত আচরণের স্বরূপ, সংজ্ঞা ও বৈশিষ্ট্য
    • সহজাত আচরণের স্তর ও প্রকারভেদ
    • সহজাত আচরণের মতবাদ
    • সহজাত আচরণের কার্যধারা ও উদাহরণ
  • শিক্ষণ আচরণ
    • শিক্ষণের সংজ্ঞা, স্বরূপ, শর্ত ও প্রকারভেদ
    • শিক্ষণ সম্পর্কিত মতবাদ
    • সহজাত ও শিক্ষণ আচরণের মধ্যে পার্থক্য
  • বুদ্ধি
    • বুদ্ধির সংজ্ঞা ও স্বরূপ
    • বুদ্ধি ও জ্ঞান
    • বুদ্ধি এবং আচরণ
    • বুদ্ধি সম্পর্কিত মতবাদ
  • ওরিয়েন্টেশান
    • ওরিয়েন্টেশানের সংজ্ঞা, কৌশল ও প্রকারভেদ
    • ওরিয়েন্টেশান ও ট্যাক্সেস
    • ট্রপিজম
    • ট্রপিজম ও ট্যাক্সেসের মধ্যে পার্থক্য
    • ট্যাক্সসেস ও রিফ্লেক্সের মধ্যে পার্থক্য
    • ইকোলোকেশন
  • সামাজিক আচরণ
    • সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, স্বরূপ ও স্তর
    • সামাজিক আচরণের সুবিধাদি
    • দলবদ্ধতা ও সমাজবদ্ধতা
    • সামাজিক আচরণ- উঁই পোকা, পিঁপড়া ও মৌমাছি
    • প্রজনন আচরণ- ল্যম্প্রে, তিন কাঁটা স্টিকলব্যাক ও হেরিংগাল
  • বাৎসল্য আচরণ
    • মাছ
    • ব্যাঙ
  • অভিপ্রয়াণ আচরণ
    • মাছ
    • পাখি
  • রাসায়নিক যোগাযোগ
    • ফেরোমোন ও হরমোন
    • ফেরোমোনের প্রকারভেদ
    • মানুষের যৌন আচরণ ও ফেরোমোন

Visited 1,773 times, 1 visits today | Have any fisheries relevant question?
বই পরিচিতি: প্রাণী আচরণ

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.