ফিসপাস বলতে দুটি জলাশয়ের (যেমন নদী ও নদী, নদী ও হাওর, নদী ও বিল ইত্যাদি) মধ্যে মাছ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কৃত্রিম বাঁধ বা রাস্তায় স্থাপিত এমন একটি গঠন কাঠামোকে বোঝায় যার মধ্যে দিয়ে সারা বছরব্যাপী নিরাপদে মাছ চলাচল করতে পারে।
মৎস্য খাতে বিপর্যয়ঃ প্রেক্ষাপট পরিবেশ দুষণ
মানুষ ও অন্যান্য প্রাণী বেঁচে থাকার জন্য যেমন পরস্পরের উপর নির্ভরশীল তেমনি উভয়েই তার চারপাশের প্রাকৃতিক পরিবেশের উপরেও নির্ভরশীল। প্রকৃতিতে শক্তির রূপান্তরের প্রক্রিয়াটি আপন নিয়মেই চলে। কিন্তু গত কয়েক শত বছর ধরে মানুষ হয়ে দাঁড়িয়েছে প্রকৃতির রূপান্তরের এক বড় নিয়ামক।