বরালি, Barred baril, Barilius barila
বরালি, Barred baril, Barilius barila

শ্রেণীতাত্ত্বিক অবস্থান (Systematic position)
পর্ব: Chordata
শ্রেণী: Actinopterygii (Ray-finned fishes)
বর্গ: Cypriniformes (Carps)
পরিবার: Cyprinidae (Minnows and carps)
উপপরিবার: Rasborinae (Danioninae)
গণ: Barilius
প্রজাতি: B. barila

সমনাম (Synonyms):
Barilius barila (Hamilton, 1822)
Barilius barnoides Vinciguerra, 1890
Barilius shanensis Fowler, 1958
Cyprinus barila Hamilton, 1822
Cyprinus chedrio Hamilton, 1822
Danio monshiensis Yang and Hwang, 1964
Leuciscus barila (Hamilton, 1822)
Opsarius anisocheilus McClelland, 1839

সাধারণনাম (Common name):
বাংলা (বাংলাদেশ): বরালি, কোকসা
ভারত: কোরং (Korang), পারসি (Persee) এবং বরেলি (Bhareli) (Talwar and Jhingran, 1991)।
English: Barred baril

ভৌগলিক বিস্তৃতি (Geographical Distribution):
বাংলাদেশ, ভারত, নেপাল এবং মায়ানমারে এদের বিস্তৃতি লক্ষ্য করা যায় (Talwar and Jhingran, 1991)। চীনের ইউনান প্রদেশে এদের প্রাপ্তির তথ্য পাওয়া যায় (Vishwanath, 2010)।
বাংলাদেশের দিনাজপুর এবং রংপুরের নদী এবং খালে এদের বসবাস লক্ষ্য করা যায় (Shafi and Quddus, 2001) ।

সংরক্ষণ অবস্থা (Conservation status):
বাংলাদেশে এই প্রজাতির সংরক্ষণ অবস্থা সম্পর্কে সিদ্ধান্তগ্রহণ করার মত পর্যাপ্ত তথ্য নেই (IUCN Bangladesh, 2000)। তবে আবাস্থল ধ্বংসই এই প্রজাতির জন্য প্রধান হুমকি।
এই প্রজাতির বৈশ্বিক সংরক্ষণ অবস্থা Least Concern (LC) অর্থাৎ প্রকৃতিতে বিস্তৃত পরিসরে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। জনতার ধারা (Population Trend) এখনও অজানা (Vishwanath, 2010)।

বাহ্যিক দৈহিক গঠন (External Morphology):
লম্বা দেহ সরু ও পার্শ্বীয়ভাবে সামান্য চাপা। উভয় চোয়াল দৈর্ঘ্যে সমান। সম আকৃতির। উপরের চোয়াল পেছনের দিকে চোখের নীচ পর্যন্ত বিস্তৃত। পরিণত মাছের মাথায় কয়েক সারি ছিদ্র দেখতে পাওয়া যায়। স্পর্শী দুই জোড়া যার মধ্য চঞ্চুতে অবস্থিত স্পর্শীদ্বয় ক্ষুদ্রাকার ও ভাঁজের মধ্য লুকায়িত অবস্থায় থাকে(Rahman and Ruma, 2009)।
পৃষ্ঠপাখনা পায়ুপাখনার অগ্রপ্রান্তের অনেকটাই সামনে (পৃষ্ঠদেশ) অবস্থিত। শ্রোণীপাখনা প্রায় মাথার দৈর্ঘ্যের সমান। পুচ্ছপাখনা দ্বিখণ্ডিত এবং উপরের খণ্ডের চেয়ে নীচের খণ্ড তুলনামূলকভাবে বড়। দেহের উভয় পাশে ৪৩- ৪৬ টি করে আঁইশ বর্তমান (Rahman, 1989 and 2005; Shafi and Quddus, 2001)। মোট দৈর্ঘ্য মাথার দৈর্ঘ্য ও দেহ উচ্চতার যথাক্রমে ৫.০-৫.৫ ও ৫.২-৫.৪ গুণ। মাথার দৈর্ঘ্য চোখের ব্যাসের ৩.৫-৪.০ গুণ।
রূপালী বর্ণের দেহে ১৪-১৫টি ডোরা উলম্বভাবে পৃষ্ঠদেশ থেকে পার্শ্বরেখা পর্যন্ত বিস্তৃত। কানকো (operculum) সোনালী বর্ণের। অন্যদিকে পাখনাগুলো গোলাপি বর্ণের।
ভারতীয় বিজ্ঞানীদের গবেষণায় এই মাছের ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা ৫০টি উল্লেখ করা হয়েছে (Rahman and Ruma, 2009)।

পাখনা সূত্র (Fin formula):
D. 9 (2/7); P1. 13; P2. 9; A. 13-14(3/10-11) (Rahman, 1989 and 2005)
D ii 7; A iii 10-11; P i 12; V i 8 (Talwar and Jhingran, 1991)
D. 9 (2/7); P. 13; V. 9; A. 12-14 (3/10-11) (Shafi and Quddus, 2001)

সর্বোচ্চ দৈর্ঘ্য (Maximum length):
লম্বায় এরা সর্বোচ্চ ১০ সেমি হয়ে থাকে (Rahman and Ruma, 2009; Talwar and Jhingran, 1991; Shafi and Quddus, 2001)।

খাদ্যাভ্যাস (Feeding habit):
জলজ উদ্ভিদ, ক্রাশটেশিয়ানস, পোকা-মাকড়ের শূককীট ইত্যাদি এদের প্রধান খাদ্য (Rahman and Ruma, 2009)।

আবাস্থল (Habitat):
এরা পানির উপরিস্তর ও তলদেশ উভয়স্তরেই বাস করে। পাহাড় থেকে নেমে আসা ঝর্ণাধারার সাথে সংযুক্ত জলাশয় এবং পাহাড়ি যেসব নদী অগভীর ও স্বচ্ছ সেসব নদীতে বাস করে (Rahman and Ruma, 2009)।

অর্থনৈতিক গুরুত্ব (Economic importance):
একক প্রজাতি হিসেব এই মাছের উৎপাদন তথ্য পাওয়া যায় না। এই গণের অন্যান্য মাছের সাথে ধরা পড়ে (Rahman and Ruma, 2009)।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মাছ ধরার ক্ষেত্রে বড়শির টোপ হিসেবে এই মাছটি ব্যবহার করা হয় (Talwar and Jhingran, 1991)।
বাহারি (ornamental) ও ক্রীড়ার মাছ (game fish) হিসেবে এর গুরুত্ব রয়েছে EOL (2015) ।

 

তথ্য সূত্র (References):

  • EOL (2015) Barilius barila. downloaded on 22 March 2015 and form http://eol.org/pages/225889/details
  • Fowler HW (1958) Some new taxonomic names of fish like vertebrates. Notulae Naturae (Philadelphia) No. 310: 1-16.
  • Hamilton F (1822) An account of the fishes found in the river Ganges and its branches. Edinburgh and London. i-vii + 1-405, Pls. 1-39.
  • IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • McClelland J (1839) Indian Cyprinidae. Asiatic Researches v. 19 (pt 2): 217-471, Pls. 37-61.
  • Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 95-96.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, pp. 112-113.
  • Rahman AKA and Ruma F (2009) Danio rerio. In: Ahmed, Z.U., Ahmed, A.T.A., Kabir, S.M.H., Ahmed, M., Begum, Z.N.T., Hasan, M.A., and Khondker, M. (eds.) Encyclopedia of Flora and Fauna of Bangladesh, Vol. 23. Freshwater Fishes (In Bengali). Asiatic Society of Bangladesh, Dhaka. pp. 50-51.
  • Shafi M and Quddus MMA (2001) Bangladesher Matsho Shampad (Fisheries of Bangladesh) (in Bengali), Kabir publication. Dhaka, Bangladesh. p. 142.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 1, Oxford and IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, pp. 343-344.
  • Vinciguerra D (1890) Viaggio di Leonardo Fea in Birmania e regioni vicine. XXIV. Pisci. Annali del Museo Civico di Storia Naturale di Genova (Serie 2a) v. 9: 129-362, Pls. 7-11.
  • Vishwanath W (2010) Barilius barila. The IUCN Red List of Threatened Species. Version 2014.3. Downloaded on 21 March 2015 and from http://www.iucnredlist.org/details/166495/0

 

English Feature:

 

Photo credit:

  • Photo by: CAFS
  • Source: EOL
  • Copyright: CC BY NC

 


Visited 938 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের মাছ: বরালি, Barred baril, Barilius barila

Visitors' Opinion

মো: আব্দুর রহমান-আল-মামুন

Student, B. Sc. (Hons.) in Fisheries & Marine Bioscience, Jessore University of Science & Technology, Jessore 7404 , Bangladesh. Email: mamunfmb14@gmail.com, Phone: +88 01737396359, 01917558548. More...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.