বিডিফিশের সেরা লেখক পুরস্কার ২০১২” এর আয়োজন জুন ২০১২ তে সমাপ্ত ঘোষণা করা হল।

এ আয়োজনে যারা পুরস্কার পেয়েছেন তাদের সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন। যারা অংশ নিয়েছেন তাদের জন্য রইল শুভেচ্ছা আর শুভ কমনা।

আবারও নতুন নতুন প্রতিযোগিতামূলক আয়োজন নিয়ে বিডিফিশ আপনাদের সামনে উপস্থিত হবে। জুন ২০১২ পরে যারা লেখা পাঠিয়েছেন তাদের লেখা পরবর্তী প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত করে নেয়া হবে। সবাইকে ধন্যবাদ।


বিডিফিশের সেরা লেখক পুরস্কার ২০১২ বিজয়ীরা-

Balaram Mahalder
Balaram Mahalder, বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার জুন ২০১২ বিজয়ী। তাকে আমাদের অভিনন্দন। পুরস্কার হিসেবে তিনি পাবেন মহামূল্যবান বই। জুন ২০১২ তে প্রকাশিত তার ফিচারসমূহ-

  1. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part-A)
  2. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part-B)
  3. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part-C)
  4. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part-C2)
  5. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part-C3)
  6. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part D-E)
  7. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part F-G)
  8. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part H-J)
  9. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part K-L)
  10. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part M)
  11. Photofeature: Freshwater Fishes of Sunamganj Haor Area (Part N-O)
  • তার সকল লেখা এখানে: English
মোঃ আবুল কালাম আজাদ
মোঃ আবুল কালাম আজাদ, বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার মে ২০১২ বিজয়ী। তাকে আমাদের অভিনন্দন। পুরস্কার হিসেবে তিনি পাবেন মহামূল্যবান বই। মে ২০১২ তে প্রকাশিত তার ফিচারসমূহ-

  1. মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় বিল নার্সারি: একটি কেস স্টাডি
  2. মুক্ত জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় বিল নার্সারি: কারিগরি ব্যবস্থাপনা
  3. দেশীয় ছোট মাছের গুরুত্ব ও চাষ প্রযুক্তি
আয়েশা আবেদীন আফরা
আয়েশা আবেদীন আফরা, বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার এপ্রিল-২০১২ বিজয়ী। তাকে আমাদের অভিনন্দন। পুরস্কার হিসেবে তিনি পাবেন মহামূল্যবান বই। এপ্রিল’ ২০১২ তে প্রকাশিত তার ফিচারসমূহ-

  1. রেসিপি: চিংড়ি, করল্লা ও সজিনার ঝোল
  2. রেসিপি: কাজলি মাছ ও আলু পটলের চচ্চড়ি
  3. রেসিপি: চিংড়ি ও বরবটি ভাজি
  4. রেসিপি: বাইম মাছ ও লাউ এর ঝোল
  5. রেসিপি: নলা মাছ, মটরশুঁটি ও টমেটোর ঝোল
এস. এম. আবু নাছের
এস. এম. আবু নাছের, বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার মার্চ-২০১২ বিজয়ী। তাকে আমাদের অভিনন্দন। পুরস্কার হিসেবে তিনি পাবেন মহামূল্যবান বই। মার্চ’ ২০১২ তে প্রকাশিত তার ফিচারসমূহ-

  1. Shellfishes of Bangladesh: Mussel, Snail & Oyster
  2. Fishes of the River Halda
  3. Habitat Improvement Techniques in Lentic Water Bodies
  4. Shellfishes of Bangladesh: Shrimp and Prawn

 

ভূমিকা:

ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে পাঁচে পা দিল বিডিফিশ। সে উপলক্ষে বিডিফিশ আয়োজন করছে বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার – ২০১২। এ আয়োজনের মাধ্যমে বিডিফিশের ওয়েবসাইটদ্বয়ে (bn.bdfish.org এবং en.bdfish.org) প্রতি মাসে প্রকাশিত ফিচারের লেখকদের মধ্য থেকে ফিচারের সংখ্যা ও মানের উপর ভিত্তি করে একজনকে বিডিফিশের “সেরা লেখক” নির্বাচন করা হবে। নির্বাচিত “সেরা লেখক” এর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার মহামূল্যবান বই।


বিডিফিশে প্রকাশের জন্য ফিচার পাঠানোর নিয়মাবলী:

  • বাংলা অথবা English ভাষায় ১০০০ থেকে ১২০০ শব্দের মধ্যে এমএস ওয়ার্ড ফাইলে কম্পোজকৃত ফিচার গ্রহণ করা হবে।
  • বাংলার ক্ষেত্রে অভ্র/বিজয়ের ইউনিকোড ভিত্তিক সফটওয়ারে কম্পোজ করাকে উৎসাহিত করা হচ্ছে।
  • ফিচারে সেকেন্ডারি তথ্য ব্যবহার করলে অবশ্যই তথ্যসূত্র উল্লেখ করতে হবে।
  • লেখার সাথে সম্পর্কযুক্ত চিত্রের (ক্যাপশনসহ) সংযোজন নিশ্চিতভাবে ফিচারের মান বাড়াতে সহায়ক হবে।
  • সব সময় লেখার শেষে লেখকের নাম; ছবি; শিক্ষাগত যোগ্যতা, পুরস্কার পাঠানোর ঠিকানা; ইমেইল ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।

 

ফিচার পাঠানোর ইমেইল ঠিকানা: submit@bdfish.org

 

ফিচারের বিষয়: ফিশারীজ সংশ্লিষ্ট যে কোন বিষয়। যেমন-

বাংলাদেশের মৎস্য সম্পদ:

  • মাছ অথবা অর্থনৈতিক গুরুত্ব সম্পন্ন অন্যান্য জলজ প্রাণীর পরিচিতি ও গুরুত্ব
  • গুরুত্বপূর্ণ জলাশয় যেমন- নদী, বিল, হাওড়, হ্রদ, সেন্টমার্টিন, সুন্দরবন, বঙ্গোপসাগর ইত্যাদির জলজ জীববৈচিত্র্য ও ভৌত-রাসায়নিক গুণাবলীর বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ
  • অন্যান্য সম্পদ যেমন- বিখ্যাত মৎস্য বিজ্ঞানী পরিচিতি, মৎস্য বিষয়ক শিক্ষা/গবেষণা প্রতিষ্ঠান পরিচিতি, সমবায় সমিতি ও তাদের কার্যক্রম, মাছ আহরণের যান ও যন্ত্রপাতি পরিচিতি, জেলে সম্প্রদায় ইত্যাদি

মৎস্য জীববিদ্যা:

  • মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জীবতত্ত্ব (প্রজনন জীবতত্ত্ব, পরিস্ফুটন জীবতত্ত্ব, জীবনচক্র, জেনেটিক্স, ইত্যাদি)
  • মাছ ও অন্যান্য জলজ প্রাণীর পরিবেশ ও পরিবেশ তত্ত্ব

মৎস্যচাষ:

  • মাছ চাষের কলাকৌশল
  • রুই জাতীয় মাছ চাষ
  • কই/পুঁটি/শিং/মাগুর/পাঙ্গাশ/সোল/টাকি/পাবদা/গুচি/বাইম/কুঁচিয়া/ইলিশ ইত্যাদির চাষ
  • চিংড়ি/কাঁকড়া/কচ্ছপ/কুমির/মাসল/শামুক/মুক্তা ইত্যাদির চাষ
  • চাষের সম্ভাবনাময় প্রজাতির চাষ কৌশল ইত্যাদি

মৎস্য ব্যবস্থাপনা:

  • স্বাদুপানির উন্মুক্ত জলাশয় ব্যবস্থাপনা
  • উপকূলীয় জলাশয় ব্যবস্থাপনা
  • সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনা
  • অভয়াশ্রম: সম্ভাবনা, সমস্যা ও উত্তরণের উপায়
  • মৎস্য বাণিজ্য, সমবায় বা সমাজ ভিত্তিক মৎস্য ব্যবস্থাপনা ইত্যাদি

মৎস্য প্রযুক্তি:

  • মৎস্য আহরণের যন্ত্রপাতি ও এর ব্যাবহার পদ্ধতিসমূহ
  • মৎস্য প্রক্রিয়াজাতকরণের দেশীয় ও আধুনিক পদ্ধতিসমূহ
  • মান নিয়ন্ত্রণ

 

ফিচার পাঠানোর শেষ তারিখ:

  • যে কোন সময়েই পাঠানো যেতে পারে।
  • প্রেরিত ফিচার প্রাপ্তির পর যত দ্রুত সম্ভব তা প্রকাশের ব্যবস্থা নেয়া হবে এবং স্বল্পতম দিনের মধ্যে তা প্রকাশ করা হবে।
  • প্রেরণের তারিখ হতে পরবর্তী এক মাসের মধ্যে প্রেরিত ফিচার প্রকাশিত না হলে ধরে নিতে হবে ফিচারটি প্রকাশের জন্য যথেষ্ট মান সম্মত নয়।

 

সেরা লেখক নির্বাচনের পদ্ধতি:

  • প্রতি মাসে একজন লেখকের প্রকাশিত ফিচারের সংখ্যার শতকরা হার (১০০ / বিডিফিশে প্রকাশিত মোট ফিচারের সংখ্যা X একজন লেখক কর্তৃক প্রকাশিত মোট ফিচারের সংখ্যা %) এবং তার প্রতিটি ফিচারের বিপরীতে বিচারক কর্তৃক প্রদত্ত নম্বরের (একশত নম্বরের মধ্যে) গড় এর যোগফল যে লেখকের সবচেয়ে বেশী হবে তিনিই হবেন ঐ মাসের “সেরা লেখক”।
  • উদাহরণ: যেমন একজন লেখকের কোন এক মাসে ০৫ টি ফিচার প্রকাশিত হল। ঐ মাসে প্রকাশিত ফিচারের মোট সংখ্যা ২৫ হলে ঐ লেখকের প্রকাশিত ফিচারের সংখ্যার শতকরা হার হবে ২০ (১০০/২৫ X ০৫ %)। আর পাঁচটি ফিচারের বিপরীতে বিচারক কর্তৃক একশত নম্বরের মধ্যে প্রদত্ত নম্বর যথাক্রমে ৭০, ৮০, ৯০, ৬০ ও ৪০ যার গড় হচ্ছে ৬৮। তাহলে ২০০ নম্বরের মধ্যে তার মোট অর্জিত নম্বর হল (২০+৬৮) তথা ৮৮। এভাবে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত লেখক নির্বাচিত হবেন ঐ মাসের “সেরা লেখক” হিসেবে।
  • একই পদ্ধতিতে বছর শেষে যার প্রাপ্ত নম্বর সব চেয়ে বেশি হবে তিনিই পাবেন বছরের “সেরাদের সেরা” পুরস্কার।

 

পুনশ্চ:

  • এখানে ফিচারের বিষয় সম্পর্কে একটা ধারণা পেতে বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে যা মূলত উদাহরণস্বরূপ। মূলত ফিশারীজ সংশ্লিষ্ট যে কোন বিষয়ের উপর লিখিত ফিচার বিডিফিশ প্রকাশ করে থাকে যা পুরস্কারের জন্য বিবেচিত হবে।
  • বিডিফিশের সাথে ওতপ্রোতভাবে জড়িত কেউ এ আয়োজনের জন্য বিবেচিত হবে না।
  • “সেরা লেখক” পুরস্কার ২০১২ এর প্রকাশিত নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন করার ক্ষমতা বিডিফিশ কর্তৃক সংরক্ষিত।
  • উল্লেখিত আয়োজন সংশ্লিষ্ট সকল সিদ্ধান্ত বিডিফিশ কর্তৃক চূড়ান্ত বলে বিবেচিত হবে।
  • এ আয়োজন সম্পর্কিত আরও তথ্য জানতে আপনার প্রশ্নটি করুন মন্তব্যে অথবা আমাদের ইমেইল করুন। আমাদের ইমেইল ঠিকানা contact@bdfish.org।

 


Visited 308 times, 1 visits today | Have any fisheries relevant question?
বিডিফিশের “সেরা লেখক” পুরস্কার – ২০১২

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.