বলরাম মহলদার
বলরাম মহলদার
টেকনিক্যাল স্পেশালিস্ট, ওয়ার্ল্ডফিস সেন্টার, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া।

ইমেইল: balaramssoq@gmail.com

তাঁর সকল ফিচার: বাংলাEnglish
তার আগ্রহের বিষয় ছবি তোলা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিন থেকে বিএস-সি ফিসারিজ (অনার্স) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এমএস ইন এ্যাকুয়াকালচার কোর্স সম্পন্ন করেন।

তিনি Shrimp culture, extension and training; Fish biodiversity conservation and management; Freshwater prawn এবং fish farming বিষয়ে অভিজ্ঞ।

তিনি “HACCAP Audit of Processing Plants and SSOQ Hatchery” and “Farm Certifier at the SSOQ Certification Training Course” শিরোনামের দুটি ট্রেনিং সম্পন্ন করেছেন।

তিনি “Introduction to Fish Species Diversity- Sunamganj haor region within CBRMP’s working area” শিরোনামের বইটির সহলেখক। বইটির ২০১১ সালে Community Based Resource Management Project-LGED, The WorldFish Center-Bangladesh থেকে প্রকাশিত হয়।

More…


Visited 371 times, 1 visits today | Have any fisheries relevant question?
লেখক পরিচিতি: বলরাম মহলদার

Visitors' Opinion

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.