ফিসপাস বাংলাদেশের মাৎস্যখাতে কতটা ভূমিকা রাখছে?

ফিসপাস বলতে দুটি জলাশয়ের (যেমন নদী ও নদী, নদী ও হাওর, নদী ও বিল ইত্যাদি) মধ্যে মাছ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কৃত্রিম বাঁধ বা রাস্তায় স্থাপিত এমন একটি গঠন কাঠামোকে বোঝায় যার মধ্যে দিয়ে সারা বছরব্যাপী নিরাপদে মাছ চলাচল করতে পারে।