বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত ড. আনোয়ারুল ইসলামের মাছের পরিবেশতত্ত্ব বইটি এক কথায় অনন্য। বইটির প্রথম ভাগে জৈব-অজৈব পরিবেশ ও মাছ এবং দ্বিতীয় ভাগে মাছের জীবন-চক্রের মৌলিক সংযুক্তি অত্যন্ত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যা ফিশরীজের শিক্ষার্থীদের তো বটেই এমনকি প্রাণিবিজ্ঞানের শিক্ষার্থীদেরও জানার খোরাক মেটাবে অনায়াসে। এছাড়াও প্রয়োজনীয় চিত্রের উপস্থিতি বইটিকে করেছে সমৃদ্ধ।
বইটিতে পর্যপ্ত তথ্যসূত্র ব্যবহার করা হলেও বিস্তারিত তথ্যসূত্র তথা গ্রন্থপঞ্জি উল্লেখ না করায় অতি উৎসুক শিক্ষার্থীরা আরও অধিক পাঠের জন্য প্রয়োজনীয় গ্রন্থসূত্র থেকে বঞ্চিত হয়েছে তা বলা যায়। তবুও বিজ্ঞান চর্চায় বাংলাভাষা যখন অবহেলিত ঠিক সেরকম একটি সময়ে বাংলাভাষায় এমন তথ্যসমৃদ্ধ একটি বই অবশ্যই প্রশংসার দাবিদার।
বইটির প্রথম প্রকাশ আষাঢ় ১৩৯১ (জুন ১৯৮৪) এবং প্রকাশক মোহাম্মদ ইবরাহিম, পরিচালক, পাঠ্যপুস্তক বিভাগ, বাংলা একাডেমী, ঢাকা। এর প্রচ্ছদ করেছন সালাউদ্দিন বুলবুল।
বইটিতে নিম্নলিখিত বিষয়াবলী সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে-
- প্রথম ভাগ: জৈব-অজৈব পরিবেশ ও মাছ
- পানির ঘনত্ব ও চাপ
- পানির লবণাক্ততা
- পানির তাপমাত্রা
- পানির লবণ
- পানির দ্রবীভূত গ্যাস
- আলো শব্দ অন্যান্য কম্পন ও বিকিরণ ধর্মী শক্তি
- আলো
- শব্দ এবং অন্যান্য কম্পন
- বৈদ্যুতিক প্রবাহ ও বৈদ্যুতিক চুম্বক কম্পন
- এক্সরেসমূহ এবং রেডিও একটিভিটি
- জলাধারের তলার প্রকৃতি এবঙ ঝুলন্ত বস্তুকণা
- পানির প্রবাহ ও মাছের চলাচল
- মৎস্যকুল জৈবিক আন্তঃসম্পর্ক
- মাছের আন্ত-প্রজাতি আন্তঃসম্পর্ক
- মাছের সাথে অন্যান্য জীবের আন্ত-প্রজাতি সম্পর্ক
- মাছ ও অন্যান্য প্রাণী
- ইকাইনোডর্ম
- উভচর
- সরীসৃপ
- পাখি
- স্তন্যপায়ী জীব
- দ্বিতীয় ভাগ: মাছের জীবন-চক্রের মৌলিক সংযুক্তি
- মাছের প্রজনন ও বর্ধন
- মাছের আকার বর্ধন ও বয়স
- মাছের জনতার নিয়ন্ত্রক উপাদানসমূহ
- মাছের দেশান্তর
- শীতকাটানোর দেশান্তর
- প্রজননের দেশান্তর
- চারণ দেশান্তর
- মাছের শীতকাটানো ও শীত নিদ্রা
- খাদ্য গ্রহণ এবং মাছের মাঝে খাদ্য গ্রহণের সম্পর্ক
- মানব সমাজ ও মাছ
Visited 448 times, 1 visits today | Have any fisheries relevant question?