গলদা চিংড়ি (Macrobrachium rosenbergii) ও বাগদা চিংড়ির (Penaeus monodon) সম্পূর্ণ দেহকে প্রধান দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। যথা- শিরোবক্ষ (cephalothorax) ও উদর (abdomen)। চিংড়ির মাথা ও বক্ষকে একত্রে নাম দেওয়া হয়েছে শিরোবক্ষ। শিরোবক্ষের পশ্চাতে রয়েছে উদর। উদর ক্রমান্বয়ে সরু হয়ে লেজে (telson) শেষ হয়েছে। লেজের দু’পাশে রয়েছে পুচ্ছ পাখনা বা ইউরোপড (uropod)।
চিংড়ির প্রতি দেহখণ্ডকে একজোড়া করে মোট উনিশ জোড়া উপাঙ্গ থাকে। অবস্থানের উপর ভিত্তি করে এদেরকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা- শির-উপাঙ্গ, বক্ষ-উপাঙ্গ ও উদরীয় উপাঙ্গ। চিংড়ির শির-উপাঙ্গ পাঁচ জোড়া (1-5), বক্ষ-উপাঙ্গ আট জোড়া (6-13) এবং উদরীয় উপাঙ্গ ছয় জোড়া (14-19)। শির-উপাঙ্গ ও বক্ষ-উপাঙ্গগুলো সেফালোথোরাক্সে (Cephalothorax) এবং উদরীয় উপাঙ্গ উদরে (Abdomen) অবস্থান করে।
শির-উপাঙ্গ (Cephalic appendage)
ক্রম | উপাঙ্গ | গলদা চিংড়ি | বাগদা চিংড়ি |
1. | অ্যান্টিনিউল (Antennule) | ||
2. | অ্যান্টিনা (Antenna) | ||
3. | ম্যান্ডিবল (Mandible) | ||
4. | ম্যাক্সিলুলা (Maxilula) | ||
5. | ম্যাক্সিলা (Maxilla) |
বক্ষ-উপাঙ্গ (Thoracic appendage)
উদরীয় উপাঙ্গ (Abdominal appendage)
Visited 3,555 times, 1 visits today | Have any fisheries relevant question?