ফিশারীজ কোন মৌলিক বিজ্ঞান নয় বরং এটি জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের একটি সমন্বিত বিজ্ঞান যা মাছ ও অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব বিশিষ্ট জলজ প্রাণীদের জীবতত্ত্ব, চাষ, আবাসস্থল ব্যবস্থাপনা, আহরণ, প্রক্রিয়াজনকরণ ইত্যাদি বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। তাই ফিশারীজকে বুঝতে হলে অবশ্যই জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়াদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সে উদ্দেশ্য পূরণকল্পে শুরু হল বিডিফিশ বাংলার পূর্বপাঠ অধ্যায়। এলেখার বিষয় পর্ব প্রোটোজোয়া। সাথে রইল কুইজে অংশ নেয়ার সুযোগ।
প্রোটোজোয়া পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য:
- এ পর্বের প্রাণীরা এককোষী এবং এই একটি মাত্র কোষের মাধ্যমে সকল জৈবিক কাজ সম্পন্ন করে থাকে।
- আণুবীক্ষণিক অর্থাৎ অতি ক্ষুদ্র এবং অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া এদেরকে ভাল ভাবে পর্যবেক্ষণ করা ও শনাক্ত করা সম্ভব নয়।
- সাধারণত একাকী (Solitary) তবে অনেক প্রজাতিতে একাধিক সদস্য একত্রে উপনিবেশ (Colony) গঠন করে যদিও তাদের প্রত্যেক সদস্য গঠনগত ভাবে একই রকম এবং কাজের দিক থেকে স্বাধীন।
- খাদ্য গহ্বরের (Food vacuole) অভ্যন্তরে অন্তঃকোষীয় পরিপাক সম্পন্ন হয়ে থাকে।
- অনেক প্রজাতিতে চলনাঙ্গ অনুপস্থিত। যাদের উপস্থিত তাদের চলনাঙ্গ আঙ্গুলের মত ক্ষণপদ (Pseudopodia), চাবুকের মত ফ্লাজেলা (Flagella), চুলের মত সিলিয়া (Cilia), মায়োনিম () অণুসূত্র ইত্যাদি।
- প্রতিকূল পরিবেশে অধিকাংশ প্রাণী সিস্ট (Cyst) গঠন করে
প্রোটোজোয়া পর্বের প্রাণীদের শ্রেণীবিন্যাস:
উপ-পর্ব: সারকোম্যাস্টিগোফোরা (Sarcomastigophora)
- চলনাঙ্গ ক্ষণপদ বা ফ্লাজেলা অথবা উভয়ই।
- এরা একই ধরনের একাধিক নিউক্লিয়াস বিশিষ্ট।
- স্পোর উৎপন্ন করে না।
- সিনগ্যামী (Syngamy) ধরনের যৌন জনন দেখতে পাওয়া যায়।
শ্রেণী: ফাইটোম্যাস্টিগোফোরা (Phytomastigophorea)
- অধিকাংশেই ক্লোরোফিলবাহী (Chlorophyll) ক্রোমাটোফোর (Chromatophore) উপস্থিত।
- পুষ্টিগত দিকে থেকে এরা হলোফাইটিক (Holophytic) অর্থাৎ এরা সূর্যালোকের উপস্থিতিতে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে।
- দেহে সঞ্চিত খাদ্য শর্করা (Starch) অথবা প্যারামাইলন (Paramylon) হিসেবে অবস্থান করে।
- ফ্লাজেলার সংখ্যা সাধারণত ১-২টি, কখনো কখনো ততোধিক।
- উদাহরণ: Euglena viridis, Volvox globator
শ্রেণী: জুম্যাস্টিগোফোরা (Zoomastigophorea)
- ক্লোরেফিলবাহী ক্রোমাটোফোর অনুপস্থিত বিধায় এরা এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে না।
- পুষ্টিগত দিকে থেকে এরা হলোজোয়িক (Holozoic) নতুবা স্যাপ্রোজোয়িক (Saprozoic)।
- দেহে সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন (Glycogen) হিসেবে অবস্থান করে।
- ফ্লাজেলার সংখ্যা এক বা একাধিক।
- উদাহরণ: Tricomonas
শ্রেণী: ওপালিনাটা (Opalinata)
- একই ধরনের একাধিক নিউক্লিয়াস বর্তমান।
- দেহ ফ্লাজেলা (Flagella) দিয়ে আবৃত।
- প্রজনন বাইনারি ফিউশন (Binary fission) অথবা গ্যামেট (Gamete) এর মাধ্যমে হয়ে থাকে।
- অধিকাংশই পরজীবী।
- উদাহরণ: Opalina ranarum
শ্রেণী: রাইজোপোডিয়া (Rhizopodea)
- ক্ষণপদ ভোঁতা অগ্রপ্রান্ত বিশিষ্ট (Lobopodia), সূত্রাকার (Filopodia) বা জালিকার (Reticulopodia)।
- ক্ষণপদে কেন্দ্রীয় তন্তু (Axial filament) অনুপস্থিত।
- উদাহরণ: Amoeba proteus
শ্রেণী: পাইরোপ্লাসমিয়া (Piroplasmea)
- এরা মেরুদণ্ডী প্রাণীর লোহিত রক্তকণিকার (Red blood corpuscle) ক্ষুদ্র পরজীবী (Parasite)।
- স্পোর তৈরি হয় না।
- উদাহরণ: Babesia felis
শ্রেণী: এক্টিনোপোডিয়া (Actinopodea)
- এক্সোপোডিয়া (Axopodia) ধরনের ক্ষণপদ স্ফীত দেহ থেকে বিচ্ছুরিত হয়ে থাকে।
- এক্সোপোডে কেন্দ্রীয় তন্তু (Axial filament) বর্তমান।
- এদের জননকোষে ফ্লাজেলা উপস্থিত।
- উদাহরণ: Actinophrys sol
উপ-পর্ব: স্পোরোজোয়া (Sporozoa)
- বেশিরভাগই বহিঃপরজীবী, অনেকে অন্তঃপরজীবী।
- চলনাঙ্গ অনুপস্থিত।
শ্রেণী: টেলোস্পোরিয়া (Telosporea)
- স্পোর পোলার ক্যাপসুল (Polar capsule) বা ফিলামেন্ট (Filament) বিহীন।
- স্পোর নগ্ন থাকতে পারে আবার সিস্ট (Cyst) এর অভ্যন্তরে অবস্থান করতে পারে।
- একটি নিউক্লিয়াস বিশিষ্ট ট্রফোজয়েট (Trophozoite) লম্বাকৃতির।
- উদাহরণ: Plasmodium vivax
শ্রেণী: টক্সোপ্লাসমিয়া (Toxoplasmea)
- স্পোর তৈরি হয় না।
- অযৌন পদ্ধতিতে প্রজনন করে।
- সিস্ট অসংখ্য ট্রফোজয়েট (Trophozoite) বিশিষ্ট।
- উদাহরণ: Toxoplasma gondii
শ্রেণী: হ্যাপ্লোস্পোরিয়া (Haplosporea)
- স্পোর ধারক (Spore case) উপস্থিত।
- কেবলমাত্র অযৌন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়।
- উদাহরণ: Ichthyosporidium giganteum
উপপর্ব: নিডোস্পোরা (Cnidospora)
- সারা জীবন ধরে স্পোর উৎপন্ন করে।
- ট্রফোজয়েট বহু নিউক্লিয়াস বিশিষ্ট।
- প্রতিটি স্পোর ধারক (Spore case) সাধারণত একটি করে স্পোরোজয়েট (Sporozoit) উপস্থিত।
- এক বা একাধিক পোলার ক্যাপসুল (Polar capsule) বর্তমান।
শ্রেণী: মিক্সোস্পোরিডিয়া (Myxosporidea)
- একাধিক নিউক্লিয়াস থেকে স্পোর পরিস্ফুটিত হয়।
- স্পোরের প্রাচীর দুই-তিন কপাটিকা (Valve) বিশিষ্ট।
- ট্রফোজয়েট দশা উন্নত প্রকৃতির।
- উদাহরণ: Myxobolus catlae
শ্রেণী: মাইক্রোস্পোরিডিয়া (Mycrosporidea)
- ক্ষুদ্রাকৃতির স্পোর একটি কপাটিকা (Valve) বিশিষ্ট প্রাচীরে আবৃত।
- পোলার ক্যাপসুল (Polar capsule) থাকতেও পারে আবার নাও থাকতে পারে।
- ফিলামেন্টের (Filament) সংখ্যা ১-২টি।
- এককোষী স্পোরে প্রতিটিতে একটি বা দুটি নিউক্লিয়াস বিশিষ্ট স্পোরোপ্লাজম উপস্থিত।
- ত্রিস্তর আবরণী দিয়ে স্পোর আবৃত।
- উদাহরণ: Nosema distomi
শ্রেণী: অ্যাক্টিনোমিক্সিডা (Actinomyxida)
- ট্রফোজয়েট দশা সংক্ষিপ্ত।
- স্পোরোপ্লাজম অসংখ্য।
- স্পোর প্রাচীর তিন কপাটিকা বিশিষ্ট।
- উদাহরণ: Synactinomyon tubijis
উপপর্ব: সিলিওফোরা (Ciliophora)
- জীবনের কোন না কোন পর্যায়ে (Stage) চলনাঙ্গ সিলিয়া (Cilia) বা সিলিয়া নির্মিত যৌগিক অঙ্গাণু।
- অধিকাংশ প্রজাতিতে বৃহৎ আকৃতির ম্যাক্রোনিউক্লিয়াস (Macronucleus) এবং ক্ষুদ্রাকৃতির মাইক্রোনিউক্লিয়াস (Micronucleus) উপস্থিত।
শ্রেণী: সিলিয়েটা (Ciliata)
- চলনাঙ্গ হিসেবে চুলের মত অসংখ্য সিলিয়া বর্তমান।
- এক বা একাধিক সংকোচনশীল গহ্বর (Contractile vacuole) বর্তমান।
- কিছু পরজীবী ছাড়া সকলের মুখছিদ্র (Cytostome) ও সাইটোফ্যারিংক্স (Cytopharynx) তথা গুলেট (Gullet) বর্তমান এবং স্থায়ী পায়ুছিদ্র (Cytopyge) উপস্থিত।
- অধিকাংশ প্রজাতিতে দুই ধরনের নিউক্লিয়াস বর্তমান। যথা- বৃহৎ আকৃতির ম্যাক্রোনিউক্লিয়াস (Macronucleus) এবং ক্ষুদ্রাকৃতির মাইক্রোনিউক্লিয়াস (Micronucleus)।
- দেহ নলাকার অথবা চাপা আকৃতির।
- উদাহরণ: Paramecium caudatum, Trichodina mystusi, Vorticella
প্রোটোজোয়া (Protozoa) শব্দটি এসেছে Gr. Protos এবং Gr. Zoon থেকে। বিজ্ঞানী গোল্ডফাস (Goldfuss) ১৮১৮ সালে সর্বপ্রথম এ পর্বের নাম হিসেবে “Protozoa” শব্দটি ব্যবহার করেন।
কুইজে অংশ নিতে লিঙ্কটি অনুসরণ করুন
Visited 6,525 times, 1 visits today | Have any fisheries relevant question?