ফিশারীজ কোন মৌলিক বিজ্ঞান নয় বরং এটি জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের একটি সমন্বিত বিজ্ঞান যা মাছ ও অন্যান্য অর্থনৈতিক গুরুত্ব বিশিষ্ট জলজ প্রাণীদের জীবতত্ত্ব, চাষ, আবাসস্থল ব্যবস্থাপনা, আহরণ, প্রক্রিয়াজনকরণ ইত্যাদি বিষয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা করে। তাই ফিশারীজকে বুঝতে হলে অবশ্যই জীববিজ্ঞান, রসায়ন, গণিত ও পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়াদি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। সে উদ্দেশ্য পূরণকল্পে শুরু হল বিডিফিশ বাংলার পূর্বপাঠ অধ্যায়। এলেখার বিষয় পর্ব কর্ডাটা (Chordata)। সাথে রইল কুইজে অংশ নেয়ার সুযোগ


পর্ব: কর্ডাটা (Chordata)

[ল্যাটিন শব্দ Chordatus অর্থ Having a cord তথা কর্ড বা রজ্জু বর্তমান]

  • ভ্রূণ অবস্থায় অথবা সারা জীবন পৃষ্ঠ মধ্যরেখা বরাবর নিরেট (Solid), দণ্ডাকৃতির (Rod-shaped) ও স্থিতিস্থাপক (Elastic) নটোকর্ড (Notochord) বর্তমান যা মেরুদণ্ডীদের (Vertebrates) পূর্ণাঙ্গ প্রাণীতে মেরুদণ্ড (Vertebral column) দ্বারা প্রতিস্থাপিত হয়।
  • নটোকর্ডের (Notochord) পৃষ্ঠদেশ (Dorsal side) বরাবর ফাঁপা ও নলাকার স্নায়ু-রজ্জু (Nerve cord) উপস্থিত। মেরুদণ্ডীদের ক্ষেত্রে এটির অগ্রপ্রান্তে মস্তিষ্ক (Brain) এবং এর পশ্চাতে সুষুম্নাকাণ্ড (Spinal cord) গঠিত হয়।
  • উন্নত কর্ডেট (Higher Chordates) ছাড়া অধিকাংশ প্রাণীতে সারা জীবন অথবা জীবনের যে কোন দশায় গলবিলে পার্শ্বীয়ভাবে কয়েক জোড়া ফুলকা রন্ধ্র (Gill slits) বর্তমান।
  • মেরুদণ্ডীদের অন্তঃকঙ্কাল বিশিষ্ট দু’জোড়া পদ (অগ্রপদ ও পশ্চাৎ পদ) বর্তমান।
  • এন্ডোস্টাইল (Endostyle) উপস্থিত যা পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে (Thyroid glands) রূপান্তরিত হয়।
  • পায়ু (Anus) পরবর্তী পেশীবহুল ও স্থিতিস্থাপক লেজ (Tail) উপস্থিত।
  • উন্নত পরিপাকতন্ত্র পরিপাক গ্রন্থি বিশিষ্ট এবং পাকস্থলী (Stomach) ও অন্ত্র (Intestine) সুস্পষ্টভাবে আলাদা।
  • রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। অঙ্কীয় দিকে অবস্থিত হৃদযন্ত্র, পৃষ্ঠীয় ও অঙ্কীয় রক্তনালী নিয়ে রক্ত সংবহনতন্ত্র গঠিত। হেপাটিক পোর্টাল তন্ত্র (Hepatic portal system) উন্নত প্রকৃতির।
  • জলজ শ্বসন (Aquatic respiration) ফুলকার (Gill) সাহায্যে এবং বায়বীয় শ্বসন (Arial respiration) ফুসফুসের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
  • অধিকাংশ প্রাণীতে কোমলাস্থি (Cartilage) অথবা অস্থি (Bone) নির্মিত কঙ্কাল দৈহিক অবকাঠামো তৈরি করে।
  • বিরল ব্যতিক্রম ছাড়া সকলেই একলিঙ্গ (Dioecious) প্রাণী।

 

কর্ডাটা (Chordata) পর্বের শ্রেণীবিন্যাস নিচে দেয়া হল-

গ্রুপ (Group): অ্যাক্রানিয়া বা প্রোটোকর্ডাটা (Acrania or Protochordata)
উপ-পর্ব (Subphylum): ইউরোকর্ডাটা (Urochordata)
শ্রেণী: লার্ভাসিয়া (Larvacea)
শ্রেণী: থ্যালিয়াসিয়া (Thaliacea)
শ্রেণী: অ্যাসিডিয়াসিয়া (Ascidiacea)
উপ-পর্ব (Subphylum): সেফালোকর্ডাটা (Cephalochordata)
গ্রুপ (Group): ক্রানিয়াটা (Craniata)
উপ-পর্ব (Subphylum): ভার্টিব্রাটা (Vertebrata)
বিভাগ (Division): এ্যাগনাথা (Agnatha)
অধি-শ্রেণী (Super class): সাইক্লোস্টোমাটা (Cyclostomata)
শ্রেণী: মিক্সিনি (Myxini)
শ্রেণী: সেফালাসপিডোমরফি (Cephalaspidomorphi)
বিভাগ (Division): ন্যাথোস্টোমাটা (Gnathostomata)
অধি-শ্রেণী (Super class): মৎস্য (Pisces)
শ্রেণী: কন্ড্রিকথিস (Chondrichthyes)
শ্রেণী: অস্টিকথিস (Osteichthyes)
অধি-শ্রেণী (Super class): চতুষ্পদী (Tetrapoda)
শ্রেণী: উভচর (Amphibia)
শ্রেণী: সরীসৃপ (Reptilia)
শ্রেণী: পাখী (Aves)
শ্রেণী: স্তন্যপায়ী (Mammalia)

 

গ্রুপ: অ্যাক্রানিয়া বা প্রোটোকর্ডাটা (Acrania or Protochordata)

  • মস্তিষ্ক (Brain) রক্ষাকারী করোটি (Skull or Cranium), কশেরুকা (Vertebra) ও পদ (Appendages) অনুপস্থিত।

 

উপ-পর্ব: ইউরোকর্ডাটা (Urochordata)

[গ্রিক শব্দ Oura অর্থ A tail তথা লেজ এবং ল্যাটিন শব্দ Chorda অর্থ Cord তথা রজ্জু]

  • ব্যাঙ্গাচীর মত লার্ভার লেজের দিকে নটোকর্ড (Notochord) বর্তমান কিন্তু পরিণত প্রাণীতে অনুপস্থিত।
  • লার্ভা দশায় এরা মুক্ত সাঁতারু হলেও অধিকাংশ পরিণত প্রাণীই জলে নিমজ্জিত কোন বস্তুর সাথে আটকে থাকে অর্থাৎ পরিণতরা নিশ্চল (Sessile) প্রাণী।
  • দেহ টিউনিক (Tunic) বা টেস্ট (Test) নামক আচ্ছাদনে আবৃত।
  • দেহের মুক্তপ্রান্তে মুখছিদ্র (Oral opening) এবং এর নিকটেই অ্যাট্রিওপোর (Atriopore) বর্তমান।

 

শ্রেণী: লার্ভাসিয়া (Larvacea)

  • এরা ক্ষুদ্রাকৃতির (Tiny), স্বচ্ছ (Transparent), মুক্ত ভাসমান (Free floating)।
  • দেহাবরণ অস্থায়ী এ জিলেটিনজাত।
  • লেজ বিশিষ্ট লার্ভা দশা উপস্থিত। পরিণত প্রাণীতেও লেজ বর্তমান।
  • ফুলকা ছিদ্র মাত্র এক জোড়া।
  • উদাহরণ: Oikopleura albicans

 

শ্রেণী: থ্যালিয়াসিয়া (Thaliacea)

  • এরা মুক্ত সাঁতারু অথবা পেলাজিক টিউনিকেটস (Pelagic Tunicates) অর্থাৎ পানির উপরিস্তরে বসবাসকারী টিউনিকেটস।
  • দেহাবরণ স্থায়ী, পাতলা ও স্বচ্ছ।
  • এদের টিউনিক (Tunic) নামক দেহ আচ্ছাদনে বৃত্তাকার পেশী (Circular muscles) বর্তমান।
  • পরিণত প্রাণীরা লেজ বিহীন।
  • অনেক সময় উপনিবেশ (Colony) গঠন করে অবস্থান করে।
  • উদাহরণ: Salpa maxima

 

শ্রেণী: অ্যাসিডিয়াসিয়া (Ascidiacea)

  • এরা নিশ্চল (Sessile) প্রাণী।
  • এদের টিউনিক (Tunic) নামক দেহ আচ্ছাদনে বিচ্ছিন্নভাবে পেশী দেখতে পাওয়া যায়।
  • দেহাবরণ স্থায়ী, পুরু ও অর্ধস্বচ্ছ।
  • এরা একাকী (Solitary) বা উপনিবেশ (Colony) গঠন করে থাকে।
  • ফুলকা ছিদ্র অনেক।
  • পরিণত প্রাণীরা লেজ বিহীন।
  • উদাহরণ: Ascidia mentula (অ্যাসিডিয়া)

 

উপ-পর্ব: সেফালোকর্ডাটা (Cephalochordata)

[গ্রিক শব্দ Kephale অর্থ Head তথা মস্তক এবং ল্যাটিন শব্দ Chorda অর্থ Cord তথা রজ্জু]

  • লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা এবং উভয়প্রান্ত (অগ্র ও পশ্চাৎ) সরু দেহে নটোকর্ড ও নার্ভ-কর্ড অনুদৈর্ঘ্য বরাবর প্রলম্বিত যা সারা জীবন ধরে অবস্থান করে।
  • অগ্রপ্রান্তে ওরাল সিরি (Oral cirri) বিশিষ্ট ওরাল হুড (Oral hood) বর্তমান।
  • মস্তকবিহীন এ প্রাণীদের দেহ ধর (Trunk) ও লেজে (Tail) বিভক্ত।
  • বৃহৎ অ্যাট্রিয়ামে (Atrium) ফুলকা রন্ধ্র উন্মুক্ত।
  • গলবিল এলাকায় অবস্থিত সোলেনোসাইট (Solenocite) বিশিষ্ট নেফ্রিডিয়া রেচনতন্ত্র গঠন করেছে।
  • সমুদ্রের অগভীর পানির বাসিন্দা।
  • উদাহরণ: Branchiostoma lanceolatum (অ্যাম্ফিঅক্সাস)

 

গ্রুপ: ক্রানিয়াটা (Craniata)

  • মস্তিষ্ক (Brain) রক্ষাকারী করোটি (Skull or Cranium) উপস্থিত।
  • অধিকাংশেই কশেরুকা (Vertebra) ও পদ (Appendages) উপস্থিত।

 

উপ-পর্ব: ভার্টিব্রাটা (Vertebrata)

[ল্যাটিন শব্দ Vertebratus অর্থ Backbone তথা মেরুদণ্ড]

  • নটোকর্ড ((Notochord)) কশেরুকা (Vertebra) বিশিষ্ট মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত হয়।
  • নার্ভ কর্ডের (Nerve cord) অগ্রপ্রান্ত মস্তিষ্ক (Brain) এবং এর পশ্চাতে সুষুম্নাকাণ্ড (Spinal cord) গঠন করে।
  • উন্নত মেরুদণ্ডী (Higher vertebrates) প্রাণীদের কেবলমাত্র ভ্রূণে এবং অন্যান্য প্রাণীদের সারাজীবন গলবিলীয় ফুলকা রন্ধ্র বর্তমান।
  • অন্তঃকঙ্কাল বিশিষ্ট দু’জোড়া (অগ্রপদ ও পশ্চাৎ পদ) পদ বর্তমান।
  • দেহের অঙ্কীয়দেশে (Ventral) অবস্থিত সুগঠিত হৃদপিণ্ড রক্ত সংবহনের কাজ করে।
  • প্রধান রেচনাঙ্গ বৃক্ক (Kidney)।
  • দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং অভ্যন্তরীণ খণ্ডায়ন (Metamerism) বর্তমান।

 

বিভাগ: এ্যাগনাথা (Agnatha)

[গ্রিক অর্থ A তথা না এবং গ্রিক Gnathos অর্থ Jaw তথা চোয়াল]

  • প্রকৃত চোয়াল অনুপস্থিত।
  • জোড় পাখনা অনুপস্থিত।
  • অন্তঃকর্ণে অর্ধ বৃত্তাকার নালী (Semi-circular canal) দুটি।

 

অধি-শ্রেণী: সাইক্লোস্টোমাটা (Cyclostomata)

[গ্রিক শব্দ Cyklos অর্থ Circular তথা বৃত্তাকার এবং Stoma অর্থ Mouth তথা মুখ]

  • সাপের ন্যায় দীর্ঘ (Eel-shaped) দেহে কেবলমাত্র বেজোড় (Unpaired) বা মধ্যগ (Median) পাখনা উপস্থিত যাতে কোমলাস্থি (Cartilage) নির্মিত পাখনা রশ্মি (Fin ray) দেখতে পাওয়া যায়।
  • প্রকৃত চোয়াল (True jaw) অনুপস্থিত এবং অঙ্কীয় (Ventral) দিকে অবস্থিত মুখছিদ্র বৃত্তাকার (Circular)।
  • নরম ত্বক সমৃণ এবং অসংখ্য এককোষী মিউকাস গ্রন্থি (Mucous gland) বিশিষ্ট।
  • আঁইশ (Scale) অনুপস্থিত।

 

শ্রেণী: মিক্সিনি (Myxini)

[গ্রিক Myxa অর্থ Slime তথা আঠালো উপাদান]

  • প্রান্তীয় (Terminal) মুখে কয়েকটি দাঁত ও চার জোড়া কর্ষিকা (Tentacle) বর্তমান।
  • মৌখিক ফানেল (Buccal funnel) অনুপস্থিত।
  • নাসাথলি নালির মাধ্যমে গলবিলের (Pharynx) সাথে যুক্ত।
  • পাঁচ থেকে পনের জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র (Gill slits) বর্তমান।
  • উদাহরণ: Myxine glutinosa (হ্যাগফিশ, Hagfishes)

 

শ্রেণী: সেফালাসপিডোমরফি (Cephalaspidomorphi)

[গ্রিক Kephale অর্থ Head তথা মাথা, Aspidos অর্থ Shield তথা বর্ম, Morphe অর্থ Shape তথা আকার]

  • প্রান্তীয় (Terminal) মুখে চোষক প্রকৃতির শৃঙ্গায়িত অপ্রকৃত দাঁত বর্তমান।
  • মৌখিক ফানেল (Buccal funnel) উপস্থিত।
  • নাসাথলি মুখ বা গলবিলের সাথে যুক্ত নয়।
  • সাত জোড়া গলবিলীয় ফুলকা রন্ধ্র (Gill slits) বর্তমান।
  • উদাহরণ: Petromyzon (ল্যাম্প্রে, Lampreys)

 

বিভাগ: ন্যাথোস্টোমাটা (Gnathostomata)

[গ্রিক Gnathos অর্থ Jaw তথা চোয়াল এবং গ্রিক Stoma অর্থ Mouth তথা মুখ]

  • প্রকৃত চোয়াল উপস্থিত।
  • জোড় পাখনা উপস্থিত।
  • অন্তঃকর্ণে অর্ধ বৃত্তাকার নালী (Semi-circular canal) তিনটি।

 

অধি-শ্রেণী: মৎস্য (Pisces)

  • শীতল রক্ত বিশিষ্ট (Clod blooded), জলজ (Aquatic),  মেরুদণ্ডী প্রাণী (Vertebrates)।
  • জোড়-বেজোড় পাখনার (Paired-unpaired fish) সাহায্যে সাঁতার কাটে।
  • ফুলকার (Gill) সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায়।
  • ত্বক আর্দ্র এবং অনেক ক্ষেত্রে আঁইশ বর্তমান।
  • অনুভূতি অঙ্গ পানিতে কাজের উপযোগী।

 

শ্রেণী: কন্ড্রিকথিস (Chondrichthyes)

[গ্রিক শব্দ Chondros অর্থ Cartilage তথা কোমলাস্থি এবং Ichthys অর্থ Fish তথা মাছ]

  • অন্তঃকঙ্কাল কোমলাস্থি (Cartilage) নির্মিত। পেলভিক ও পেকটোরাল গার্ডেল (Pelvic and Pectoral girdle) বর্তমান। মেরুদণ্ড (Vertebral column) সম্পূর্ণ।
  • মিউকাস গ্রন্থি (Mucous gland) সমৃদ্ধ ত্বক আঁইশ (Scale) বিহীন অথবা প্লাকয়েড (Placoid) আঁইশ আবৃত।
  • জোড় (Paired) ও বিজোড় (Unpaired) বা মধ্যগ (Median) পাখনা (Fin) উপস্থিত। পুচ্ছ পাখনা অসম (Heterocercal)। পেলভিক (Pelvic) পাখনা পুরুষদের ক্ষেত্রে ক্লাসপার (Claspers) নামক পুরুষ প্রজনন অঙ্গ গঠন করে।
  • মুখছিদ্র অঙ্কীয় দিকে অবস্থিত। মুখগহ্বরে চোয়াল উপস্থিত। চোয়ালে তীক্ষ্ণ দাঁত দেখতে পাওয়া যায় যা প্লাকয়েড আঁইশ রূপান্তরিত হয়ে গঠিত হয়। পাকস্থলী জে (J) আকৃতির এবং ক্ষুদ্রান্ত্রে (Intestine) সর্পিলাকার ভালভ (Spiral valve) বর্তমান।
  • ফুলকা ৫-৭ জোড়া। বেশীরভাগ ক্ষেত্রেই প্রতিটি ফুলকা আলাদা আলাদা ফুলকা রন্ধ্রে উন্মুক্ত। প্রকৃত কানকো (Operculum) অনুপস্থিত। বায়ু থলি (Air bladder) ও ফুসফুস অনুপস্থিত।
  • শীতল রক্ত (Cold-blooded) বিশিষ্ট প্রাণীদের হৃদযন্ত্র দুই প্রকোষ্ঠ বিশিষ্ট।
  • অধিকাংশই সামুদ্রিক ও হিংস্র ও শিকারি প্রকৃতির।
  • উদাহরণ: Scoliodon sorrakowah (হাঙ্গর)

 

শ্রেণী: অস্টিকথিস (Osteichthyes)

[গ্রিক শব্দ Osteon অর্থ Bone তথা অস্থি এবং Ichthys অর্থ Fish তথা মাছ]

  • অন্তঃকঙ্কাল অস্থি (Bone) নির্মিত। পেলভিক গার্ডেল (Pelvic girdle) সাধারণত ছোট ও সরল প্রকৃতির অথবা অনুপস্থিত। বর্তমান। মেরুদণ্ড (Vertebral column) সম্পূর্ণ যা নটকর্ড (Notochord) প্রতিস্থাপনের (Replace) মাধ্যমে গঠিত হয়ে থাকে।
  • মিউকাস গ্রন্থি (Mucous gland) সমৃদ্ধ ত্বক আঁইশ (Scale) বিহীন অথবা গ্যানয়েড (Ganoid), সাইক্লোয়েড (Cycloid) অথবা টেনয়েড (Ctenoid) আঁইশে আবৃত। প্লাকয়েড (Placoid) আঁইশ অনুপস্থিত।
  • জোড় (Paired) ও বিজোড় (Unpaired) বা মধ্যগ (Median) পাখনা (Fin) উপস্থিত যাতে কোমলাস্থি (Cartilage) বা অস্থি (Bone) নির্মিত রশ্মি (Ray) বর্তমান। পুচ্ছ পাখনা সাধারণত হোমোসার্কাল (Homocercal)।
  • মুখছিদ্র প্রান্তীয় (Terminal)। মুখগহ্বরস্থ চোয়ালে সাধারণত দাঁত দেখতে পাওয়া যায়। অবসারণী (Cloaca) অনুপস্থিত কিন্তু পায়ু (Anus) উপস্থিত।
  • ফুলকা চার জোড়া। সবগুলো ফুলকা আলাদা আলাদা ফুলকা রন্ধ্রে উন্মুক্ত না হয়ে কানকোর (Operculum) মাধ্যমে একটি মাত্র ছিদ্রের মাধ্যমে উন্মুক্ত। অনেকের বায়ু থলি (Air bladder) উপস্থিত। অনেক মাছের বায়ুথলী ফুসফুস মত কাজ করে।
  • শীতল রক্ত (Cold-blooded) বিশিষ্ট প্রাণীদের হৃদযন্ত্র দুই প্রকোষ্ঠ বিশিষ্ট এবং রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির।
  • উদাহরণ: Labeo rohita (রুই),  Tenualosa ilisha (ইলিশ)

 

অধি-শ্রেণী: চতুষ্পদী (Tetrapoda)

  • মেরুদণ্ডী প্রাণী (Vertebrates) যারা জলে, স্থলে, বৃক্ষে (arboreal), অন্তরীক্ষে (Aerial) বসবাস করে।
  • জোড় চলনাঙ্গ বর্তমান যার অগ্রভাগে বেশীরভাগ ক্ষেত্রেই পাঁচটি আঙ্গুল উপস্থিত।
  • ফুসফুসের (Lung) সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালায়।
  • অনুভূতি অঙ্গ বাতাসে কাজের উপযোগী।

 

শ্রেণী: উভচর বা অ্যাম্ফিবিয়া (Amphibia)

[গ্রিক শব্দ Amphi অর্থ Both তথা উভয় এবং Bios অর্থ Life তথা জীবন]

  • জীবনচক্র সম্পন্ন করতে জল (লার্ভা দশা) ও স্থল (পরিণত প্রাণী) উভয় পরিবেশে অতিবাহিত করা আবশ্যক।
  • প্রধান শ্বসন অঙ্গ লার্ভা দশায় ফুলকা এবং পরিণত প্রাণীতে ফুসফুস। বিশেষ অবস্থায় ত্বক ও মুখগহ্বরের শ্লেষ্মা-ঝিল্লীও শ্বসনে অংশ নেয়।
  • দু’জোড়া পদের মধ্যে অগ্রপদের প্রতিটিতে চারটি করে এবং পশ্চাৎ পদের প্রতিটিতে পাঁচটি করে নখর বা নখ বিহীন আঙ্গুল বর্তমান।
  • গ্রন্থিময় নগ্ন ত্বক আর্দ্র প্রকৃতির এবং কোন বহিঃ আঁইশ দেখতে পাওয়া যায় না।
  • হৃদপিণ্ড তিন প্রকোষ্ঠবিশিষ্ট, যথা- দুটি অলিন্দ (Atrium) ও একটি নিলয় (Ventricle)।
  • গ্রীবা (Neck) অস্পষ্ট এবং কর্ণপটহ (Pinna) উপস্থিত।
  • উদাহরণ: Rana tigrina (সোনা ব্যাঙ), Salamandra salamandra (স্যালামান্ডারা)

 

শ্রেণী: সরীসৃপ বা রেপটাইলিয়া (Reptilia)

[ল্যাটিন শব্দ Reptilis অর্থ Creeping তথা হামাগুড়ি দিয়ে বুকের উপর ভর দিয়ে চলা]

  • বুকের ওপর ভর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে।
  • শুষ্ক ত্বক এপিডার্মাল শৃঙ্গায়িত আঁইশে (Epidermal horny scales) আবৃত। অনেক সময় এই আঁইশ শক্ত হয়ে স্কিউট (Scute), চূড়া (Crest) কাঁটা (Spine), খোলক / বর্ম (Shell), অস্থিময় পাত (Bony plate) ইত্যাদি গঠন করে।
  • দু’জোড়া শক্তিশালী পদের প্রতিটিতে পাঁচটি করে নখরবিশিষ্ট আঙ্গুল বর্তমান।
  • শীতল-রক্ত (Cold blooded) বিশিষ্ট এ প্রাণীদের প্রধান শ্বসনাঙ্গ ফুসফুস।
  • কুমীরজাতীয় প্রাণী ছাড়া অন্যান্যদের হৃদপিণ্ড অসম্পূর্ণভাবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
  • অবসারণী ছিদ্র (Cloacal aperture) আড়াআড়িভাবে অবস্থিত।
  • বেশীরভাগ প্রাণীতে লেজ বর্তমান।
  • অধিকাংশই স্থলচর, কিছু জলচর।
  • উদাহরণ: Hemidactylus brooki (টিকটিকি), Chrysemys picta (কচ্ছপ), Crocodylus palustris (কুমির), Naja naja (গোখরা)

 

শ্রেণী: পাখী বা এভিস (Aves)

[ল্যাটিন শব্দ Avis অর্থ Bird তথা পাখি]

  • দেহ পালকে (Feather) আবৃত।
  • অস্থি নিউম্যাটিক (Pneumatic) প্রকৃতির অর্থাৎ স্পঞ্জি (Spongy) বা বাতাসে পূর্ণ।
  • দেহাভ্যন্তরে বায়ুথলী (Air sac) বর্তমান যা দেহকে হালকা করতে সাহায্য করে।
  • পশ্চাৎ পদ পায়ে এবং অগ্রপদ  ডানায় (Wing) রূপান্তরিত হয়েছে যার বেশিরভাগই উড়ার উপযোগী।
  • বক্ষে উড্ডয়ন পেশী (Flight muscles) বর্তমান।
  • চোয়ালের সম্মুখ প্রান্ত প্রলম্বিত হয়ে চঞ্চুতে (Beak) পরিণত হয়েছে এবং চোয়াল ও চঞ্চুতে কোন প্রকার দাঁত থাকে না।
  • উষ্ণ-রক্ত (warm-blooded) বিশিষ্ট এ প্রাণীরা শ্বসনাঙ্গ ফুসফুস এবং হৃদযন্ত্র চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
  • উদাহরণ: Passer domesticus (চড়ুই) Copsychus saularis (দোয়েল)

 

শ্রেণী: স্তন্যপায়ী বা ম্যামালিয়া (Mammalia

[ল্যাটিন শব্দ Mamma অর্থ Breast তথা স্তন]

  • দেহত্বক লোম (Hair) দ্বারা আবৃত এবং গ্রন্থিময়
  • স্তন-গ্রন্থি (Mammary gland) বর্তমান যা কেবলমাত্র পরিণত স্ত্রী প্রাণীতে স্তন্যদানকালে কার্যকর থাকে তথা দুগ্ধ নিঃসরণ করে।
  • উন্নত মস্তিষ্কে কর্পাস ক্যালোসাম (Corpus callosum) বর্তমান।
  • স্থলের স্তন্যপায়ীদের বহিঃ কর্ণ (Pinna) উপস্থিত থাকলেও জলের স্তন্যপায়ীদের তা অনুপস্থিত।
  • দেহ গহ্বর তথা সিলোম পেশীবহুল ডায়াফ্রাম (Diaphragm)  দ্বারা আড়াআড়িভাবে বিভক্ত হয়ে বক্ষ গহ্বর ও উদর-গহ্বর সৃষ্টি করে।
  • পরিণত লোহিত রক্ত কণিকা (Red Blood Corpuscles) নিউক্লিয়াস (Nucleus) বিহীন।
  • উষ্ণ-রক্ত (warm-blooded) বিশিষ্ট এ প্রাণীদের হৃদযন্ত্র চার প্রকোষ্ঠ (দুটি অলিন্দ [Atrium]ও দুটি নিলয় [Ventricle]) বিশিষ্ট এবং শ্বসনাঙ্গ ফুসফুস।
  • উদাহরণ: Homo sapiens (মানুষ), Panthera tigris (বাঘ)

 

 

কুইজে অংশ নিতে লিঙ্কটি অনুসরণ করুন

 


Visited 20,653 times, 1 visits today | Have any fisheries relevant question?
পর্ব কর্ডাটা (Chordata)

Visitors' Opinion

Tagged on:                                                                                     

রাহাত পারভীন রীপা

প্রাণিবিদ্যায় স্নাতক ও স্নাতকোত্তর। বিস্তারিত

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.