শ্রেণীতাত্ত্বিক অবস্থান (taxonomic position):
পর্ব: Chordata (কর্ডাটা)
শ্রেণী: Actinopterygii (রশ্মি-পাখনা বিশিষ্ট মাছ, Ray-finned fishes)
বর্গ: Anguilliformes ((কণ্টকিত বাইন, Spiny Eels)
গোত্র: Muraenidae (বামোশ, Moray eels)
উপগোত্র: Muraeninae
গণ: Gymnothorax
প্রজাতি: Gymnothorax tile

 

সাধারণ নাম (common name):
ইংরেজি: Freshwater morey, Moray eel
স্থানীয় বাংলা: বামোশ

 

সমনাম (Synonyms):
Lycodontis tile (Hamilton, 1822)
Muraena tile (Hamilton, 1822)
Muraenophis tile Hamilton, 1822

 

ভৌগোলিক বিস্তৃতি (geographical distribution):
বাংলাদেশ (Rahman, 1989 and 2005), ভারত বিশেষত পূর্বভারত, ফিলিপাইন ও হাওয়াই দ্বীপপুঞ্জ (Talwar and Jhingran, 1991), শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।

 

সংরক্ষণ অবস্থা (conservation status):
এই প্রজাতিটি বাংলাদেশের হুমকিগ্রস্ত মাছের (threatened fish) লাল তালিকায় অন্তর্ভুক্ত নয় (IUCN Bangladesh, 2000)।

 

বহি: অঙ্গসংস্থান (External morphology):
লম্বা দেহ দেখতে অনেকটা সাপের মত নলাকার। এদের লেজ সরু ও চাপা এবং তুলনামূলকভাবে খাটো। ফুলকারন্ধ্র সরু। চোখ তুলনামূলক ছোট ও তীক্ষ্ণ (Talwar and Jhingran, 1991)। ফুলকা ক্ষুদ্রাকার। নাসারন্ধ্র নলাকার। পৃষ্ঠ পাখনা মাথার উপরিভাগে থেকে শুরু হয়ে পুচ্ছ পাখনার সাথে একীভূত হয়েছে। পৃষ্ঠ পাখনার মত অঙ্কীয় পাখনাও নিরবিচ্ছিন্নভাবে পুচ্ছ পাখনার সাথে একীভূত হয়েছে।
দেহ বাদামী হলুদ থেকে সবুজাভাব বর্ণের তবে অঙ্কীয়দিক তুলনামূলক হালকা। সারা দেহে ক্ষুদ্র ক্ষুদ্র সাদা দাগ উপস্থিত তবে পরিণত মাছে দাগগুলি দেখতে পাওয়া যায় না (Rahman, 1989 and 2005)।

 

সর্বোচ্চ দৈর্ঘ্য:
৬০ সেমি (Rahman, 1989 and 2005; Talwar and Jhingran, 1991)।

 

বাসস্থান:
নদী ও মোহনাঞ্চলে এদের দেখা যায় (Rahman, 1989 and 2005; Talwar and Jhingran, 1991)। ভারতের হুগলীর মোহনাতে এদের সচরাচর দেখা মেলে (Talwar and Jhingran, 1991)। এরা তলাবাসী হলেও খাদ্যের অন্বেষণে মাঝামাঝি গভীরতায়ও এদের দেখা মেলে।

 

খাদ্য ও খাদ্যাভ্যাস:
এরা মাংসাশী ও শিকারী। এদের খাদ্য তালিকায় সিংহভাগ (৯০ শতাংশ) জুড়েই রয়েছে ছোট মাছ এবং অবশিষ্টাংশ ক্রাস্টেশিয়ানস (কাঁকড়া ও ইচা) ও সেফালোপোডস (সেপিয়া ও ললিগো)।

 

মৎস্য তথ্য:
বাঙ্গালীর খাদ্য তালিকায় এই মাছ থাকে না বললেই চলে। তবে অন্যান্য মাছের সাথে এগুলি ধরা পড়ে যা সাধারণত হংকং, চীন ও অন্যান্য দেশে রপ্তানি করা হয়।

 

Reference:

  • Hamilton F (1822) An account of the fishes found in the river Ganges and its branches. Edinburgh & London. An account of the fishes found in the river Ganges and its branches.: i-vii + 1-405, Pls. 1-39.
  • IUCN Bangladesh (2000) Red book of threatened fishes of Bangladesh, IUCN- The world conservation union. xii+116 pp.
  • Rahman AKA (1989) Freshwater Fishes of Bangladesh, 1st edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, p. 42.
  • Rahman AKA (2005) Freshwater Fishes of Bangladesh, 2nd edition, Zoological Society of Bangladesh, Department of Zoology, University of Dhaka, Dhaka-1000, p. 57.
  • Talwar PK and Jhingran AG (1991) Inland Fishes of India and Adjacent Countries, Vol. 1, Oxford & IBH Publishing Co. Pvt. Ltd. New Delhi-Calcutta, pp. 79.

 

পুনশ্চ:


Visited 478 times, 1 visits today | Have any fisheries relevant question?
বাংলাদেশের মাছ: বামোশ, Freshwater morey, Gymnothorax tile

Visitors' Opinion

কামরুল হাসান লিংকন

Research Student, Bangladesh Agricultural University, Mymensingh-2202, Bangladesh. E-mail- Kamrulhasanak@gmail.com. More...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.