যেসব পাখি তাদের জীবনের বেশীর ভাগ সময় জলজ পরিবেশে অবস্থান করে তাদেরকে জলচর পাখি বলে।
জলচর পাখির শারীরিক এবং আচরণজনিত বৈশিষ্ট্যসমূহ (খাদ্যগ্রহণ ও প্রজননিক আচরণ ইত্যাদি) জলজ পরিবেশে অবস্থানের জন্য বিশেষভাবে অভিযোজিত। যেমন- জলজ পরিবেশে হাঁটা, সাতার কাটা, ডুব দেয়া, খাদ্য গ্রহণ, অন্তরঙ্গ সময় কাটানো ইত্যাদি।
বাংলাদেশের উল্লেখযোগ্য জলচর পাখিঃ ডাহুক, পানকৌড়ি, পানিকাটা, ইত্যাদি।
এখানে-
- পাখিঃ উষ্ণ-রক্ত বিশিষ্ট ডিম পাড়া মেরুদণ্ডী প্রাণী যাদের শরীর পালক দ্বারা আবৃত এবং অগ্রপদ পাখায় রূপান্তরিত হয়েছে তাদেরকে পাখি বলে।
- উষ্ণ-রক্ত বিশিষ্ট (homoithermal বা warm-blooded) প্রাণী বলতে সেসব প্রাণীদের বোঝায় যাদের দেহের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রায় পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় না অর্থাৎ দেহের তাপমাত্রা সুনির্দিষ্ট। যেমন- পাখি, স্তন্যপায়ী প্রভৃতি।
- মেরুদণ্ডী প্রাণী বলতে সেই সব প্রাণীদের বোঝায় যাদের দেহের পৃষ্ঠদেশ বরাবর একাধিক কশেরুকা নির্মিত মেরুদণ্ড রয়েছে। যেমন- মাছ, পাখি, মানুষ প্রভৃতি।
- পালক শক্ত, হালকা, স্থিতিস্থাপক, অপরিবাহী ও পানি অভেদ্য একটি গঠন যা প্রধান দুট অংশ নিয়ে গঠিত যথা- দণ্ডের ন্যায় দৃঢ় মধ্যমা যা মধ্য অক্ষ বা স্কেপাস (scapus) এবং পাতার মতো বিস্তৃত অংশ যা ফলক বা ভেন (vane) বা ভেক্সিলাম (vexillum) নামে পরিচিত।
পাখির পতিশব্দঃ পক্ষী
Visited 991 times, 1 visits today | Have any fisheries relevant question?
জলচর পাখি বলতে কি বোঝায়?