মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া রচিত “মৎস্য খামার ও পুকুর তৈরির কলাকৌশল” শিরোনামের বইটিতে মৎস্য খামারের স্থান নির্ধারণ এবং পুকুর তৈরির কলাকৌশল ও খামার পরিকল্পনার প্রতিটি বিষয় সাবলীল ভাষায় অত্যন্ত সুন্দরভাবে প্রয়োজনীয় তথ্য উপাত্ত আর চিত্রসহ উপস্থাপন করা হয়েছে। বইটি ফিশারীজ বিষয়ে স্নাতক ও এ্যাকুয়াকালচার বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের নিকট বাংলাদেশের প্রেক্ষাপটে মৎস্য খামার ও পুকুর তৈরির কলাকৌশলের মত কঠিন একটি বিষয়কে বিস্তৃতভাবে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটির শেষে সংযুক্ত গ্রন্থপঞ্জি বইটিকে করছে সমৃদ্ধ আর অতি আগ্রহী পাঠকদের আরও তথ্য প্রাপ্তির পথ দেখিয়ে দিয়েছে যা নিশ্চিত করেই বলা যায়।
মৎস্য খামার ও পুকুর তৈরির কলাকৌশল বইটির প্রথম প্রকাশ জ্যৈষ্ঠ ১৪০৪ (মে ১৯৯৭), প্রকাশক আনিসুর রহমান, পরিচালক (ভারপ্রাপ্ত), পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। আর বইটির প্রচ্ছদ করেছেন- সাযযাদ আনোয়ার মাহমুদ। বইটির ISBN 984-07-3544-6 এবং ১৬০ পৃষ্ঠার বইটির মূল্য বাংলাদেশী টাকা ৭৫ মাত্র।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী স্থান পেয়েছে –
মৎস্য খামারের স্থান নির্ধারণ
- বাংলাদেশের ভূ-প্রকৃতি
- এলাকার জলবায়ু
- ভৌগোলিক জরিপ
- যাতায়াত ব্যবস্থা
- বাজারজাতকরণ
- অন্যান্য অত্যাবশ্যক সুবিধা
- পানি সরবরাহ ব্যবস্থা
- পানি দূষণ
- স্থানের জমির ধরন
- মাটির বুনট ও পানি ধারণ ক্ষমতা
- মাটির ভেদ্যতা
- পানি চোয়ানো
- খামারে প্রয়োজনীয় পানির পরিমাণ
- স্থানের মাটির ধরন
- বাংলাদেশের মাটির ধরন ও মাছ চাষের উপযোগিতা
- স্থানের পানির গুণাবলী
পুকুর তৈরির কলাকৌশল ও খামার পরিকল্পনা
- পুকুরে পানির গভীরতা
- পুকুরের আকার
- মাছের পুকুরের প্রকার
- মাছের পুকুর খনন
- ইটের দেয়াল দ্বারা পুকুর তৈরি পুকুর
- বকচর
- পিট
- পুকুরের তলার পরিকল্পনা
- প্রবেশমুখ
- বহিঃমুখ
- ড্রেইন বা নালা
- পানি গড়ানোর পথ
- নিবিড় মাছ চাষ
- খামার পরিকল্পনা
- পুকুর তৈরির সমন্বিত ধারণা
Visited 3,930 times, 1 visits today | Have any fisheries relevant question?